পুলিশ সম্পর্কে সাধারণ জ্ঞান Pdf

বাংলাদেশ পুলিশ MCQ সাধারণ জ্ঞান:  প্রশ্ন: ২৫ মার্চ ১৯৭১ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ করেছিল কোন বাহিনী?
উত্তর : বাংলাদেশ পুলিশ।

প্রশ্ন : বাংলাদেশ পুলিশ কোথায় সশস্ত্র প্রতিরোধ করেছিল?
উত্তর: রাজারবাগ পুলিশ লাইনসে।

প্রশ্ন: রাজারবাগ পুলিশ লাইনসে হানাদার বাহিনীর আক্রমণের বার্তা কে ওয়্যারলেসের মাধ্যমে দেশের ১৯ জেলা, ৩৬টি সাব ডিভিশন এবং সব পুলিশ লাইনসে জানান?
উত্তর: ওয়্যারলেস অপারেটর কনস্টেবল শাহজাহান মিয়া।

“আর পড়ুনঃ” মাসিক তথ্য কণিকা ২০২১ নভেম্বর

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় পুলিশের মহাপরিদর্শক (IGP) ছিলেন কে?
উত্তর : তসলিম উদ্দিন আহমেদ।

>>পুলিশ সম্পর্কে১০১ সাধারণ জ্ঞান  এ Pdf পাবেন।

About admin

Check Also

বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব – ৩

আমরা অনেকে জানিনা কে বাংলাদেশের প্রথম কিন্তু বিষয়টি জেনে রাখা খুব দরকার। এই বিষয়ে নিচে …