বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বিজ্ঞান হলো মানব সভ্যতার জন্য একটি মূলতন্ত্র যা বিশ্বকে আমাদের নজরে একটি নির্দিষ্ট উপাদান হিসেবে প্রদর্শন করে। বিজ্ঞান সাধারণত একটি পদ্ধতি যা তথ্য সংগ্রহ, উপস্থাপন, পরীক্ষা এবং নতুন জ্ঞান অর্জনের জন্য ব্যবহার করা হয়। বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান হলো বিজ্ঞান সম্পর্কে সাধারণত জানা উচিত কিছু তথ্য এবং পরিচিতি।

বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদেরকে বিজ্ঞানের স্থান ও প্রভাব সম্পর্কে জানা দেয়। বিজ্ঞান হলো মানব বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল এবং এটি সাধারণত মানবকে সমস্ত জীবনে সমস্যা সমাধান করার ক্ষমতা দেয়। তাই বিজ্ঞান সম্পর্কে জানা প্রয়োজন হলে নয় শুধু সাধারণ জ্ঞানকেই বরং আমরা বিজ্ঞান সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান

✬ যে সর্বোচ্চ শব্দের শ্রুতি সীমার উপর মানুষ বধির হতে পারে তা হলো — ১০৫ ডেসিবেল।

✬ International System of Unite কে সংক্ষেপে বলে — S.I পদ্ধতি।

✬ পানির তাপমাত্রা ০° থেকে ৪°এ উন্নীত হলে পানির ঘনত্ব — বাড়বে।

✬ একটি বন্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা — অপরিবর্তিত থাকবে।

✬ একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ হবে — সমান বা একই হয়।

✬ Electric bill is calculated in — kilowatt hour.

✬ মেঘাচ্ছন্ন আকাশের রাত অপেক্ষাকৃত উষ্ণ হয় কারন — মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকরণে বাধা দেয়।

✬ “To every action there is an equal and opposite reaction” The theory has given by- — Newton.

✬ হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায় — ১৯৮৬ সালে।

✬ তরল মিশ্র পদার্থ থেকে ছেঁকে ভারী অদ্রবনীয় পদার্থ পৃথক কথার প্রনালীকে বলে — পাতন।

✬ কোন ধাতু পানিতে বাসে — cu

✬ জিংক সালফেটের সংকেত — Znso4

✬ অ্যালুমেনিয়ামের যোজনী — ৪(চার)

আরো পড়ুন…. বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান

✬ অগ্নিনির্বাপক সিলিন্ডারে থাকে — তরল কার্বন ডাইঅক্সাইড।

✬ শুকানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায় কারণ — শুষ্ক খাদ্যে আবহাওয়া বিরুপ প্রবাহ বিরাজ করে।

✬ ঘর্ঘণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয় — ইলেট্রন।

✬ কচু খেলে গলা চুলকায় কারন কচুতে থাকে — ক্যালসিয়াম অক্সালেট।

✬ ফরমালিন হলো ফরমালডিহাইডের — ৪০% জলীয় দ্রবণ।

✬ হীরক উজ্জ্বল দেখায় কারন — আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।

✬ পানি জমলে আয়তন — বাড়ে।

✬ N.I.P এর পূর্নরূপ — Normal Temperature & Pressure.

✬ পরম শূন্য তাপমাত্রা সমান — ২৭৩° সেন্টিগ্রেড।

✬ সি এন জি গাড়ী চলে — অটো চক্রে।

✬ বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠাতে হয় — ফিকুসেনসী মডুলেশন করে।

✬ শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারন — বাতাসে আপেক্ষিক আদ্রতা কম থাকে।

✬ ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারন — শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়।

✬ প্লাস্টার অব প্যারিস বলা হয় — দুই অনু পানিসহযোগে গঠিত ক্যালসিয়াম কার্বনেট।

✬ উড পেন্সিলের “সীস” হলো — গ্রাফাইট, 2B, 4B, 6B পেন্সিলের শীষেও গ্রাফাইট থাকে।

✬ শুষ্ক বরফ বলা হয় — হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে, ব্যবহৃত হয় স্টেজে ধোয়া সৃষ্টিতে।

✬ এসিড বৃষ্টির জন্য দায়ী — সালফার ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড।

✬ ফ্রেয়ন কার ট্রেড নাম — CFC (রেফ্রিজারেটরে থাকে), ক্লোরোফ্লুরো কার্বন।

✬ কাপড় কাচার সোডা কোনটি — Na2CO3

✬ নোবল গ্যাস নয় — ওজন।

✬ পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবানুমুক্ত করা হয় — দুধকে।

✬ প্রানীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় — মিথেন।

✬ রেস্টিফাইড স্পিরিট হলো — ৯৫% ইথাইল এলকোহল + ৫% পানি।

✬ গ্যালভানাইজেশন হলো লোহার উপর — দস্তার প্রলেপ।

✬ CNG এর পূর্নরূপ — Compressed Natural Gas.

✬ PCR এর পূর্নরূপ — Polymerase Chain Reaction.

✬ C6H14 এর আইসোমার এর সংখ্যা — ৬ টি।

✬ দেহের কোন অংশে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে — হেপারিন।

✬ তরল ধাতু — পারদ।

✬ ভিনেগার — ১০% এসিটিক এসিডের জলীয় দ্রবণ।

✬ মানুষের বুদ্ধির বিকাশ সাধন হয় — ২৪ বছরে।

✬ যে বস্তু আলোর সব রং প্রতিফলিত করে তার রং — সাদা।

✬ যেসব উক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে — আইসোটোপ।

✬ যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলে — আইসোটোন।

✬ প্রোটিন তৈরিতে ব্যবহার হয় — অ্যামাইনো এসিড।

✬ নিউমোনিয়া রোগটি হয় — ফুসফুসে।

✬ জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে — ক্রোমোজম।

✬ মানব দেহে বৃদ্ধির জন্য দরকার — আমিষ।

✬ মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হাওয়াকে বলে — স্ট্রোক।

✬ সুষম খাদ্যে প্রধানত তিনটি খাদ্য উৎপাদনের অনুপাত — ৪:১:১

✬ ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না — সালোসংশ্লেষণ।

✬ এন্টিবায়োটিক কাজ করে — জীবাণু ধ্বংসে।

✬ দেহ কোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন — প্রোটিন।

✬ কোনটি দেহকোষ নয় — প্রোটিন।

✬ শ্রবণ ছাড়াও কানের অন্যতম কাজ হলো — দেহের ভারসাম্য রক্ষা করা।

✬ হৃদরোগের প্রধান কারণ — ধুম পান।

✬ কোনটি মৌলও নয় আবার যৌগও নয় — শর্করা।

✬ বাতাসে অক্সিজেনের শতকরা হার কত — ২০.৭১%

✬ কোনটি দিয়ে হাঁসের প্লেগ রোগ হয় — ভাইরাস।

✬ সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল — পেয়ারা।

✬ পৃথিবীতে সবচেয়ে বেশি কপি উৎপন্ন হয় — ব্রাজিলে।

✬ বাংলাদেশে একটি জীবন্ত জীবাশ্ম জ্বালানি — রাজ কাঁকড়া।

✬ সর্বপ্রথম যে উফশী ধান চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো — ইরি-৮ (আট)।

✬ বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল — চা।

✬ কৃষির রবি মৌসুম কোনটি — কার্তিক – ফাল্গুন।

✬ বায়োগ্যাস তৈরির পর যে অবশিষ্টাংশ থাকে তা — সার হিসেবে ব্যবহার করা হয়।

✬ ওজন স্তরের ফাটল ধরার জন্য মূখ্য দায়ী গ্যাস — ক্লোরোফ্লোরো কার্বন।

✬ যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ থাকে তখন হয় — সূর্যগ্রহন।

✬ প্রবল জোয়ারের কারন –এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে।

✬ পারমানবিক বোমার চাইতে শক্তিশালী হলো — হাইড্রোজেন বোমা।

✬ একটি এটমে কণিকার সংখ্যা — ৩ টি।

✬ যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন — গ্যালিলিও ১৬১০ সালে।

✬ Longest day — ২১ জুন।

✬ সূর্যের কয়টি গ্রহ — ৮ টি।

✬ গভীরতম মহাসাগর — প্রশান্ত মহাসাগর।

✬ সি.এফ.সি বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষতি করে — স্ট্রাটোস্ফেয়ার।

✬ সোয়াইন ফ্লুর ভাইরাস চিকিৎসা শাস্ত্রে কি নামে পরিচিত — এইচ 1 এন 1

✬ শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ — কম থাকে।

✬ “মাশরুম” এক ধরনের — ফাঙ্গাস।

✬ ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারন — শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়।

✬ কোষের মস্তিষ্ক বলা হয় — নিউক্লিয়াসকে।

✬ ইস্ট কি — একটি ছত্রাক।

✬ মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত — ব্যাক্টোরিয়ায়।

✬ যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমন করে তাদের বলে — ব্যাকটেরিওফাজ।

✬ বরফ পানিতে বাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব — বেশী।

✬ মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস — শ্বসন।

✬ নবায়নযোগ্য জ্বালানি কোনটি — পরমাণু শক্তি।

✬ ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় — চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়।

✬ সুনামির কারন হলো — সমুদ্রের তলদেশে ভূমিকম্প।

✬ হাড় ও দাঁতকে মজুত করে — ক্যালসিয়াম ও ফসফরাস।

✬ অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো — গ্লাইকোজেন।

✬ রেশম পোকা চাষের বৈজ্ঞানিক পদ্ধতি — সেরিকালচার।

✬ কৃষি উদ্যান বিষয়ক বিদ্যাকে বলে — হার্টিকালচার (Horticulture)

✬ খর পানিতে উত্তম ফেনা দেয় — ডিটারজেন্ট।

✬ লেড অ্যাসিটেড যে রোগের ওষুধ — চর্মরোগ।

✬ “গো বসন্ত” রোগ যে ভাইরাসে আক্রান্ত হয় — ভ্যাক্সিনিয়া ভাইরাস।

✬ আলোর উৎপত্তির কারন — পরমাণুর ইলেকট্রন।

✬ সবচেয়ে সক্রিয় অধাতু — ফ্লোরিন (F)

✬ অধাতুসমূহ প্রধানত বিদ্যুৎ ও তাপ — অপরিবাহী।

✬ বিদ্যুৎ বিলের হিসাব করা হয় — কিলোওয়াট ঘন্টা।

✬ পেটা লোহা হলো — নরম।

✬ আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তাতে মিথেন থাকে — ৯৫ – ৯৯%

✬ উষ্ণ ও শীতল স্রোতের মিলনে — কুয়াশা ও ঝড় হয়।

✬ সমুদ্র স্রোতের অন্যতম কারন — বায়ু প্রবাহের প্রভাব।

✬ গ্লোবাল ওয়ারর্মিং এর জন্য দায়ী — co2

✬ প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি — Co2

জীববিজ্ঞান সাধারণ জ্ঞান – প্রশ্ন ও উত্তর

✬প্রশ্ন: যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের কী বলে?
উত্তরঃ- প্যাথজেনিক।

✬প্রশ্ন: মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
উত্তরঃ- স্নায়ুতন্ত্রের।

✬প্রশ্ন: ইনফেকশন কী?
উত্তরঃ- সংক্রমন।

✬প্রশ্ন: একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত?
উত্তর: একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা প্রায় 6 লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি পর্যন্ত হতে পারে।

✬প্রশ্ন: অবস্থান ও কাজের ভিত্তিতে কোষ কয় প্রকার ও কি কি?
উত্তর: দুই প্রকার, দেহ কোষ এবং জনন কোষ।

✬প্রশ্ন: জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্নি কোনটি?
উত্তরঃ- গামা রশ্মি।

✬প্রশ্ন: শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে দরকার কী কী?
উত্তরঃ- স্বীকৃতি, স্নেহ এবং সাফল্য।

✬প্রশ্ন: কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
উত্তরঃ- ট্রিপসিন।

✬প্রশ্ন: শর্করা জাতীয় খাদ্য হজমে কোনটি সাহায্য করে?
উত্তরঃ- টায়ালিন।

✬প্রশ্ন: কিসের কারণে উদ্ভিদের ফুল ও ফল বিভিন্ন বর্ণের হয়?
উত্তর: ক্রোমোপ্লাস্ট এর কারণে উদ্ভিদের ফুল ও ফল বিভিন্ন বর্ণের হয়।

