বিয়ে করতে এসে পালিয়ে জীবন রক্ষা করলেন বর

বর ও কনে পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৬ মে) বিকেলে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দেওখালী গ্রামে পাত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় বিশ জন আহত হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে বরযাত্রীরা বরসহ দৌড়ে পালিয়ে জীবন রক্ষা করে। এ ঘটনায় পাত্রী পক্ষের মাঝে হতাশা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দেওখালী গ্রামের আলম মিয়ার মেয়ের সাথে একই উপজেলার সিংহেশ্বর গ্রামের বুলু মিয়ার ছেলের বিয়ে ঠিক হয়। শুক্রবার বিয়েতে বরযাত্রী হিসেবে মেয়ের বাড়িতে ৭০-৮০ জন আসেন। শুরুতে নির্ধারিত গেইটে বর পক্ষের লোকজনের সঙ্গে পাত্রী পক্ষের দাবি করা উপহার নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেয়ের বাবার ওপর বর পক্ষের লোকজন হামলা করে।

এ সময় স্থানীয়রা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বর পক্ষের ওপর হামলা চালায়। এক পর্যায়ে বর ও পাত্রী পক্ষের কয়েকজনের শরীরে আঘাত লাগে। এ সময় বরপক্ষের লোকজন দৌড়ে জীবন রক্ষা করলেও বরের আর নতুন বউকে বাড়িতে নিয়ে যাওয়া হলো না।পাত্রীর বাবা আলম মিয়া বলেন, বরের সাথে ১০-১২ জন আসার কথা থাকলেও তারা ৭০-৮০ জন এসেছে। বরপক্ষ প্রথমেই আমাদের ওপর আক্রমণ করে। আমাদের কয়েক লাখ টাকা খরচ হলেও শেষ পর্যন্ত বিয়ে না হওয়া দুঃখজনক।

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।