পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি যেহেতু জটিল থেকে জটিলতর হচ্ছে, সেহেতু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যাতে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বরখাস্ত করতে না পারেন সেজন্য ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। আদেবনটি করেছেন অ্যাডভোকেট আদনান ইকবাল। আবেদনের পর শনিবার মধ্যরাতেই আদালত বসার কথা রয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে। তবে এখন পর্যন্ত সেনাপ্রধানকে বরখাস্তের কোনও নির্দেশ ইমরান খান জারি করেননি বলেও খবরে জানানো হয়েছে।
খবরে আরো বলা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ আদালত প্রাঙ্গনে পৌঁছেছেন। এছাড়া ইমরান খানের বিরুদ্ধে করা এই আবেদনের বিষয়ে অ্যাডভোকেট আদনান ইকবাল বলেছেন, ক্ষমতার অপব্যবহার করে সেনাপ্রধানকে তার মেয়াদ শেষ হওয়ার আগে ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রী যাতে শেষ মুহূর্তে বরখাস্ত করতে না পারেন সেজন্য এই আবেদন করা হয়েছে।
এর আগে, অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর ক্ষমতা হারিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল শনিবার মধ্যরাতে এই অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। জাতীয় পরিষদের ৩৪২ জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্যই ইমরান খানের প্রতি অনাস্থা প্রকাশ করে ভোট দেন। তবে ইমরান খানের প্রতি এই অনাস্থা ভোটের আয়োজনে কাদের ভূমিকা রয়েছে সেটি নিয়ে চলছে আলোচনা।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online