✬প্রশ্ন: জীববিজ্ঞান মানে কি?
উত্তরঃ- জীববিজ্ঞান (Biology) বিজ্ঞানের একটি শাখা যেখানে জীব ও জীবন সংক্রান্ত গবেষণা করা হয়। তাদের গঠন, বৃদ্ধি, বিবর্তন, শ্রেণীবিন্যাসবিদ্যার আলোচনাও এর অন্তর্ভুক্ত।

✬প্রশ্ন: জীববিজ্ঞান এর জনক কে?
উত্তরঃ- এরিস্টটল।

✬প্রশ্ন: উদ্ভিদের মাটির নিচের কান্ডে খাদ্য সঞ্চয় করে কে?
উত্তর: উদ্ভিদের মাটির নিচের কান্ডে খাদ্য সঞ্চয় করে লিউকোপ্লাস্ট।

✬প্রশ্ন: মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় থাকে?
‍উত্তরঃ- প্লীহাতে।

✬প্রশ্ন: অগ্নাশয় নিঃসৃত রসকে কী বলে?
উত্তরঃ- ট্রিপসিন।

✬প্রশ্ন: নিউমোনিয়া কি জনিত রোগ?
উত্তরঃ- ব্যকটেরিয়া

✬প্রশ্ন: স্নায়ুতন্ত্রের একক কী?
উত্তরঃ- নিউরন।

✬প্রশ্ন: ভাইরাস জনিত রোগ কোনটি?
উত্তরঃ- জন্ডিস, এইডস ও চোখ ওঠা ইত্যাদি।

✬প্রশ্ন: কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়?
উত্তরঃ- এডিস এজিপটাই।

✬প্রশ্ন: প্রাণি জগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে?
উত্তরঃ- জেনেটিক/ বংশগতি বিদ্যা/ জীনতত্ত্ব।

✬প্রশ্ন: একটি মাত্র কোষ দিয়ে জীবের জীবন শুরু হয় কেন?
উত্তরঃ- সকল জীবের আদিপুরুষ এককোষী ছিল বলে।

✬প্রশ্ন: প্রশ্ন : প্রাণিজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে?
উত্তর : ইভোলিউশন।

✬প্রশ্ন: প্রশ্ন : জেনেটিক্স বা বংশগতির জনক কে?
উত্তর : মেন্ডেল।

✬প্রশ্ন: টিউমার বা ক্যান্সারের কোষগুলো কী রকম?
উত্তরঃ- অস্বাভাবিক।

✬প্রশ্ন: ডিএনএ অনুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
উত্তরঃ- ওয়াটসন ও ক্রিক।

✬প্রশ্ন: ডিএনএ কী?
উত্তরঃ- একটি নিউক্লিক এসিড।

✬প্রশ্ন: ডিএনএ প্রথম উপস্থাপন করেন কে?
উত্তরঃ- ফ্রেডরিক মাসচার।

✬প্রশ্ন: ক্লোরোফিল কাকে বলে?
উত্তর: উদ্ভিদের ক্লোরোপ্লাস্টিডে অবস্থিত সবুজ রঙের রঞ্জক পদার্থ হলো ক্লোরোফিল।

✬প্রশ্ন: ক্লোরোফিল তৈরীর জন্য প্রয়োজনীয় উপাদান কি কি?
উত্তর: ম্যাগনেসিয়াম এবং লৌহ।

✬প্রশ্ন: সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন?
উত্তর: ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে।

✬প্রশ্ন: হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ?
উত্তরঃ- আমিষ।

✬প্রশ্ন: আবরণী টিস্যু কত প্রকারের?
উত্তরঃ- ৩ প্রকারের।

✬প্রশ্ন: হৃদপিন্ডে কোন ধরণের পেশি দ্বারা গঠিত?
উত্তরঃ- বিশেষ ধরণের অনৈচ্ছিক টিস্যু দ্বারা।

✬প্রশ্ন: ক্যান্সার রোগ চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরনের উৎস কোনটি?
উত্তরঃ- আইসোটোপ।

✬প্রশ্ন: Photosynthesis অর্থ কী?
উত্তরঃ- সালোক সংশ্লেষণ।

✬প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণীর প্রোটোপ্লাজমের গঠন একই রকম এর ধারনা কে দেন?
উত্তর: ফন্টনা।

✬প্রশ্ন: ‘ক্রোমোজোম নৃত্য’ কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়?
উত্তরঃ- অ্যানাফেজ।

✬প্রশ্ন: নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়?
উত্তরঃ- মিয়োসিস।

✬প্রশ্ন: যেসব ফুল পতঙ্গপরাগী এবং রাতে ফোটে; সেসব ফুলে কোনটি থাকে?
উত্তর : তীব্র গন্ধ এবং সাদা পাপড়ি।

✬প্রশ্ন: নীলাভ সবুজ শৈবালে কোন কোষ বিভাজন ঘটে?
উত্তরঃ- অ্যামাইটোসিস।

✬প্রশ্ন: সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে কোন বিভাজন ঘটে?
উত্তরঃ- মিয়োসিস।

✬প্রশ্ন: ক্ষত স্থান পূরণ হয় কোন বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে?
উত্তরঃ- মিয়োসিস।

✬প্রশ্ন: কোন অঙ্গাণুটির সংখ্যা দ্বিগুণ হতে থাকলে বংশধরদের মধ্যে আমূল পরিবর্তন ঘটবে?
উত্তরঃ- ক্রোমোজোম।

✬প্রশ্ন: সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?
উত্তর: জ্যান্থোফিল এর কারণে।

✬প্রশ্ন: ফলের রং হলুদ হয় কি বেশি হলে?
উত্তর: জ্যান্থোফিল বেশি হলে।

✬প্রশ্ন: ফুলের পাপড়িতে বিভিন্ন বর্ণের জন্য কে দায়ী?
উত্তর: ক্লোরোপ্লাস্ট।

✬প্রশ্ন: ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়?
উত্তরঃ- অ্যামাইটোসিস।

✬প্রশ্ন: বটগাছের নিষিক্ত ডিম্বক কোথায় পাওয়া যায়?
উত্তরঃ- ফুলের গর্ভাশয়ে।

✬প্রশ্ন: যখন দুটি কোষের মিলন ঘটে তখন সে অবস্থাকে কী বলে?
উত্তরঃ- ডিপ্লয়েড।

✬প্রশ্ন: অস্টিওলজি অর্থ কী?
উত্তর : হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞান।

✬প্রশ্ন: অনিয়ন্ত্রিত মাইটোসিস কী সৃষ্টি করে?
উত্তরঃ- ক্যান্সার।

✬প্রশ্ন: জনন কোষের বিভাজনের ফলে কী উৎপন্ন হয়?
উত্তরঃ- গ্যামেট।

✬প্রশ্ন: হোমিওপ্যাথির আবিষ্কারক কে?
উত্তর : এস সি এফ হ্যানিমেন।

✬প্রশ্ন: আলেকজান্ডার ফ্লেমিং কে ছিলেন?
উত্তর : বিজ্ঞানী।

✬প্রশ্ন: ডুমুরের পুংরেণুর সাথে স্ত্রীরেণুর সংযোগ স্থাপনের মাধ্যমে কী হয়?
উত্তর : কাল পিঁপড়া।

✬প্রশ্ন: আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর : সিগমন্ড ফ্রয়েড।

✬প্রশ্ন: ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
উত্তর : লিউয়েন হুক।

✬প্রশ্ন: পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে?
উত্তর : আলেকজান্ডার ফ্লেমিং।

✬প্রশ্ন: কোনটির টিউমার বা ক্যান্সার নির্ণয়ের জন্য বায়োপসি করা হয়?
উত্তরঃ- কোষের বাহ্যিক গঠনের।

✬প্রশ্ন: কোনটি বহুকোষী জীব?
উত্তরঃ- বটগাছ।

বিজ্ঞান সাধারণ জ্ঞান – বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

✬প্রশ্ন: কোন ধাতু সর্বাপেক্ষা হালকা ?
উত্তর: লিথিয়াম।

✬প্রশ্ন: জিরকন, মোনাজাইট, বিউটাইল প্রভৃতির সমন্বয়ে কি গঠিত হয় ?
উত্তর: কালো সোনা।

✬প্রশ্ন: “অ্যাকোয়া রিজিয়া” বলতে কি বুঝায় ?
উত্তর: কনসেনট্রেটেড হাইড্রোক্লোরিক এসিড ও নাইট্রিক এসিডের মিশ্রন।

✬প্রশ্ন: হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুঁলানোকে বলে ?
উত্তর: এনজিও প্লাস্ট।

✬প্রশ্ন: রক্তে লোহিত কনিকার কাজ কি ?
উত্তর: অক্সিজেন বহন করা।

✬প্রশ্ন: কোন রক্তের গ্রুপকে ” সর্বজনীন দাতা” universal donor বলা হয় ?
উত্তর: গ্রুপ O

✬প্রশ্ন: মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উত্তর: ফুলকার সাহায্যে।

✬প্রশ্ন: বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি হয় ?
উত্তর: গ্রোথ হরমন।

✬প্রশ্ন: কোন শিলার মধ্যে ভাঁজ (Fold) ভালো দেখায় ?
উত্তর: পাললিক শিলা।

✬প্রশ্ন: নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা ?
উত্তর: যুক্তরাষ্ট্র।

✬প্রশ্ন: কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয় ?
উত্তর: বিষুব রেখা।

✬প্রশ্ন: শিমগাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে ?
উত্তর: নাইট্রোজেন।

✬প্রশ্ন: কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় ?
উত্তর: ঘোড়া।

✬প্রশ্ন: ফার্ন উদ্ভিদের জন্য কোনটি প্রযোজ্য ?
উত্তর: মূল, কান্ড, পাতা বিভক্ত অপুস্পক উদ্ভিদ।

✬প্রশ্ন: মানব দেহের সর্ববৃহৎ অঙ্ক কি ?
উত্তর: ত্বক।

✬প্রশ্ন: কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে ?
উত্তর: খেসারি।

✬প্রশ্ন: কোন খাদ্যে প্রোটিন বেশি ?
উত্তর: গরুর মাংস।

✬প্রশ্ন: বায়ুমণ্ডলের স্তর কয়টি ?
উত্তর: 5টি ।

✬প্রশ্ন: পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশে চাপ প্রয়োগ করলে কি ঘটবে ?
উত্তর: পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়।

✬প্রশ্ন: আবহাওয়ার 90% আদ্রতা বলতে কি বুঝায় ?
উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%।

✬প্রশ্ন: কোথায় সাঁতার কাটা কম অসাধ্য ?
উত্তর: সাগরে।

✬প্রশ্ন: সার হিসেবে কোন পদার্থটি ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয় ?
উত্তর: ইউরিয়া।

✬প্রশ্ন: তামা ও টিনের মিশ্রণে কি হয় ?
উত্তর: ব্রোঞ্জ।

✬প্রশ্ন: গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কেন ?
উত্তর: কালো কাপড় শরীরের তাপ কে বাহিরে যেতে দেয় না।

✬প্রশ্ন: কাচ কি দিয়ে তৈরি ?
উত্তর: Si02, যার অন্য নাম সিলিকা ।

✬প্রশ্ন: লাফিং গ্যাস কি ?
উত্তর: No2

✬প্রশ্ন: কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী ?
উত্তর: রেডন, এটি একটি নিষ্ক্রিয় গ্যাস।

✬প্রশ্ন: কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন ?
উত্তর: প্রস্বেদন রোধ করার জন্য।

✬প্রশ্ন: এইডস্ রোগ দেহের কোন কণিকা ধ্বংস করে ?
উত্তর: শ্বেত কনিকা।

✬প্রশ্ন: তাপে কোন ভিটামিন নষ্ট হয় ?
উত্তর: ভিটামিন সি।

✬প্রশ্ন: বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন ?
উত্তর: ডঃ আবদুল্লাহ আল মুতী।

✬প্রশ্ন: ক্লোনিং এর মাধ্যমে জম্ম নেওয়া সর্বপ্রথম ভেড়ার নাম কি ?
উত্তর: ডলি।

✬প্রশ্ন: ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় ?
উত্তর: গলা।

✬প্রশ্ন: যানবাহনের কালো ধোঁয়া কিভাবে পরিবেশ দূষিত করে ?
উত্তর: বাতাসে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি।

