প্রাথমিক শিক্ষক পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন ২০২২

প্রাইমারি পরীক্ষার সাজেশন [আগে গবেষণা, পড়ে পড়াশোনা] নিয়োগের প্রক্রিয়া: দুই অংশে পরীক্ষা হয়।

১. MCQ Type- ৮০ মার্ক। ৮০ টি MCQ থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবেন ১ মার্ক । আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে।
২. ভাইভা থাকবে ২০ মার্কের। MCQ তে উত্তীর্ণরা ভাইভা দিবেন।
নোট: সম্পূর্ণ উপজেলা ভিত্তিক মেধাতালিকা করা হবে।
মানবণ্টন :
ক. ইংরেজি ২০
খ. বাংলা ২০
গ. গণিত ২০
ঘ. সাধারণ জ্ঞান (BD/Int/Sci/Com) ২০
কি কি পড়বেন তার সাজেশন:

ক. ইংরেজি:

ইংরেজিতে ২০ নম্বরে ভালো করতে হলে এই টপিকগুলো অবশ্যই দেখবেন।

01. Identifying Parts of Speech (Noun, verb, Adjective, Pronoun, Conjunction)
02. Synonym and Antonym
03. Correct Spelling
04. Idioms & Phrases
05. Correction in 4 options
06. Preposition & Appropriate Preposition
07. Subject-Verb Agreement
08. Right form of Verbs
09. Tense
10. Voice Change
11. Narration
12. One Word Substitution
13. Article
14. Number & Gender
15. Conditional Sentence
16. Degree
17. Translation & Proverbs
18. Gender
19. ইংরেজি সাহিত্য William Shakespeare, G.B. Shaw, Charles Dickens, John Milton এর বিস্তারিত
20. অন্যান্য সাহিত্যিকের গ্রন্থ ও উপাধি:

খ. বাংলা:

বাংলায় ভালো করতে হলে ব্যাকরণ বেশি পড়তে হবে কারণ সাহিত্য থেকে ৩-৪ টার বেশি আসে না।

i) ব্যাকরণ
১. সন্ধি
২. বানান
৩. সমার্থক ও বিপরীত শব্দ
৪. শব্দের প্রকারভেদ
৫. ধ্বনি, বর্ণ ও অক্ষর
৬. পরিভাষা
৭. উপসর্গ
৮. কারক ও বিভক্তি
৯. প্রত্যয় ও সমাস
১০. বাক্য সংকোচন ও বাগধারা
১১. পদ প্রকরণ, বিরাম চিহ্ন
ii) বাংলা সাহিত্য
১২. বিগত বিসিএস, নন ক্যাডার ও প্রাইমারির প্রশ্ন পড়বেন।
১৩. ষষ্ঠ থেকে এইচএসসি পর্যন্ত বাংলা বইয়ের লেখক পরিচিত পড়বেন।
১৪. চর্যাপদ
১৫. রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, শামসুর রহমান, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১৬. মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটা গল্প, উপন্যাস ও নাটক।
১৭. সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি।
গ. গণিত:

নিম্নের অধ্যায়গুলো পড়তে পোস্টের শেষ অংশে বুকলিস্ট দেখে বই সংগ্রহ করে নিন।

[পাটিগণিত: ১০-১২ টা প্রশ্ন আসবে। বীজগণিত: এখান থেকে ৩-৪ টা আসবে। জ্যামিতি: এখান থেকে ৩-৪ টা আসবে।]

★★★পাটী গণিত:

০১. সংখ্যা।
০২. শতকরা।
০৩. সুদকষা
০৪. লাভ-ক্ষতি
০৫. অনুপাত
০৬. গড়
০৭. ভগ্নাংশ
০৮. বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়
০৯. ল.সা.গু ও গ.সা.গু
১০. বয়স
১১. সময় ও দূরত্ব
১২. কাজ ও সময়
১৩. লোক ও খাদ্য
১৪. পাশ/ফেল
১৫. মিশ্রণ
১৬. বিভিন্ন প্রকার দশমিকের গুণ ও ভাগ
১৭. ঐকিক নিয়ম
১৮. নৌকা ও স্রোতের বেগ
১৯. নল ও চৌবাচ্চা
২০. চক্রবৃদ্ধি
২১. ট্রেন সম্পর্কিত গণিত

★বীজ গণিত:

০১. বীজগণিতের মান নির্ণয়
০২. বীজগণিতের সমীকরণ
০৩. বীজগণিতের যোগ/ বিয়োগ/ গুণ/ভাগ
০৪. ধারা
০৫. উৎপাদক
০৬. লগারিদম
০৭. বীজগণিতের ল.সা.গু ও গ.সা.গু

★জ্যামিতি:

Primary Teachers Exam English Suggestion – 500 MCQ
Primary Teachers Exam Bangla Suggestion – 500 MCQ
Primary Teachers Exam Seat Plan 2022
Primary Teachers Exam Admit Card Download 2022
Primary Teacher Exam Short Suggestion 2022
Primary Teachers Exam Math Suggestion
Primary Teachers Exam Syllabus
০১.বিভিন্ন প্রকার কোণ
০২. বিভিন্ন প্রকার ত্রিভুজ
০৩. আয়তক্ষেত্র ও সামন্তরিক
০৪.বর্গক্ষেত্র ও রম্বস
০৫. বৃত্ত

ঘ. সাধারণ জ্ঞান:

বাংলাদেশ : ১৩/১৪ মার্কস * আন্তর্জাতিক : ২/৩ মার্কস * সাম্প্রতিক : ১/২ মাকর্স *

★★বাংলাদেশ বিষয়াবলি:

০১. প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার জনপদ
02. ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট ও ছয়দফা, মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার, ১৯৭০ সালের নির্বাচন
০3. মুক্তিযুদ্ধের বিভিন্ন গ্রন্থ ও চলচ্চিত্র, মুক্তিযুদ্ধে বিদেশি পক্ষ-বিপক্ষশক্তি
০4. মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব
০5. বীরশ্রেষ্ঠ
০6. বাংলাদেশের ভৌগলিক অবস্থান ও ভূ-প্রকৃতি
07. নদ-নদী ও নদ-নদীর উৎপত্তিস্থল
08. ঐতিহাসিক স্থান ও স্থাপনা
09. বাংলাদেশের প্রথম, জাতীয় বিষয়াবলি
10. বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি
11. বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ
12. সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ও সংশােধনী
13. উপমহাদেশে ব্রিটিশ শাসনামল, বঙ্গভঙ্গ
14.ভারতবর্ষে মুসলিম শাসন, বাংলায় সুলতানি শাসনামল
15. স্বাধীন বাংলা বেতারকেন্দ্র
16. আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ
17. বাংলাদেশের জাতীয় পতাকা, প্রতীক ও সংগীত
18. উপজাতিও ক্ষুদ্র নৃ-গােষ্ঠী
19. বাংলাদেশের শিল্প, বাণিজ্য ও অর্থনীতি
20. খেলাধুলা
21. বাংলাদেশের জাতীয় সংসদ
22. বাংলাদেশে সাংবিধানিক সংস্থা ও পদ
23. মাৎস্যন্যায়, বাংলায় প্রথম রাজধানী স্থাপন
24. বাংলাদেশের স্বীকৃতি
25. বাংলাদেশের কৃষি, বনজ ও খনিজ সম্পদ
26. বাংলাদেশের দ্বীপ, হাওর ও ঝর্ণা
27. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার বিভিন্ন পুরস্কার
28. আবহাওয়া ও জলবায়ু, গুরুত্বপূর্ণ জাতীয় দিবস
29. বাংলাদেশের শিক্ষা-ব্যবস্থা
30. গুরুত্বপর্ণ সাম্প্রতিক

আন্তর্জাতিক বিষয়াবলিঃ

০১. বিভিন্ন মহাদেশের গুরুত্বপূর্ণ আলোচনা
০২. জাতিসংঘ, ইউনেস্কো ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংগঠন
০৩. বিশ্বের ভৌগোলিক উপনাম, প্রণালী, বিশ্বের বিখ্যাত সীমারেখা
০৪. বিশ্বের বিখ্যাত স্থান, শহর ও দ্বীপ
০৫. বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও সদরদপ্তর
০৬ . SDG 3 SDG
০৭ . বিশ্বের প্রাচীন সভ্যতা
0৮ . বিশ্বের গুরুত্বপূর্ণ বিশেষ অঞ্চল।
০৯. বিশ্বের গুরুত্বপূর্ণ দিবসসমূহ
১0. বিশ্বের বিখ্যাত চিত্রকর্ম
১১. বিশ্বের গুরুত্বপূর্ণ চুক্তিসমূহ
১২ . বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা
১৩ . বিশ্বের বিভিন্ন দেশের আইনসভাসমূহ
১৪ . বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানী
১৫ . বিশ্বের স্থলবেষ্টিত রাষ্ট্রসমূহ
১৬. বিশ্বের দ্বীপ রাষ্ট্রসমূহ
১৭ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠাতা
18. বিশ্ব জলবায়ু ও পরিবেশ
19. বিশ্বের বিখ্যাত গ্রন্থের নাম ও লেখকের নাম
20. নোবেল প্রাইজ, খেলাধুলা, ও গুরুত্বপর্ণ সাম্প্রতিক

সাধারণ বিজ্ঞান

০১. পদার্থের অবস্থা ও তাদের পরিবর্তন
০২.মৌলিক পদার্থ
০৩. ধাতু ও অধাতু
০৪. চৌম্বক পদার্থ
০৫. তরঙ্গ ও শব্দ।
০৬. বিভিন্ন প্রকার গ্যাস ও জ্বালানি
০৭. নবায়নযোগ্য জ্বালানি
০৮. বায়ুমণ্ডল
০৯. গ্রিন হাউজ গ্যাস ও ইফেক্ট
১০. জেনেটিক্স
১১. মানবদেহ ও রক্ত
১২. খাদ্য ও ভিটামিন
১৩. বিভিন্ন ভিটামিন ও তাদের অভাবে রোগ
১৪. পরমাণু ও পরমাণুর গঠন
১৫. বিভিন্ন প্রকার কালচার (চাষ)
১৬. বিভিন্ন প্রকার পরিমাপক যন্ত্র
১৭. বিভিন্ন প্রকার শক্তি রূপান্তক যন্ত্র
১৮. রূপান্তরিত পাতা/মূল/কাণ্ড
19. বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একক
20. বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক
21. আলো
22. উদ্ভিদ ও সালােকসংশ্লেষণ
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি:
০১. কম্পিউটারের গুরুত্বপূর্ণ যা কিছু প্রথম
02. মেমরি, মডেম, কম্পিউটারের বৈশিষ্ট্য
০৪. সিস্টেম ইউনিট, ইনপুট-আউটপুট ডিভাইস
০5. ইন্টারনেট, কম্পিউটার সফটওয়্যার
06. বাংলা লেখার সফটওয়্যার, ই-মেইল
07. অপটিক্যাল ফাইবার
08. সামাজিক যোগাযোগ সাইট

** বই যেগুলা দরকার**

জব সলুশন, খাইরুলস বেসিক ম্যাথ, ইংরেজি মাস্টার, বিসিএস ডাইজেস্ট, নতুন বিশ্ব/ mp3, ওরাকল বাংলা, প্রাইমারী গাইড

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।