✬প্রশ্ন: উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি ?
উত্তর: 9 টি।

✬প্রশ্ন: বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
উত্তর: সাভারে।

✬প্রশ্ন: কোনটি থেকে CFC নির্গত হয় না ?
উত্তর: কাগজের মিল।

✬প্রশ্ন: কোথায় দিন রাত্রি সমান ?
উত্তর: নিরক্ষরেখায়।

✬প্রশ্ন: কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন ?
উত্তর: ইউরি গ্যাগারিন।

✬প্রশ্ন: মানুষ প্রথম কবে চন্দ্রে অবতরণ করেন ?
উত্তর: 1969, 21 জুলাই।

✬প্রশ্ন: বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না?
উত্তর: লাল, নীল, সবুজ।

✬প্রশ্ন: মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উত্তর: ফুলকার সাহায্যে।

✬প্রশ্ন: কোন পদার্থের জন্য ফুল রঙ্গিন ও সুন্দর হয় ?
উত্তর: ক্রোমোপ্লাস্ট।

✬প্রশ্ন: সুনামি এর প্রধান কারণ কি ?
উত্তর: সমুদ্র তলদেশে ভূমিকম্প।

✬প্রশ্ন: বর্ণালী ও শুভ্রা কি ?
উত্তর: উন্নত জাতের ভুট্টা।

✬প্রশ্ন: রূপালী ও ডেলফোজ কি ?
উত্তর: উন্নত জাতের তুলা।

✬প্রশ্ন: বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস উত্তোলন করা হয় ?
উত্তর: 1957 সালে।

✬প্রশ্ন: পৃথিবীর আয়তনের তুলনায় সূর্যের আয়তন মোটামুটি কতগূন বড় ?
উত্তর: 13 লক্ষ গূন।

✬প্রশ্ন: ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে ?
উত্তর: ছায়াবৃত্ত।

✬প্রশ্ন: পরম শূন্য তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন কত ?
উত্তর: শূন্য।

✬প্রশ্ন: কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয় ?
উত্তর: জার্মানি।

✬প্রশ্ন: মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে ?
উত্তর: 23 জোরা ।

✬প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের অভাবে ?
উত্তর: অ্যাডরেনালিন।

✬প্রশ্ন: জমির লবনাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
উত্তর: পানির সেচ।

✬প্রশ্ন: অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি ?
উত্তর: ইথিলিন।

✬প্রশ্ন: ইথানল জীবানুর উপস্থিতিতে বায়ু দ্বারা জারিত হলে কি পাওয়া যায় ?
উত্তর: এসিটিক এসিড।

✬প্রশ্ন: সর্বাধিক পটাশিয়াম যুক্ত খাদ্য কোনটি ?
উত্তর: ডাব।

✬প্রশ্ন: মানবদেহে কতটি হাড় আছে ?
উত্তর: 206 টি।

✬প্রশ্ন: রক্ত জমাট বাঁধতে কোন ধাতুর আয়ন সাহায্য করে ?
উত্তর: ক্যালসিয়াম।

✬প্রশ্ন: বায়ু মন্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি ?
উত্তর: নাইট্রোজেন।

✬প্রশ্ন: কোনটি ম্যানগ্রোভ বন ?
উত্তর: সুন্দরবন।

✬প্রশ্ন: গ্যালিলিও কি ?
উত্তর: পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।

✬প্রশ্ন: কার্পাস তুলা থেকে কোন তন্ত্রুটি পাওয়া যায় ?
উত্তর: অ্যাসবেসটস।

✬প্রশ্ন: বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন ?
উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।

✬প্রশ্ন: গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু ?
উত্তর: ফাইলেরিয়া ক্রিমি।

সাধারণ জ্ঞান – বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

✬প্রশ্ন: কোন কোষ অঙ্গানুকে ক্লডের ডানা বলা হয় ?
উত্তর: রাইবোজোম।

✬প্রশ্ন: গতিশীল ট্রেনে বসে থাকা ব্যাক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে ?
উত্তর: স্থির মনে হবে।

✬প্রশ্ন: কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার ?
উত্তর: সামুদ্রিক কচ্ছপ।
✬প্রশ্ন: কোন বিজ্ঞানী রক্তের শ্রেনীবিভাগ করেন ?
উত্তর: কার্ল ল্যান্ডস্টেইনার।

✬প্রশ্ন: কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয় ?
উত্তর: ভিটামিন A ও D

✬প্রশ্ন: সূর্য থেকে হঠাৎ আলো আসা বন্ধ হয়ে গেলে তা আমরা অনুভব করতে পারি কতক্ষণ পর?
উত্তর: ৮ মিনিট ৩২ সেকেন্ড পর।

✬প্রশ্ন: মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারন কি ?
উত্তর: এটিপি কমে যাওয়া।

✬প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রানীর দেহে লোম থাকে না ?
উত্তর: তিমি।

✬প্রশ্ন: যেসব প্রানীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে ?
উত্তর: কোপ্রোফ্যাগি।

✬প্রশ্ন: কোন কীটনাশকের ছোয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে ?
উত্তর: প্যারাথিয়ন।

✬প্রশ্ন: মৌমাছি গড়ে কতদিন বাঁচে ?
উত্তর: ৫০ থেকে ৬০ দিন।

✬প্রশ্ন: মহিলাদের দেহে অস্টিওপোরোসিস কোন বয়সে দেখা যায় ?
উত্তর: ৪০ থেকে ৪৫ বছর বয়সে।

✬প্রশ্ন: কোন ভিটামিনকে বায়োটিন বলে ?
উত্তর: ভিটামিন H /ভিটামিন B7

✬প্রশ্ন: কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তর: ভিটামিন K

✬প্রশ্ন: দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?
উত্তর: ভেগাস।

✬প্রশ্ন: চাঁদে বা অন্য গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে?
উত্তর: বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে।

✬প্রশ্ন: বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বফের গলনাঙ্ক কমে না বাড়ে?
উত্তর: কমে।

✬প্রশ্ন: রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমেনিয়াম ব্যবহার করা হয় কেন?
উত্তর: কারণ এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।

✬প্রশ্ন: গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয় ?
উত্তর: পাকস্থলী।

✬প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়?
উত্তর: ভিটামিন- B2

✬প্রশ্ন: মানুষের রক্তের PH কত?
উত্তর: 7.4

✬প্রশ্ন: কোন হরমোন রক্তচাপ বাড়ায় ?
উত্তর: আড্রিনালিন।

✬প্রশ্ন: লিনিয়াস সারা উদ্ভিদ জগতকে কয় ভাগে ভাগ করেছিলেন ?
উত্তর: ২৪ টি ভাগে।

✬প্রশ্ন: প্রাকৃতিক শ্রেনিবিন্যাস কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?
উত্তর: বেন্থাম ও হুকার।

✬প্রশ্ন: পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গানুতে পাওয়া যায় ?
উত্তর: প্লাস্টিড।

✬প্রশ্ন: পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে?
উত্তর: 100°C

✬প্রশ্ন: সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি ?
উত্তর: অ্যানাবিনা, নস্টক।

✬প্রশ্ন: দেহে আমিষের কাজ কি?
উত্তর: দেহ কোষ গঠনে সহায়তা করে।

✬প্রশ্ন: মাছের মাথা থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তর: ভিটামিন A

✬প্রশ্ন: কোন ধাতুর আকরিকের নাম ‘গ্যালেনা’ ?
উত্তর: সীসা।

✬প্রশ্ন: কোন প্রানী মেরুদন্ডহীন প্রানী?
উত্তর: কেচো।

✬প্রশ্ন: ‘পিউটার’ ধাতু সংকর উপাদানে কি কি থাকে ?
উত্তর: ৫০% সীসা ও ৫০% টিন।

✬প্রশ্ন: তড়িৎ রাসায়নিক শ্রেণিতে তামার স্থান হাইড্রোজেনের উপরে না নিচে ?
উত্তর: নিচে।

✬প্রশ্ন: জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
উত্তর: লিভার।

✬প্রশ্ন: বায়ু মন্ডলে কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষন করে?
উত্তর: ওজোন।

✬প্রশ্ন: কোন রোগে শরীরের ইমিউনিটি নষ্ট হয়?
উত্তর: এইডস্।

✬প্রশ্ন: ‘সোরেল সিমেন্ট’ কি কাজে ব্যাবহার করা হয় ?
উত্তর: দাঁতের চিকিৎসায় ব্যাবহার করা হয়।

✬প্রশ্ন: স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যাবহার করা হয় ?
উত্তর: ইস্পাত।

✬প্রশ্ন: যে কোনো লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে ?
উত্তর: সাইট্রিক অ্যাসিড।

✬প্রশ্ন: কোন রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে?
উত্তর: স্কার্ভি।

✬প্রশ্ন: ‘টায়ালিন’ কোন জাতীয় খাদ্যকে পাচিত করে ?
উত্তর: শ্বেতসার।

✬প্রশ্ন: সবচেয়ে মুল্যবান ধাতু?
উত্তর: প্লাটিনাম।

✬প্রশ্ন: মহাশূন্যে প্রথম কোন দেশ কুকুর লাইকা পাঠিয়েছে?
উত্তর: রাশিয়া।

✬প্রশ্ন: মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি?
উত্তর: এনামেল।

✬প্রশ্ন: কোন প্রানীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয় ?
উত্তর: তারা মাছ ।

✬প্রশ্ন: ক্রোমোজোমের নিউক্লিওজম মডেল কোন বিজ্ঞানী প্রবর্তন করেন?
উত্তর: রজার ডেভিড কর্ণবার্গ ।

✬প্রশ্ন: কোন জৈববস্তর অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস তৈরি হয়?
উত্তর: কার্বন মনোঅক্সাইড।

✬প্রশ্ন: ভিনিগার কিসের জলীয় দ্রবন ?
উত্তর: অ্যাসেটিক অ্যাসিড ।

✬প্রশ্ন: লিট্মাস পেপারের দ্রবন কোন রঙকে নির্দেশ করে ?
উত্তর: লাল রঙকে।

✬প্রশ্ন: কোন আঁশ খালি চোখে দেখা যায় না?
উত্তর: প্লাকইড (Placoid)।

✬প্রশ্ন: কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
উত্তর: পেশি কোষে।

✬প্রশ্ন: তিন ভরসংখ্যার হাইড্রোজেন কে কি বলে?
উত্তর: ট্রাইটিয়াম।

✬প্রশ্ন: পেস্ট প্রতিরোধক শস্য গুদামকে কী বলে?
উত্তর: পুসা বিন।

✬প্রশ্ন: কোন ভিটামিন কে বায়োটিন বলে?
উত্তর: ভিটামিন H অপর নাম ভিটামিন B7

✬প্রশ্ন: ফ্যাট কিসে দ্রবণীয়?
উত্তর: ইথার ও ক্লোরোফর্ম।

✬প্রশ্ন: ক্রেবস চক্রে মোট কত অনু ATP তৈরি হয়?
উত্তর: ১২ অনু।

✬প্রশ্ন: সাধারণ মানুষের দেহে কলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত?
উত্তর: প্রতি১০০ মিলিলিটার রক্তে ১৫০ – ২৫০ মিলিগ্রাম ।

✬প্রশ্ন: দেহ কলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে?
উত্তর: ইডেমা।

✬প্রশ্ন: Heart of heart কাকে বলে?
উত্তর: হিজ এর বান্ডিল কে।

✬প্রশ্ন: হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা?
উত্তর: বাম নিলয়।

✬প্রশ্ন: কোন লোহায় কার্বনের পরিমান সবচেয়ে কম থাকে?
উত্তর: রট আয়রন।

✬প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রাণী RBC নিউক্লিয়াস যুক্ত?
উত্তর: উট।

✬প্রশ্ন: আলট্রাসোনিক শব্দ তরঙ্গ শুনতে পায় কোন প্রাণী?
উত্তর: বাদুড়।

✬প্রশ্ন: বয়েলের সূত্রের একক কি কি?
উত্তর: উষ্ণতা ও ভর।

✬প্রশ্ন: এক নটিক্যাল মাইল মানে কত ফুট?
উত্তর: ৬০৮০ ফুট।

✬প্রশ্ন: প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘PVC’ শব্দ টির অর্থ কি?
উত্তর: পলিভিনাইল ক্লোরাইড।

✬প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উত্তর: শূন্য।

✬প্রশ্ন: কোন লোহায় কার্বনের পরিমান সবচেয়ে কম থাকে?
উত্তর: রট আয়রন।

✬প্রশ্ন: কোন মৌলের আইসোটোপ নেই?
উত্তর: সোডিয়াম।

✬প্রশ্ন: কোন মৌলের আইসোটোপ নেই?
উত্তর: সোডিয়াম।

✬প্রশ্ন: ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়?
উত্তর: স্থিতি শক্তি।

সাধারণ জ্ঞান : বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
উত্তর: অতি বেগুণী রশ্মি।

প্রশ্ন: পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়িনা কেন?
উত্তর: কারন মধ্যাকর্ষণ শক্তির জন্য।

প্রশ্ন: পদার্থের ক্ষুদ্রতমা কণা কী বলে?
উত্তর: অণু।

প্রশ্ন: গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি?
উত্তর: তিনটি।

প্রশ্ন: জলে ঢিল ছুড়লে চলমান যে তরঙ্গের সৃষ্ঠি হয় তাকে কিবলে?
উত্তর: অনুপ্রস্থ তরঙ্গ ।

প্রশ্ন: উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রে নাম কী?
উত্তর: ট্যাকোমিটার।

প্রশ্ন: ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উত্তর: সিসমোগ্রাফ।

প্রশ্ন: রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
উত্তর: গামা রশ্মি।

প্রশ্ন: সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: ফ্যাদোমিটার।

প্রশ্ন: আমলকিতে কোন অ্যাসিড থাকে ?
উত্তর: অক্সালিক অ্যাসিড।

প্রশ্ন: টুথপেষ্টের প্রধান উপাদান কী?
উত্তর: সাবান ও পাউডার।

প্রশ্ন: প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারন কি?
উত্তর: উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় ।

প্রশ্ন: আকাশ নীল দেখায় কেন ?
উত্তর: নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি।

প্রশ্ন: লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে কী বলে?
উত্তর: গ্যালভানাইজিং।

প্রশ্ন: বৈদুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরী হয়?
উত্তর: টাংস্টেন দিয়ে।

প্রশ্ন: কে ডিনামাইট আবিস্কার করেন?
উত্তর: আলফ্রেড নোবেল।

প্রশ্ন: পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে কীবলে?
উত্তর: অভিকর্ষ বল।

প্রশ্ন: এক্সরে এর একক কী?
উত্তর: রনজেন।

প্রশ্ন: কে গতির সূত্র আবিস্কার করেন?
উত্তর: নিউটন।

প্রশ্ন: নিউটনের গতি সূত্র কয়টি?
উত্তর: তিনটি।

প্রশ্ন: বস্তুর কম্পনের মাধ্যমে কী উৎপন্ন হয়?
উত্তর: শব্দ।

প্রশ্ন: উড পেন্সিলের সিস কী দিয়ে তৈরি হয়?
উত্তর: গ্রাফাইট দিয়ে।

প্রশ্ন: কে কম্পিউটার আবিষ্কার করেন?
উত্তর: হাওয়ার্ড এইকিন।

প্রশ্ন: কে আপেক্ষিকতার সূত্র আবিস্কার করেন?
উত্তর: আলবার্ট আইনস্টাইন ।

প্রশ্ন: পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির কৃত্রিম উপগ্রহটির নাম কী?।
উত্তর: গ্যালিলিও।

প্রশ্ন: চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?
উত্তর: কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই।

প্রশ্ন: কোন রেখায় দিনরাত্রি সর্বত্র সমান?
উত্তর: নিরক্ষরেখায়।

প্রশ্ন: কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তর: ভিটামিন ‘K’।

প্রশ্ন: শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উত্তর: অডিও মিটার।

প্রশ্ন: কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি হয়?
উত্তর: কঠিন মাধ্যমে।

প্রশ্ন: কে উন্নত ধরণের বিস্ফোরোক আবিষ্কার করে ধনী হয়েছিলেন?
উত্তর: আলফ্রেড নোবেল।

প্রশ্ন: ডুবোজাহাজ থেকে জলের উপরে দেখার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?
উত্তর: পেরিস্কোপ ।

প্রশ্ন: ব্যাটারি হতে কোন ধরনের কারেন্ট পাওয়া যায়?
উত্তর: ডিসি কারেন্ট ।

প্রশ্ন: শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে কোন বিমান?
উত্তর: সুপারসনিক বিমান ।

প্রশ্ন: সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন?
উত্তর: লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে ।

প্রশ্ন: কে রেডিয়াম আবিস্কার করেন?
উত্তর: মাদাম কুরি।

প্রশ্ন: কে প্লবতা সূত্র আবিস্কার করেন?
উত্তর: আর্কিমিডিস।

প্রশ্ন: পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি করাকে কীবলে?
উত্তর: ফিউশন বিক্রিয়া ।

প্রশ্ন: নিউটনের বিখ্যাত বইটির নাম কী?
উত্তর: “ন্যচারাল ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা”।

প্রশ্ন: মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বলকে কী বলা হয়?
উত্তর: মহাকর্ষ বল ।

প্রশ্ন: পৃথিবী ও বিশ্বের যে কোন বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বলকে কী বলা হয়?
উত্তর: অভিকর্ষ বল ।

প্রশ্ন: পৃথিবীর মুক্তিবেগ কত?
উত্তর: ১১.২ কি.মি./সে. ।

প্রশ্ন: মঙ্গল গ্রহের মুক্তি বেগ কত?
উত্তর: ৫.১ কি.মি./সে.।

প্রশ্ন: টানা তারের সূত্র কয়টি?
উত্তর: তিনটি।

প্রশ্ন: শুন্য মাধ্যমে শব্দের বেগ কত?
উত্তর: শুন্য ।

প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রুতি কত?
উত্তর: ৩৩২ মি./সে. ।

প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় জলে শব্দের দ্রুতি কত?
উত্তর: ১৪৫০ মি./সে. ।

প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় লোহায় শব্দের দ্রুতি কত?
উত্তর: ৫২২১ মি./সে. ।

প্রশ্ন: পৃথিবী তৈরির প্রধান উপাদান কী?
উত্তর: অ্যালুমিনিয়াম।

প্রশ্ন: আমাদের দেহকোষ রক্ত হতে কী গ্রহণ করে?
উত্তর: অক্সিজেন ও গ্লুকোজ।

প্রশ্ন: আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ?
উত্তর: মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে।

প্রশ্ন: কচুশাক বিশেষভাবে মূল্যবান কী উপাদানের জন্য?
উত্তর: লৌহ।

প্রশ্ন: কার্বুরেটর থাকে কোন ইঞ্জিনে?
উত্তর: পেট্রোল ইঞ্জিনে।

প্রশ্ন: ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নামকী?
উত্তর: ডলি।

প্রশ্ন: বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?
উত্তর: টাংষ্টেন।

প্রশ্ন: কে দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন?
উত্তর: গ্যালিলিও ।

প্রশ্ন: আপেলে কোন অ্যাসিড থাকে ?
উত্তর: সালিক অ্যাসিড।

প্রশ্ন: শব্দের গতি সবচেয়ে কম কোন মাধ্যমে?
উত্তর: বায়বীয় মাধ্যমে।

প্রশ্ন: মঙ্গলগ্রহে প্রেরিত নভোযানটির নাম কী?
উত্তর: ভাইকিং।

প্রশ্ন: মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের উপর?
উত্তর: মেলানিন ।

প্রশ্ন: আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ?
উত্তর: টারটারিক অ্যাসিড ।

প্রশ্ন: কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
উত্তর: ইনসুলিন।

প্রশ্ন: আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ?
উত্তর: সিলভারের।

প্রশ্ন: অ্যাসিড আবিস্কার হয় কবে কত সালে?
উত্তর: ১৯৮১ সালে।

প্রশ্ন: অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ?
উত্তর: লাল করে।

প্রশ্ন: আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ?
উত্তর: চার্লস ব্যাবেজ।

প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে ?
উত্তর: পেপসিন।

ভিডিওতে আরও দেখুন দৈনন্দিন বিজ্ঞান থেকে ৩৪০ জন্য টি প্রশ্ন

সাধারণ জ্ঞান- বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

✬প্রশ্ন: কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না?
উত্তর: প্লীহা।

✬প্রশ্ন: ‘হাইগ্রোমিটারে’ কি পরিমাপ করা হয় ?
উত্তর: বায়ুর আপেক্ষিক আদ্রর্তা।

✬প্রশ্ন: “এক্স-রে রশ্মি” কে আবিষ্কার করেন ?
উত্তর: উইলহেলম কনরাড রন্টজেন।

✬প্রশ্ন: যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে ?
উত্তর: রেইন গেজ।

✬প্রশ্ন: বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয় ?
উত্তর: মাথা ব্যাথা ও তন্দ্রাচ্ছন্নতা।

✬প্রশ্ন: দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি?
উত্তর: ভেগাস।

✬প্রশ্ন: দৃশ্যমান আলোতে কোন রং আলোতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়?
উত্তর: লাল।

✬প্রশ্ন: কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?
উত্তর: পরিবহন পদ্ধতিতে।

✬প্রশ্ন: দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে ?
উত্তর: ইডেমা।

✬প্রশ্ন: হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয় ?
উত্তর: বাম নিলয়।

✬প্রশ্ন: কি কারনে হীরক উজ্জ্বল দেখায়?
উত্তর: আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে তাই।

✬প্রশ্ন: লুনার কস্টিক আসলে কি ?
উত্তর: সিল্ভার নাইট্রেট।

✬প্রশ্ন: কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়?
উত্তর: এসকরবিক অ্যাসিড

✬প্রশ্ন: কোন হরমোন রক্তচাপ বাড়ায়?
উত্তর: অ্যাড্রেনালিন।

✬প্রশ্ন: কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে?
উত্তর: লিগামেন্ট।

✬প্রশ্ন: নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয় ?
উত্তর: ২n

✬প্রশ্ন: গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?
উত্তর: ক্লোরোপ্লাস্টে।

✬প্রশ্ন: “Heart of Heart” কাকে বলে ?
উত্তর: হিজ-এর বান্ডিল।

✬প্রশ্ন: কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা বাড়ে নাকি কমে?
উত্তর: বাড়ে।

✬প্রশ্ন: ব্রঙ্কাইটিস কিসের রোগ ?
উত্তর: শ্বাসনালীর রোগ।

✬প্রশ্ন: জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ?
উত্তর: জিওলাইট।

✬প্রশ্ন: উদ্ভিদ কোষ থেকে পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়ার নিয়মকে কি বলে?
উত্তর: প্রস্বেদন।

✬প্রশ্ন: ক্রেবস চক্রে মোট কত অনু এটিপি তৈরি হয় ?
উত্তর: ১২ অনু।

✬প্রশ্ন: হাঙর মাছের কত গুলি ফুলকা ছিদ্র আছে?
উত্তর: ৭ জোড়া।

✬প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রানীর RBC নিউক্লিয়াস যুক্ত ?
উত্তর: উট।

✬প্রশ্ন: কম্পিউটার কে আবিস্কার করেন?
উত্তর: হাওয়ার্ড এইকিন।

✬প্রশ্ন: বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কেন ?
উত্তর: শীতকালে তার ঠান্ডায় সংকুচিত হয় বলে।

✬প্রশ্ন: বৃক্কে প্রতি মিনিটে কত পরিমান রক্ত প্রবাহিত হয়?
উত্তর: ১২০০মিলিলিটার।

✬প্রশ্ন: কফিতে কোন উপাদান থাকে?
উত্তর: ক্যাফেইন।

✬প্রশ্ন: ক্ষুদ্রান্ত্রের ‘C’ আকৃতির অংশকে কি বলে ?
উত্তর: ডিওডিনাম।

✬প্রশ্ন: কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?
উত্তর: ৩ টি।

✬প্রশ্ন: কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তর: ব্রোমিন।

✬প্রশ্ন: স্ত্রী দেহে স্তন গ্রন্থি কীসের প্রকৃত রুপান্তর ?
উত্তর: ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড।

✬প্রশ্ন: কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?
উত্তর: বালি।

✬প্রশ্ন: পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে ?
উত্তর: ভিটামিন বি ১২।

✬প্রশ্ন: কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায়?
উত্তর: সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।

✬প্রশ্ন: কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি?
উত্তর: ইন্টারফেরণ প্রয়োগ।

✬প্রশ্ন: ইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?
উত্তর: সিনকোনা।

✬প্রশ্ন: কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী?
উত্তর: করপিক্রিন।

✬প্রশ্ন: ব্যাঙের শীতঘুমকে কি বলে ?
উত্তর: হাইবারনেশান।

✬প্রশ্ন: কে প্রথম রোবট আবিস্কার করেন?
উত্তর: উইলিয়াম গে ওয়ালটার।

✬প্রশ্ন: গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয়?
উত্তর: পাকস্থলী।

✬প্রশ্ন: কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ?
উত্তর: গরুর।

✬প্রশ্ন: কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উত্তর: ত্বকের

✬প্রশ্ন: মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি ?
উত্তর: এনামেল।

✬প্রশ্ন: কোন অধাতু বিদ্যুৎ অপরিবাহী ?
উত্তর: গ্রাফাইট।

✬প্রশ্ন: কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?
উত্তর: লাইগেজ।

✬প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ?
উত্তর: AB গ্রুপ কে।

✬প্রশ্ন: কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?
উত্তর: তামা।

✬প্রশ্ন: কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ?
উত্তর: কালো।

✬প্রশ্ন: ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে ?
উত্তর: লাইসোজম।

✬প্রশ্ন: কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন?
উত্তর: বেটসন ( ১৯০৮ সালে।)

✬প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?
উত্তর: 0 গ্রুপ।

✬প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?
উত্তর: প্লাটিপাস।

✬প্রশ্ন: কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
উত্তর: শুশুক।

✬প্রশ্ন: কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ?
উত্তর: পরমানুর প্রোটন সংখ্যা।

✬প্রশ্ন: কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় ?
উত্তর: পিটুইটারি গ্রন্থি।

✬প্রশ্ন: কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ?
উত্তর: পুরুষ।

✬প্রশ্ন: কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
উত্তর: কঠিন মাধ্যমে।

✬প্রশ্ন: কোন প্রকার উৎসেচক রক্ততঞ্চনে সাহায্য করে ?
উত্তর: থ্রম্বোকাইনেজ।

✬প্রশ্ন: ফ্যাট কিসে দ্রবনীয় ?
উত্তর: ইথার ও ক্লোরোফর্ম।

✬প্রশ্ন: কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তর: পারদ।

সাধাবণ জ্ঞান : বিজ্ঞান বিষয়ে কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: সূর্যকীরণের দ্বারা রোগের চিকিৎসাকে কী বলে?
উত্তর: হেলিওথেরাপি।

প্রশ্ন: পিট কয়লার বৈশিষ্ট্য কী?
উত্তর: ভেজা ও নরম।

প্রশ্ন: স্থির তরলে কোন বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কি বলে?
উত্তর: প্লবতা।

প্রশ্ন: স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহৃত হয়?
উত্তর: নাইট্রিক এসিড।

প্রশ্ন: 0°c তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুল্ক বায়ুতে শব্দের বেগ কত?
উত্তর: 332 মিটার/সেকেন্ড।

প্রশ্ন: ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?
উত্তর: ব্যাপন প্রক্রিয়ায়।

প্রশ্ন: ডুবোজাহাজ হতে পানির উপরে কোন বস্তু দেখার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় তার নাম কি?
উত্তর: পেরিস্কোপ।

প্রশ্ন: টুথপেস্টের প্রধান উপাদান কী কী?
উত্তর: সাবান ও পাউডার।

প্রশ্ন: সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0° ডিগ্রি হলে তা ফারেনহাইট স্কেলে হবে কত?
উত্তর: 32 ফারেনহাইট।

প্রশ্ন: মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে?
উত্তর: তামা।

প্রশ্ন: কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে?
উত্তর: কালো দেখায়।

প্রশ্ন: কোন গাছের পাতা থেকেই গাছ জন্মায়?
উত্তর: পাথরকুঁচি।

প্রশ্ন: সবচেয়ে হালকা ধাতু কী?
উত্তর: লিথিয়াম।

প্রশ্ন: সবচেয়ে মূল্যবান ধাতু কী?
উত্তর: প্লাটিনাম।

প্রশ্ন: নাইট্রিক এসিড একটি অনুতে কয়টি পরমাণু থাকে ?
উত্তর: 5 টি।

প্রশ্ন: কোন ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
উত্তর: রুপা।

প্রশ্ন: হ্যালজেন মৌলসমূহের শেষ খোলসে ইলেকট্রনের সংখ্যা কতটি?
উত্তর: 5 টি।

প্রশ্ন: সবচেয়ে সক্রিয় ধাতু কী?
উত্তর: পটাশিয়াম।

প্রশ্ন: কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না?
উত্তর: অ্যান্টিমনি।

প্রশ্ন: কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে?
উত্তর: পারদ এবং সিজিয়াম।

প্রশ্ন: দুধে কোন ধরনের এসিড থাকে?
উত্তর: ল্যাকটিক এসিড।

প্রশ্ন: কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?
উত্তর: পারদ।

প্রশ্ন: সবচেয়ে ভারি তরল পদার্থ কী?
উত্তর: পারদ।

প্রশ্ন: কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?
উত্তর: দস্তা।

প্রশ্ন: মানব দেহে স্বাভাবিক উষ্ণতা কত?
উত্তর: 98.4° ফারেনহাইট।

প্রশ্ন: বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন?
উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।

প্রশ্ন: পানি ঢেলে কেরোসিনের আগুন নিভানো যায় না কেন?
উত্তর: কারন কেরোসিন পানির চেয়ে হালকা।

প্রশ্ন: কোন জ্বালানি পোড়ালে প্রধানত সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসে আসে?
উত্তর: ডিজেল।

প্রশ্ন: H+ আয়ন দ্রবণ্যের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কি বলে?
উত্তর: pH

প্রশ্ন: পাউরুটি পালানোর জন্য কোন ছত্রাকজাতীয় উদ্ভিদ ব্যবহার করা হয়?
উত্তর: ঈস্ট।

প্রশ্ন: আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌছাতে কত সময় লাগে?
উত্তর: 1.5 সেকেন্ড প্রায়।

প্রশ্ন: তারা’দের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা কোনটি?
উত্তর: হোয়াইট ডোয়ার্ফ।

প্রশ্ন: “কসমিক ইয়ার” বলতে কি বুঝায়?
উত্তর: ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল।

প্রশ্ন: সমুদ্র বায়ু কখন কখন প্রবল বেগে প্রভাহিত হয়?
উত্তর: অপরাহ্নে।

প্রশ্ন: কোন বায়ুমণ্ডলীয় স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উত্তর: আয়নমন্ডল।

প্রশ্ন: কোন পতঙ্গ তার নিজের ওজনের 50 গূন বেশি ওজন বহন করতে পারে?
উত্তর: পিঁপড়া।

প্রশ্ন: কোন প্রকারের মাটি চাষাবাদের জন্য সর্বাপেক্ষা উপকারী?
উত্তর: দোঁআশ।

প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের অভাবে?
উত্তর: অ্যাডরেনালিন।

প্রশ্ন: কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজমের অভ্যন্তরে থাকে না?
উত্তর: লিপিড।

প্রশ্ন: ক্লোরোফিলের মধ্যে কোন ধাতব আয়রনটি আছে?
উত্তর: ম্যাঙ্গানিজ।

প্রশ্ন: ভূপৃষ্ঠ থেকে বহু উপরে উঠলে শরীর ফেটে রক্ত বের হয় কেন?
উত্তর: সেখানে বায়ুর চাপ কম থাকে।

প্রশ্ন: কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয়?
উত্তর: আয়োডিন।

প্রশ্ন: একটি লাল ফুলকে সবুজ আলোতে কেমন দেখাবে?
উত্তর: কালো।

প্রশ্ন: কোন উদ্ভিদ দলের মূল, কান্ড, পাতা নেই কিন্তু ক্লোরোফিল আছে?
উত্তর: শৈবাল।

প্রশ্ন: কোন খনিজ লবনের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে যায়?
উত্তর: ফসফরাস।

প্রশ্ন: গাড়ীর ব্যাটারিতে কোন এসিড ব্যবহার করা হয়?
উত্তর: সালফিউরিক।

প্রশ্ন: প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
উত্তর: বৃষ্টিপাত।

প্রশ্ন: কোনটি রক্ত আমশয়ের জীবাণু?
উত্তর: সিগেলা।

প্রশ্ন: বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু কত প্রকার?
উত্তর: দুই প্রকার।

প্রশ্ন: অবস্থান ও কাজের ভিত্তিতে কোষ কত প্রকার?
উত্তর: দুই প্রকার।

সাধারণ জ্ঞান – পরমাণুর গঠন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

✬প্রশ্ন: মৌলিক পদার্থের ধর্ম কিসের ওপর নির্ভর করে?
উত্তর: পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে।

✬প্রশ্ন: একাটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?
উত্তর: ৮টি।

✬প্রশ্ন: ক্যালসিয়াম সালফেটের একটি অণুতে কয়টি পরমাণু আছে?
উত্তর: ৬টি।

✬প্রশ্ন: কার্বনের আইসোটোপ কয়টি?
উত্তর: ৩টি।

✬প্রশ্ন: কার্বনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর: ৬।

✬প্রশ্ন: অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর: ৮টি।

✬প্রশ্ন: কার মতবাদে পরমাণু অবিভাজ্য?
উত্তর: ডেমোক্রিটাস এর মতাবাদে পরমাণু অবিভাজ্য।

✬প্রশ্ন: সিলিকনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর: ১৪।

✬প্রশ্ন: ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ?
উত্তর: হাইড্রোজেন।

✬প্রশ্ন: একটি মৌলের ইলেকট্রন বিন্যাস ২, ৮, ৫ হলে মৌলটি কি?
উত্তর: ফসফরাস।

✬প্রশ্ন: সোডিয়াম পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকে?
উত্তর: ১।

✬প্রশ্ন: কার্বনের দ্বিতীয় আইসোটোপের ভরসংখ্যা কত?
উত্তর: ১৩।

✬প্রশ্ন: অক্সিজেন মৌলটিতে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তর: ৮।

✬প্রশ্ন: অক্সিজেন পরমাণুতে কয়টি প্রোটন থাকে?
উত্তর: ৮টি।

✬প্রশ্ন: (CH3COO)2 Ca যৌগটিতে পরমাণুর সংখ্যা কত?
উত্তর: ১৫।

✬প্রশ্ন: ২, ৮, ২ ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের?
উত্তর: Mg.

✬প্রশ্ন: সালফারের ইলেকট্রন সংখ্যা কত?
উত্তর: ১৬।

✬প্রশ্ন: কোন মৌলের একাধিক যোজনী আছে?
উত্তর: লেড।

✬প্রশ্ন: নিয়নের পারমাণকি সংখ্যা কত?
উত্তর: ১০।

✬প্রশ্ন: কার্বনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর: ৬।

✬প্রশ্ন: ফসফরাসের সর্বশেষ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকে?
উত্তর: ৫।

✬প্রশ্ন: অ্যালুমিনিয়ামের যোজনী কত?
উত্তর: ৩।

✬প্রশ্ন: ম্যাগনেসিয়াম মৌলটিতে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তর: ১২।

✬প্রশ্ন: ট্রিটিয়াম আইসোটোপে নিউট্রন সংখ্যা কত?
উত্তর: ২।

✬প্রশ্ন: অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কতটি?
উত্তর: ১৩।

✬প্রশ্ন: কোনো মৌলের চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?
উত্তর: ৩২টি।

✬প্রশ্ন: অক্সিজেনের সর্ববহিঃস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে?
উত্তর: ৬টি।

✬প্রশ্ন: ফসফেটের যোজনী কত?
উত্তর: ৩।

✬প্রশ্ন: অ্যালুমিনিয়াম এর সর্বশেষ শক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকে?
উত্তর: ৩টি।

✬প্রশ্ন: নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর: ৭।

✬প্রশ্ন: ২, ৮, ৭ এটি কোন মৌলের ইলেকট্রন বিন্যাস?
উত্তর: ক্লোরিন।

✬প্রশ্ন: মৌলিক পদার্থের সংখ্যা কতটি/কয়টি?
উত্তর: ১১৮টি।

✬প্রশ্ন: একটি পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?
উত্তর: ১৮টি।

✬প্রশ্ন: ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ১৮০৩ সালে।

✬প্রশ্ন: সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে?
উত্তর: ২টি।

✬প্রশ্ন: নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তর: ২, ৫।

✬প্রশ্ন: পরমাণুর দ্বিতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে?
উত্তর: ৮টি।

✬প্রশ্ন: ক্লোরিনের যোজনী কত?
উত্তর: ১।

✬প্রশ্ন: লিথিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তর: ২, ১।

✬প্রশ্ন: হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে?
উত্তর: ৩টি।

✬প্রশ্ন: সোডিয়ামের একটি পরমাণুতে কয়টি প্রোটন থাকে?
উত্তর: ১১।

✬প্রশ্ন: একের অধিক পরমাণু যুক্ত হয়ে কি গঠন করে?
উত্তর: অণু।

✬প্রশ্ন: কত সালে নিউট্রন আবিষ্কার হয়েছিল?
উত্তর: ১৯৩২ সালে।

✬প্রশ্ন: নাইট্রাইট যৌগমূলকের যোজনী কত?
উত্তর: ১।

✬প্রশ্ন: নিয়নের তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তর: ০।

✬প্রশ্ন: ডিউটেরিয়ামের ভরসংখ্যা কত?
উত্তর: ২।

✬প্রশ্ন: নিয়ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তর: ২, ৮।

✬প্রশ্ন: কার্বনের আইসোটোপ কয়টি?
উত্তর: ৩টি।

✬প্রশ্ন: কোন মৌলের নিউক্লিয়াসে নিউট্রন নাই?
উত্তর: হাইড্রোজেন।

✬প্রশ্ন: ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর: ২০।

✬প্রশ্ন: গ্রিক শব্দ অ্যাটোমোস অর্থ কি?
উত্তর: অবিভাজ্য।

✬প্রশ্ন: পরমাণুর ধনাত্মক কণিকার নাম কি?
উত্তর: প্রোটন।

✬প্রশ্ন: অক্সিজেন পরমাণুর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে?
উত্তর: ৬টি।

✬প্রশ্ন: ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কোনটি?
উত্তর: ২, ৭।

✬প্রশ্ন: প্রতিটি পরমাণু কোন অবস্থায় থাকতে চায়?
উত্তর: নিষ্ক্রিয়।

✬প্রশ্ন: ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়?
উত্তর: অ্যানায়ন।

✬প্রশ্ন: নিয়নের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে?
উত্তরঃ ১০টি।

✬প্রশ্ন: ক্যালসিয়াম এর ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তর: ২, ৮, ৮, ২।

✬প্রশ্ন: মৌলিক পদার্থের ধর্ম কিসের ওপর নির্ভর করে?
উত্তর: ইলেকট্রন বিন্যাস।

✬প্রশ্ন: ক্লোরিনের একটি পরমাণুতে কতটি প্রোটন থাকে?
উত্তর: ১৭টি।

✬প্রশ্ন: হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর: ১।

✬প্রশ্ন: ফসফরাসের ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তর: ২, ৮, ৫।

✬প্রশ্ন: ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম কার আইসোটোপ?
উত্তর: হাইড্রোজেন।

✬প্রশ্ন: আর্গনের ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তর: ২, ৮, ৮।

✬প্রশ্ন: ভরসংখ্যাকে কোন প্রতীকে প্রকাশ করা হয়?
উত্তর: A.

✬প্রশ্ন: পারমাণবিক সংখ্যাকে কোন প্রতীকে প্রকাশ করা হয়?
উত্তর: Z.

✬প্রশ্ন: ক্যালসিয়াম ফসফেটের পরমাণু কতটি?
উত্তর: ১৩টি।

✬প্রশ্ন: কে সর্বপ্রথম পরমাণু নামকরণ করেন?
উত্তর: ডেমোক্রিটাস।

✬প্রশ্ন: কোন বিজ্ঞানী সর্বপ্রথম মৌলের পারমাণবিক ভরের ধারণা দেন?
উত্তর: ডাল্টন।

✬প্রশ্ন: সিলিকনের পারমানবিক সংখ্যা কত?
উত্তর: ১৪।

সাধারণ জ্ঞান – বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে কিছু প্রশ্ন ও উত্তর

✬প্রশ্নঃ কোনটি এন্টিবায়োটিক?
উত্তরঃ পেনিসিলিন।

✬প্রশ্নঃ কোনটি নবায়ন যোগ্য শক্তির উৎস?
উত্তরঃ সূর্যে রশ্মি।

✬প্রশ্নঃ কোন গ্যাসের রং লালচে বাদামী ?
উত্তরঃ নাইট্রোজেন ডাইঅক্সাইড।

✬প্রশ্নঃ MKS পদ্ধতিতে ভরের একক কি ?
উত্তরঃ কেজি।

✬প্রশ্নঃ কোনটি মৌলিক পদার্থ?
উত্তরঃ লোহা।

✬প্রশ্নঃ কোনটি সিমেন্ট তৈরীর অন্যতম কাঁচামাল?
উত্তরঃ জিপসাম।

✬প্রশ্নঃ বিগব্যাং তত্বের প্রবক্তা কে ?
উত্তরঃ জি. ল্যামেটার।

✬প্রশ্নঃ কোথায় গ্রিনিচ মান মন্দির অবস্থিত ?
উত্তরঃ যুক্তরাজ্যে।

✬প্রশ্নঃ সিডর কোন ভাষার শব্দ?
উত্তরঃ সিংহলি, যার অর্থ চোখ।

✬প্রশ্নঃ টলেমি কি ছিলেন?
উত্তরঃ জ্যোতির্বিদ ।

✬প্রশ্নঃ কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায়?
উত্তরঃ ৭৬ বছর পর পর।

✬প্রশ্নঃ সমুদ্র পৃষ্টে বায়ুর চাপ প্রতি বর্গ সি.মি. এ কত?
উত্তরঃ ১০ নিউটন।

✬প্রশ্নঃ জিওলজি (Geology) কি?
উত্তরঃ ভূ-তত্ত্ববিদ্যা।

✬প্রশ্নঃ জুওলজি (Zoology) কি?
উত্তরঃ প্রানীবিদ্যা।

✬প্রশ্নঃ সাইকোলজি (Psychology) কি?
উত্তরঃ মনোবিদ্যা।

✬প্রশ্নঃ বোটানি (Botany) কি?
উত্তরঃ উদ্ভিদ বিদ্যা।

✬প্রশ্নঃ কোন দেশকে বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ বলা হয়?
উত্তরঃ ইন্দোনেশিয়া।

✬প্রশ্নঃ বিশ্ব পরিসংখ্যান দিবস কবে?
উত্তরঃ ২০ অক্টোবর।

✬প্রশ্নঃকোন ধাতু কে পোড়ালে উজ্জল হলুদ বর্ণের শিখা উৎপন্ন হয় ?
উত্তরঃ সোডিয়াম।

✬প্রশ্নঃ কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে ?
উত্তরঃ গ্রাফাইট।

✬প্রশ্নঃ শৈবাল কোন জাতীয় উদ্ভিদ ?
উত্তরঃ স্বভোজী।

✬প্রশ্নঃ “শিমের বিচি” কোন ধরনের খাদ্য ?
উত্তরঃ আমিষ।

✬প্রশ্নঃ ডিম ও দুধে কোন ভিটামিন নেই ?
উত্তরঃ সি।

✬প্রশ্নঃ মানবদেহে লোহিত কনিকার আয়ুষ্কাল কতদিন ?
উত্তরঃ 120 দিন।

✬প্রশ্নঃ ক্যান্সার রোগের প্রধান কারন কি ?
উত্তরঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি।

✬প্রশ্নঃ ভিটামিন “এ” এর অভাবে কোন রোগ হয় ?
উত্তরঃ রাতকানা রোগ ।

✬প্রশ্নঃ ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় ?
উত্তরঃ রিকেটস।

✬প্রশ্নঃ হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তরঃ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা।

✬প্রশ্নঃ তামার সাথে কি মেশালে পিতল হয় ?
উত্তরঃ দস্তা।

✬প্রশ্নঃ ফিতা কৃমি কোন ধরনের প্রানী ?
উত্তরঃ অন্তঃপরজীবী।

✬প্রশ্নঃ দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি ?
উত্তরঃ এনামেল।

✬প্রশ্নঃ মহাকাশে প্রথম কোন প্রাণী ঘটিয়েছিল ?
উত্তরঃ কুকুর।

✬প্রশ্নঃ নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি ?
উত্তরঃ সরিষার খৈল।

✬প্রশ্নঃ সূর্য রশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তরঃ ভিটামিন D.

✬প্রশ্নঃ বিশ্বের উল্লেখযোগ্য ট্যাবলেট কম্পিউটারের নাম কি কি?
উত্তরঃ ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস ইত্যাদি।

✬প্রশ্নঃ ঘূর্ণিঝড় “আইলা”র অর্থ কি?
উত্তরঃ ডলফিন বা শুশুক জাতীয় এক ধরণের প্রানী।

✬প্রশ্নঃ অডিও ক্যাসেট আবিষ্কার করেন কে?
উত্তরঃ ফিলিপস কোম্পানী, আবিষ্কারের সাল-১৯৬৩।

✬প্রশ্নঃ ভিডিও ক্যাসেট আবিষ্কার করেন কে?
উত্তরঃ সনি কোমাপানী, আবিষ্কারের সাল-১৯৬৩।

✬প্রশ্নঃ ভারী পানির সংকেত কি?
উত্তরঃ D2O

✬প্রশ্নঃ আমরা যে চক দিয়ে লিখি তা কিসের তৈরী?
উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) চুনাপাথর।

✬প্রশ্নঃ একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে?
উত্তরঃ পাঁচটি

✬প্রশ্নঃ একটি রানী মৌমাছি কত বার ডিম পাড়ে?
উত্তরঃ ১০০০ বার।

✬প্রশ্নঃ কার রক্ত বর্ণহীন?
উত্তরঃ তেলাপোকা

✬প্রশ্নঃ পেঁচা কখন চোখে দেখে না?
উত্তরঃ দিনের বেলায়

✬প্রশ্নঃ মৌমাছির পা কয়টি?
উত্তরঃ ৬টি।

✬প্রশ্নঃ মাকড়সার পা কয়টি?
উত্তরঃ ৮টি।

✬প্রশ্নঃ Virus এর পূর্ণ রুপ কি?
উত্তরঃ Vital information Resources Under Size

✬প্রশ্নঃ মস্তিষ্কের অংশ তিনটি কি কি?
উত্তরঃ গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মেডুলা।

✬প্রশ্নঃ রকেট ও জেট বিমানের জ্বালানী হিসেবে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ তরল অক্সিজেন।

✬প্রশ্নঃ আয়নার পশ্চাতে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ পারদ ।

✬প্রশ্নঃ সর্বাধিক বিদ্যুৎ পরিবাহী ধাতু কি কি?
উত্তরঃ কপার ও তামা।

✬প্রশ্নঃ কত ক্যারেটর স্বর্ণ কে বিশুদ্ধ স্বর্ণ বলা হয়?
উত্তরঃ ২৪ ক্যারেটের।

✬প্রশ্নঃ ফুল ফোটাই কোন হরমোন?
উত্তরঃ হ্লোরিজেন।

✬প্রশ্নঃ দুধ টক হয় কেন?
উত্তরঃ ব্যাকটোরিয়ার কারণে।

✬প্রশ্নঃ ম্যালেরিয়া শব্দের অর্থ কি?
উত্তরঃ দূষিত বাতাস।

✬প্রশ্নঃ কোন শব্দ শোনার পর আমাদের মস্তিষ্কে এর রেশ কতক্ষন থাকে?
উত্তরঃ ০.১ সেকেন্ড।

✬প্রশ্নঃ কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?
উত্তরঃ নিউক্লিয়াস কে।

✬প্রশ্নঃ কম্পিউটারের স্থায়ী মেমোরির নাম কি?
উত্তরঃ ROM

✬প্রশ্নঃ কম্পিউটারের অস্থায়ী মেমোরির নাম কি?
উত্তরঃ RAM

✬প্রশ্নঃ মস্তিষ্কের ওজন কত?
উত্তরঃ ১.৩৬ কেজি।

✬প্রশ্নঃ পূর্ণবয়স্ক মানুষের হৃদপিন্ডের ওজন কত?
উত্তরঃ ৩০০ গ্রাম।

✬প্রশ্নঃ মানুষ প্রতিদিন কি পরিমান মূত্র নিঃসৃত করে?
উত্তরঃ ১-১.৫ লিটার।

✬প্রশ্নঃ ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
উত্তরঃ এডিস মশা।

✬প্রশ্নঃ শুষ্ক বরফের সংকেত কি?
উত্তরঃ CO2 (হিমায়িত কার্বন ডাই অক্সাইড)

✬প্রশ্নঃ প্রেসার কুকারে রান্না তারাতারি হয় কেন?
উত্তরঃ উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধির কারনে।

✬প্রশ্নঃ ডিনামাইট আবিষ্কার করেন কে?
উত্তরঃ আলফ্রেড নোবেল, আবিষ্কারের সাল-১৮৬৬ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৩৩ ইং, আবিষ্কারকের মৃত্যু-১৮৯৬ইং।

✬প্রশ্নঃ যুদ্ধ ট্যাংক আবিষ্কার করেন কে?
উত্তরঃ ই.ডি.সুইন্টন, আবিষ্কারের সাল-১৯১৪ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৬৮ ইং, আবিষ্কারকের মৃত্যু-১৯৫১ইং।

✬প্রশ্নঃ টেলিস্কোপ আবিষ্কার করেন কে?
উত্তরঃ গ্যালিলিও গ্যালিলি, আবিষ্কারের সাল-১৬০৯ ইং, আবিষ্কারকের জন্ম- ১৫৬৪ ইং, আবিষ্কারকের মৃত্যু-১৬৪২ইং।

✬প্রশ্নঃ কলম আবিষ্কার করেন কে?
উত্তরঃ এল.ই.ওয়াটারম্যান, আবিষ্কারের সাল-১৮৮৪ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৩৭ ইং, আবিষ্কারকের মৃত্যু-১৯০১ইং।

✬প্রশ্নঃ বৈদ্যতিক বাল্ব কে আবিষ্কার করেন?
উত্তরঃ টমাস আলবা এডিসন, আবিষ্কারের সাল-১৮৭৯ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৩৭ ইং, আবিষ্কারকের মৃত্যু-১৯৩১ইং।

✬প্রশ্নঃ দোলক ঘড়ি আবিষ্কার করেন কে?
উত্তরঃ সি.হাইজেন্স, আবিষ্কারের সাল- ১৬৫৭ ইং, আবিষ্কারকের জন্ম- ১৬২৯ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৬৯৫ ইং।

✬প্রশ্নঃ টেলিফোন আবিষ্কার করেন কে?
উত্তরঃ আলেকজান্ডার গ্রাহাম বেল, আবিষ্কারের সাল- ১৮৭৬ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৪৭ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৯২২ ইং।

✬প্রশ্নঃ বৈদ্যতিক পাখা আবিষ্কার করেন কে?
উত্তরঃ এস.এস.হুইলার, আবিষ্কারের সাল- ১৮৮২ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৬০ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৯২৩ ইং।

✬প্রশ্নঃ মাইক্রোফোন আবিষ্কার করেন কে?
উত্তরঃ ইমাইল বার্লিনার, আবিষ্কারের সাল- ১৮৭৭ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৫১ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৯২৩ ইং।

✬প্রশ্নঃ রেফ্রিজারেটর কে আবিষ্কার করেন?
উত্তরঃ জ্যাকোব পারকিন্স, আবিষ্কারের সাল- ১৮৩৪ ইং, আবিষ্কারকের জন্ম- ১৭৬৬ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৮৪৯ ইং।

✬প্রশ্নঃ ক্যামেরা আবিষ্কার করেন কে?
উত্তরঃ জর্জ ইস্টম্যান, আবিষ্কারের সাল- ১৮৮৮ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৫৪ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৯৩২ইং।

✬প্রশ্নঃ এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন কে?
উত্তরঃ ডব্লিউ এইচ ক্যারিয়ার, আবিষ্কারের সাল-১৯০২ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৭৬ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৯৫০ ইং।

✬প্রশ্নঃ অক্সিজেন এর আবিষ্কারকের নাম কি?
উত্তরঃ যোসেফ প্রিস্টলি, আবিষ্কারকের সাল- ১৭৭৪ইং, আবিষ্কারকের জন্ম- ১৭৩৩ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৮০৪ ইং।

✬প্রশ্নঃ হেলিকপ্টার আবিষ্কার করেন কে?
উত্তরঃ ইগর সিকরস্কি, আবিষ্কারকের সাল- ১৮৩৯ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৮৯ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৯৭২ ইং।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কিছু তথ্য জেনে রাখুন

✬ বিশ্বে ইন্টারনেট চালু হয় — ১৯৬৯সালে।

✬ Email আবিষ্কৃত হয় — ১৯৭১ সালে।

✬ Hotmail আবিষ্কৃতহয় — ১৯৯৬ সালে।

✬ Google আবিষ্কৃত হয় — ১৯৯৮ সালে।

✬ Facebook আবিষ্কৃত হয় — ২০০৪ সালে।

✬ Youtube আবিষ্কৃত হয় — ২০০৫ সালে।

✬ Twitter আবিষ্কৃত হয় — ২০০৬ সালে।

✬ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় — ১৯৯৩ সালে।

✬ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় — ১৯৯৬ সালে।

✬ বাংলাদেশে 3G চালু হয় — ১৪ অক্টোবর, ২০১২সালে।

✬ বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার “IBM-1620” যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে — ১৯৬৪ সালে।

✬ ২১ মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলংজা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।

✬ ২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন — ড.মাকসুদুল আলম।

✬ বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথম বারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেছেন — মহিষের।

✬ ১৯৮১ এপসন কোম্পানি সর্ব প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নাম — অসবর্ন-১

✬ বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘর টি অবস্থিত — যুক্তরাষ্ট্রের আটলান্টায়।

✬ বাংলা সামাজিক মাধ্যম “বেশত” চালু হয় — ২৮ফেব্রুয়ারী, ২০১৩সালে।

✬ বাংলাদেশের “টেলিফোন শিল্পসংস্থা লিমিটেড (টেশিস)” কর্তৃক তৈরীকৃত প্রথম ল্যাপটপ — দোয়েল।

বিজ্ঞান বিষয়ক সাধারন জ্ঞান

✬প্রশ্ন : মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয় ?
উত্তর : অবতল।
✬প্রশ্ন : কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায় ?
উত্তর : পানি।
✬প্রশ্ন : শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরের শব্দ কম হয় কেন ?
উত্তর : শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়।
✬প্রশ্ন : বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না ?
উত্তর : লাল , নীল, সবুজ।
✬প্রশ্ন : দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের ?
উত্তর : বেগুনি।
✬প্রশ্ন : কোনটি তড়িৎ বিশ্লেষণ যোগ্য নয় ?
উত্তর : চিনি।
✬প্রশ্ন : পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রানী মারা যায় ?
উত্তর : O2
✬প্রশ্ন : কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ?
উত্তর : বায়োগ্যাস।
✬প্রশ্ন : গ্যালভানাইজেশন এর কাজে ব্যবহার করা হয় কোন ধাতু?
উত্তর : জিংক।
✬প্রশ্ন : ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি ?
উত্তর : ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ।
✬প্রশ্ন : বালির প্রধান উপাদান কি ?
উত্তর : সিলিকা।
✬প্রশ্ন : স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয় ?
উত্তর : নাইট্রিক এসিড।
✬প্রশ্ন : স্টেইনলেস স্টীলে লোহার সাথে কোন ধাতু মিশানো হয় ?
উত্তর : নিকেল ও ক্রোমিয়াম।
✬প্রশ্ন : হাইড্রোজেনের পরমাণু তে কোনটি নেই ?
উত্তর : ইলেক্ট্রন।
✬প্রশ্ন : টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কেন ?
উত্তর : এটি দাঁতের ক্ষয়রোধ করে।
✬প্রশ্ন : ওয়াটার গ্যাসের প্রধান উপাদানগুলো কি কি ?
উত্তর : হাইড্রোজেন ও কার্বন-মনোঅক্সাইড।
✬প্রশ্ন : কোনটি কাঁদানে গ্যাস হিসেবে ব্যবহার করা হয় ?
উত্তর : ক্লোরোপিক্রিন।
✬প্রশ্ন : টেস্টিং সল্ট – এর রাসায়নিক নাম কি ?
উত্তর : মনো সোডিয়াম গ্লুটামেট, আজিনামোটো।
✬প্রশ্ন : কোনটি সৌর কোষে ব্যবহৃত হয় ?
উত্তর : ক্যাডসিয়াম।
✬প্রশ্ন : ভূমি থেকে উপরে উঠলে শ্বাসকষ্ট হয় কেন ?
উত্তর : উপরে বায়ুর চাপ বেশি থাকে।
✬প্রশ্ন : আলট্রাসনোগ্রাফি কি ?
উত্তর : ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং।
✬প্রশ্ন : হিমোগ্লোবিনের কাজ কি ?
উত্তর : অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা।
✬প্রশ্ন : কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না ?
উত্তর : হাইড্রোজেন।
✬প্রশ্ন : একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয় ?
উত্তর : শোয়া অবস্থায়।
✬প্রশ্ন : হীঁরা আঁধারে চক চক করে কেন ?
উত্তর : উচ্চ প্রতিসরাঙ্কের কারনে আলোর প্রতিসরণ ঘটে।
✬প্রশ্ন : কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ?
উত্তর : কালো ।
✬প্রশ্ন : বিদ্যুৎ পরিবাহী তাপমাত্রা ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্য বাড়ালে রোধে কি ঘটবে ?
উত্তর : রোধ বাড়বে।
✬প্রশ্ন : বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় ?
উত্তর : টাংস্টেন।
✬প্রশ্ন : কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায় ?
উত্তর : সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।
✬প্রশ্ন : ছাতার কাপড়ের রং সাধারণ কালো হয় কেন ?
উত্তর : কালো রং তাপ শোষন করে বলে।
✬প্রশ্ন : কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস ?
উত্তর : সূর্যরশ্মি।
✬প্রশ্ন : দৈর্ঘ্য প্রসারণ গুনাংক কোন বিষয়ের উপর নির্ভর করে ?
উত্তর : তাপমাত্রা স্কেল, বস্তুর প্রকৃতি।

বিজ্ঞান বিষয়ক সাধারন জ্ঞান কিছু জানা অজানা তথ্য – বিজ্ঞান বিষয়ক সাধারন জ্ঞান

✬প্রশ্ন : বদির লোকদের কানে শোনার যন্ত্রের নাম কি?
উত্তর : ইয়ার ট্রাম্পেট।
✬প্রশ্ন : পানামার বিমান সংস্থার নাম কি?
উত্তর : কোপা।
✬প্রশ্ন : ঘাস কাটার যন্ত্রের নাম কি?
উত্তর : লন মেয়ার।
✬প্রশ্ন : বিশ্বের সর্ববৃহৎ প্রাণীর নাম কি?
উত্তর : নীল তিমি।
✬প্রশ্ন : কম্পিউটার সিস্টেম প্রসেসর কে কি বলা হয়?
উত্তর : ব্রেইন।
✬প্রশ্ন : পূর্ণবয়স্ক ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমাত কত?
উত্তর : ৬ লিটার।
✬প্রশ্ন : আকাশ নীল দখেয় কেন?
উত্তর : নীল আলোর বিক্ষেপণ বেশি বলে।
✬প্রশ্ন : লিথিয়াম কি ধরণের ধাতু?
উত্তর : সবচেয়ে হালকা ধাতু।
✬প্রশ্ন : ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উত্তর : সিসমোগ্রাফ।
✬প্রশ্ন : স্বর্ণের খাত বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?
উত্তর : নাইট্রিক এসিড।
✬প্রশ্ন : রঙ্গিন টেলিভিশন কত সালে আবিষ্কার হয়?
উত্তর : ১৯২৮ সাল।
✬প্রশ্ন : রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বাহির হয়?
উত্তর : গামা রশ্মি।
✬প্রশ্ন : রেফ্রিজারেটরে কোন গ্যাস থাকে?
উত্তর : ফ্রেয়ন।
✬প্রশ্ন : সমুদ্রের গভীরতা মাপা হয় কিসের সাহায্যে?
উত্তর : ফ্যাদোমিটার।
✬প্রশ্ন : শব্দের বেগ কোন মাধ্যমে বেশি?
উত্তর : কঠিন মাধ্যমে।
✬প্রশ্ন : সবচেয়ে মূল্যবান ধাতু কি?
উত্তর : প্লাটিনাম।
✬প্রশ্ন : সর্বত্র দিন রাত্রি সমান কবে?
উত্তর : ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।
✬প্রশ্ন : পৃথিবীর ছাদ বলা হয় কাকে?
উত্তর : পামির মালভূমিকে।
✬প্রশ্ন : পানির তলায় মাটি কাটার যন্ত্রের নাম কি?
উত্তর : ড্রেডলার।
✬প্রশ্ন : বৈদ্যতিক বিলের হিসাব কিভাবে করা হয়?
উত্তর : কিলোওয়াট ঘণ্টায় ।
✬প্রশ্ন : কোন দেশকে সূর্যদয়ের দেশ বলা হয়?
উত্তর : জাপান কে।
✬প্রশ্ন : বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি?
উত্তর : তিহানে-১।
✬প্রশ্ন : অর্থনীতিতে প্রথম নোবেল দেওয়া হয় কবে?
উত্তর : ১৯৬৯ সালে।
✬প্রশ্ন : সবচেয়ে বড় ঘাস কি?
উত্তর : বাঁশ।
✬প্রশ্ন : কেচো শ্বাস প্রশ্বাস চালায় কিসের সাহায্যে?
উত্তর : ত্বকের সাহায্যে।
✬প্রশ্ন : মেরুদন্ডের প্রতিটি অস্থিকে কি বলে?
উত্তর : কশেরুকা।
✬প্রশ্ন : বৃষ্টির ফোটা গোলাকার হয় কেন?
উত্তর : পৃষ্টটানের কারণে।
✬প্রশ্ন : তামা ও দস্তার মিশ্রণে কি উৎপন্ন হয়?
উত্তর : পিতল।
✬প্রশ্ন : চাঁদে শব্দ করলে শোনা যায় না কেন?
উত্তর : চাঁদে কোন বায়ুমন্ডল নেয় বলে।
✬প্রশ্ন : চাঁদের সবচেয়ে বড় গর্তের নাম কি?
উত্তর : ক্লেভিয়াস।
✬প্রশ্ন : কাচা কলা কি দিয়ে পাকানো হয়?
উত্তর : ইলিথিন(C2H4) দিয়ে।
✬প্রশ্ন : বৈদ্যতিক বালভের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈ্রী?
উত্তর : টাংস্টেন।
✬প্রশ্ন : হাড় ও দাত কে মজবুত করে কি?
উত্তর : ফসফরাস।
✬প্রশ্ন : উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উত্তর : ট্যাকোমিটার।
✬প্রশ্ন : মানুষের চোখের দর্শনাভূতির স্থায়িত্বকাল কত?
উত্তর : ০.১ সেকেন্ড।
✬প্রশ্ন : চুনের পানি বা চুনের সংকেত কি?
উত্তর : Ca(OH)
✬প্রশ্ন : বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম কি?
উত্তর : লাইব্রেরি অফ কংগ্রেস।
✬প্রশ্ন : পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে?
উত্তর : ২১ শে জুন।
✬প্রশ্ন : পৃথিবীর দক্ষিন গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে?
উত্তর : ২২ শে ডিসেম্বর।
✬প্রশ্ন : “ক্যাম্পনামা” কোন দেশের কারাগার?
উত্তর : ইরাক।
✬প্রশ্ন : জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয় ?
উত্তর : ৬ ঘন্টা ১৩ মিনিট পর।
✬প্রশ্ন : কোন তিন মূখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ ঘঠিত হয় ?
উত্তর : লাল, নীল ও সবুজ তথা RGB।

বিজ্ঞান বিষয়ক সাধারন জ্ঞান কিছু জানা অজানা তথ্য – বিজ্ঞান বিষয়ক সাধারন জ্ঞান

✬ ইন্টারনেট চালু হয় — 1969 সালে
✬ ইউরি গ্যাগরিন মহাশূন্যে যান — 1961 সালে
✬ পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ — হীরক।
✬ সবচেয়ে হালকা মৌল — হাইড্রোজেন।
✬ কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো — বালি।
✬ এস আই পদ্ধতিতে তাপের একক — জুল।
✬ তেজস্ক্রিয় পদার্থ নয় — লৌহ।
✬ অ্যামোনিয়াম সালফেট হলো — একটি লবন।
✬ বিলিরুবিন তৈরি হয় — যকৃতে।
✬ বহুকোষী প্রানী নয় — অ্যামিবা।
✬ ন্যানো সেকেন্ড হলো — এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ।
✬ “থিউরি অব রিলেটিভিটি” এর উদ্ভাবক কে — আলবার্ট আইনস্টাইন।
✬ মৌলিক পদার্থ নয় — ফসফিন।
✬ জিনের রাসায়নিক গঠন উপাদান কে বলা হয় — DNA
✬ সাদা রক্ত বা বর্ণহীন বিশিষ্ট প্রানী — তেলাপোকা।
✬ কোয়ান্টাম তত্ত্ব এর অপর নাম — ফোটন তত্ত্ব।
✬ বায়ুর মাধ্যমে সংক্রামিত হয় — ইনফ্লুয়েঞ্জা।
✬ কণা তত্ত্বের প্রবক্তা — আইজ্যাক নিউটন।
✬ নিউটন আবিষ্কার করেন — চ্যাডউইক।
✬ জৈব রসায়নের জনক — ফ্রেডরিক উহলার।
✬ জটিল অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয় — দুটি উত্তল লেন্স।
✬ কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো — বালি।
✬ অ্যালুমেনিয়াম সালফেটকে চলিত বাংলায় বলে — ফিটকিরি।
✬ মহাশূন্য থেকে আগত রশ্মিকে বলে — কসমিক রশ্মি।
✬ বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি — রূপার মধ্যে।
✬ রক্তের লোহিত কনিকা তৈরি হয় — অস্থি।
✬ ধানের বাদামী রোগ হয় — ছত্রাক দ্বারা।
✬ পানির জীব হলেও বাতাসে নিঃশ্বাস নেয় — শুশুক।
✬ গ্রীন হাউস গ্যাস নয় — নাইট্রোজেন।
✬ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি — মঙ্গল।
✬ শালগাছ বায়ুমণ্ডলে ত্যাগ করে — অক্সিজেন।
✬ চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন — নীল আর্মস্ট্রং।
✬ সৌর জগতের সবচেয়ে বড় গ্রহ — বৃহস্পতি।
✬ ওজন স্তর সবচেয়ে বেশি ক্ষতি করে — ক্লোরিন।
✬ ফল পাকানোর জন্য দায়ী — ইথিলিন।
✬ কচু শাকে বেশী থাকে — লৌহ
✬ ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় — অক্সিজেন।
✬ অস্থির বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন — ক্যালসিয়াম।
✬ কচু খেলে গলা চুলকায় কারন কচুতে থাকে — ক্যালসিয়াম অক্সালেট।
✬ মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় — দুধকে।
✬ অ্যানথ্রাক্স রোগের টিকা আবিস্কার করেন — লুই পাস্তুর।
✬ এশিয়ার দক্ষিণভাগ দিয়ে গিয়েছে — কর্কটক্রান্তি রেখা।
✬ বস্তুর আপেক্ষিক ভর আবিষ্কার করেন — আর্কিমিডিস।
✬ প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে — ইভোলিউশন।
✬ গতিবিদ্যার জনক — গ্যালিলিও।
✬ দুধে থাকে — ল্যাকটিক এসিড।
✬ দূরত্বের সবচেয়ে বড় একক — আলোকবর্ষ।
✬ এক আলোকবর্ষ = ৯.৪৬১ × ১০ কিমি।
✬ সিমেন্ট তৈরির কাঁচামাল — জিপসাম।
✬ কৃত্রিম জিন আবিষ্কার করেন — হরগোবিন্দ খোরানা।

বিজ্ঞান বিষয়ক সাধারন জ্ঞান কিছু জানা অজানা তথ্য – বিজ্ঞান বিষয়ক সাধারন জ্ঞান

✬ সর্বাপেক্ষা হালকা গ্যাস — হাইড্রোজেন।
✬ মহাজাগতিক রশ্মির আবিষ্কারক — হেস।
✬ পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কারন — মধ্যাকর্ষণ বলের জন্য।
✬ সংকত ধাতু পিতলের উপাদান — তামা ও দস্তা।
✬ আলটিমিটার — উচ্চতা পরিমাপক যন্ত্র।
✬ বিদ্যুৎ পরিবাহী নয় — রাবার।
✬ ডায়নামো — যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যন্ত্র।
✬ কাজের একক — জুল।
✬ বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন — টমাস আলভা এডিসন।
✬ সূর্য থেকে পৃথিবীতে শব্দ আসতে সময় লাগে — ৮.৩২ মিনিট।
✬ টেলিফোনের আবিস্কারক — আলেকজান্ডার গ্রাহাম বেল।
✬ ভূমিকম্প মাপার যন্ত্র — সিসমোগ্রাফ বা সিসমোমিটার।
✬ বাতাসের আদ্রতা পরিমাপ যন্ত্র — হাইগ্রোমিটার।
✬ পানিকে বরফে পরিনত করলে এর আয়তন — বাড়ে।
✬ শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ — কম থাকে।
✬ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র — ট্যাকোমিটার।
✬ আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক’কে বলে — কেলভিন।
✬ জন্ডিসে আক্রান্ত হয় — যকৃত।
✬ চুম্বকে পরিণত করা যায় — ইস্পাত।
✬ ভারী পানির রাসায়নিক সংকেত — D2O
✬ চা তাড়াতাড়ি ঠান্ডা হয় — কালো রঙের কাপে।
✬ লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় — দস্তা।
✬ ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল — পারদ।
✬ শব্দের গতি সবচেয়ে বেশি — কঠিন মাধ্যমে।
✬ লাল ও সবুজ রং মিশিয়ে পাওয়া যায় — হলুদ রং।
✬ লোহার প্রধান আকরিক হলো — হেমাটাইট।
✬ “জলাতঙ্ক” এর ভাইরাস হলো — র‌্যাবিস ভাইরাস।
✬ সবুজ কাচ পাওয়া যায় — ক্রোমিয়াম থেকে।
✬ আমিষের সহজলভ্য উৎস হলো — চীনাবাদাম।
✬ সকল সম্পূরক উদ্ভিদ — স্বভোজী।
✬ ” গলগন্ড” রোগ হয় — আয়োডিনের অভাবে।
✬ ভাইরাস একটি — অকোষীয় জীব।
✬ দুধের রং সাদা হয় — কার্বোহাইড্রেটের জন্যে।
✬ নিউটন হলো — বলের একক।
✬ একক সময়ে শব্দ যে দুরত্ব অতিক্রম করে তাকে বলে — শব্দের গতি।
✬ শব্দ বিস্তারের জন্য প্রয়োজন হয় — বায়বীয় মাধ্যমের।
✬ রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর যে রশ্মি নির্গত হয় — গামা রশ্মি।
✬ উষ্ণতার একক পরিমাপ করা হয় — কেলভিন।
✬ সূর্য রশ্মি কি গতিতে গমন করে — সেকেন্ডে 1,86,000 মাইল বেগে।
✬ সমুদ্র নীল দেখানোর কারন হলো — আপতিত সূর্য রশ্মির বিক্ষেপন।
✬ জেনেরেটরে উৎপাদিত কারেন্টকে বৃদ্ধি করে — কয়েলে পেঁচ সংখ্যা বৃদ্ধি করে।
✬ চুম্বকের আকর্ষন বেশি — দুই মেরুতে।
✬ প্যাসকেলের সূত্রটি প্রযোজ্য — তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে।
✬ দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে বলে — প্রতিসরণ।
✬ 20° সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট — 68° F
✬ স্যাকারিন প্রস্তুত করা হয় — টলুইন হতে।
✬ যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলে — মৌলিক ধাতু।
✬ উদ্ভিদের সালোসংশ্লেষণে কাজ করে — ক্লোরোফিল।
✬ যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন — রবার্ট কচ।
✬ ক্লোরোফিল অণুর উপাদান হলো — ম্যাগনেসিয়াম।

আরও পড়ুন: বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর ২০২১, জীব বিজ্ঞান সাধারণ জ্ঞান, বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২১ প্রশ্ন, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২০, সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর, সাধারন বিজ্ঞান pdf, নবম দশম শ্রেণির বিজ্ঞান কুইজ, বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর pdf, সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf, বিজ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২২, সাধারন বিজ্ঞান প্রশ্ন, সাধারণ বিজ্ঞান mcq, বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর ২০২১, জীব বিজ্ঞান সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান বিজ্ঞান কুইজ, বিজ্ঞান অলিম্পিয়াড প্রশ্ন ও উত্তর ssc, জীব বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর, জীব বিজ্ঞান প্রশ্ন উত্তর, জীব বিজ্ঞান প্রশ্ন ২০২২, পদার্থ বিজ্ঞান সাধারণ জ্ঞান, রসায়ন সাধারণ জ্ঞান, বেসিক জীববিজ্ঞান, জীব বিজ্ঞান প্রশ্ন ২০২১, জীব বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন

About admin

Check Also

বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব – ৩

আমরা অনেকে জানিনা কে বাংলাদেশের প্রথম কিন্তু বিষয়টি জেনে রাখা খুব দরকার। এই বিষয়ে নিচে …