বিসিএস সাধারণ জ্ঞান কিছু গুরুত্বপূর্ণ তথ্য -প্রশ্ন ও উত্তর

বাংলাদেশে বিসিএস পরীক্ষা হল সরকারি চাকরি পরীক্ষাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরীক্ষাগুলি একটি। এই পরীক্ষাটি দেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে স্বীকৃতি পায়। বিসিএস সাধারণ জ্ঞান অধিকাংশ পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়। প্রশ্নগুলি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং উত্তর নিয়ে আলোচনা করা হল।

জাতিসংঘ বিষয়ক বাছাই করা সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর

✬প্রশ্ন: জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?
উত্তর: মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

✬প্রশ্ন: জাতিসংঘের নামকরণ করেন কে?
উত্তর: মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

✬প্রশ্ন: জাতিসংঘের নামকরণ করা হয় কবে?
উত্তর: ১ জানুয়ারি, ১৯৪২সালে।

✬প্রশ্ন: জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে?
উত্তর: মহাসচিব।

✬প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
উত্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

✬প্রশ্ন: জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায়?
উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

✬প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন?
উত্তর: জন ডি রকফেলার জুনিয়র।
✬প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে?
উত্তর: ডব্লিউ হ্যারিসন।

✬প্রশ্ন: জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে?
উত্তর: ২৬ জুন, ১৯৪৫ সালে।

✬প্রশ্ন: জাতিসংঘের সনদের রচয়িতা কে?
উত্তর: আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)।

✬প্রশ্ন: প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় কবে?
উত্তর: ২৪ অক্টোবর।

✬প্রশ্ন: জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য?
উত্তর: সাধারণ পরিষদের।

✬প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে?
উত্তর: সভাপতি।

✬প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর: লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।

✬প্রশ্ন: নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত?
উত্তর: ১৫টি।

✬প্রশ্ন: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি?
উত্তর: ৫টি (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।

✬প্রশ্ন: নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তর ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়?
উত্তর: ২ বার।

✬প্রশ্ন: নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়?
উত্তর: ৯টি (৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।

✬প্রশ্ন: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে?
উত্তর: বছরে দু’বার, এক মাসব্যাপী।

✬প্রশ্ন: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি?
উত্তর: ৫৪টি।

✬প্রশ্ন: প্রতি বছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়?
উত্তর: ১৮টি।

✬প্রশ্ন: আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।

✬প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত জন?
উত্তর: ১৫ জন।

✬প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল কত বছর?
উত্তর: ৯ বছর।

✬প্রশ্ন: জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়?
উত্তর: সাধারণ পরিষদে।

✬প্রশ্ন: জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাক্ষর করে?
উত্তর: ৫১টি দেশ।

✬প্রশ্ন: জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে?
উত্তর: ট্রিগভে হাভডেন লি (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।

✬প্রশ্ন: জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে?
উত্তর: ২৪ অক্টোবর ১৯৪৫।

✬প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়?
উত্তর: ১ বছরের জন্য।

✬প্রশ্ন: নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?
উত্তর: ২ বছরের জন্য।

প্রশ্ন: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?
উত্তর: ৩ বছরের জন্য।

✬প্রশ্ন: জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?
উত্তর: ৬টি (ইংরেজি, আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ)

✬প্রশ্ন: জাতিসংঘের সদস্যপদ কয়টি?
উত্তর: ১৯৩টি সদস্য দেশ [পর্যবেক্ষকঃ২টি]

✬প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তরের মূল ভবনটির নকশা প্রণয়ন করেন কে?
উত্তর: লে করবুসিয়ে।

✬প্রশ্ন: জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে সদর দপ্তরের উদ্বোধন হয় কবে?
উত্তর: ৯ই জানুয়ারি ১৯৫১ সালে।

✬প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় কখন?
উত্তর: সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।

✬প্রশ্ন: আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৪শে অক্টোবর,১৯৪৫ সালে।

✬প্রশ্ন: জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিগণ তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন?
উত্তর: ইংরেজি অথবা ফরাসি।

✬প্রশ্ন: জাতিসংঘের কোন মহাসচিব.শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার পান?
উত্তর: দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১ সালে)।

✬প্রশ্ন: আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি?
উত্তর: মোনাকো। (১.৯৫ বর্গ কি.মি.)।

✬প্রশ্ন: জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি?
উত্তর: ট্রুভ্যালু।

✬প্রশ্ন: কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়?
উত্তর: পোল্যান্ড।

✬প্রশ্ন: জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: টোকিও(জাপান)।

✬প্রশ্ন: জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে?
উত্তর: মহাসচিব।

✬প্রশ্ন: জাতিসংঘের অছি পরিষদ কার অধীনে কাজ করে?
উত্তর: সাধারণ পরিষদের।

✬প্রশ্ন: জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান?
উত্তর: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন,১৯৬১)।

✬প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপর প্রতিষ্ঠিত?
উত্তর: ১৭ একর।

✬প্রশ্ন: জাতিসংঘের আয়ের মূল উৎস কী?
উত্তর: সদস্য দেশসমূহের চাঁদা।

✬প্রশ্ন: জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হন?
উত্তর: নিরাপত্তা পরিষদের।

✬প্রশ্ন: জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে?
উত্তর: কফি আনান (ঘানা) (৭ম)।

✬প্রশ্ন: জাতিসংঘের তৃতীয় মহাসচিব উ থান্ট কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর: মিয়ানমার।

✬প্রশ্ন: জাতিসংঘে দেয় বাংলাদেশের চাঁদার পরিমাণ কত?
উত্তর: নিজস্ব বাজেটের ০.০১% অংশ ।

✬প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে?
উত্তর: ২৯তম

✬প্রশ্ন: জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরের ঠিকানা হল
উত্তর: 760 United Nations Plaza, New York City, NY 10017, USA

✬প্রশ্ন: জাতিসংঘের ওয়েবসাইট
উত্তর: http://www.un.org/

বাংলা সাহিত্য – গুরুত্বপূর্ণ MCQ

প্রশ্ন:১। বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?
ক. কাব্য
খ. নাটক
গ. ছোটগল্প
ঘ. উপন্যাস
উত্তর : গ. ছোটগল্প

প্রশ্ন:২। বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?
ক. কথোপকথন
খ. ইতিহাসমালা
গ. রাজা প্রতাপাদিত্য চরিত
ঘ. হিতোমপদেশ
উত্তর : গ. রাজা প্রতাপাদিত্য চরিত

প্রশ্ন:৩। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
ক. কাহ্নপা
খ. লুইপা
গ. সরহ পা
ঘ. শবর পা
উত্তর: খ. লুইপা

প্রশ্ন৪। খনার বচন কী সংক্রান্ত ?
ক. কৃষি
খ. ব্যবসা
গ. শিল্প
ঘ. রাজনীতি
উত্তর: ক. কৃষি

প্রশ্ন৫। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ
ক. নারীর মূল্য
খ. রায়তের কথা
গ. তেল নুন লাকড়ী
ঘ. বীরবলের হালখাতা
উত্তর : ঘ. বীরবলের হালখাতা

প্রশ্ন৬। কোন শাসকদের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ?
ক. পাল
খ. সেন
গ. গুপ্ত
ঘ. তুর্কী
উত্তর : ঘ. তুর্কী

প্রশ্ন৭। ‘মনসামঙ্গল’ কাব্যের আদি কবি কে?
ক. কৃত্তিবাস
খ. মালাধর বসু
গ. মানিক দত্ত
ঘ. কানাহরি দত্ত
উত্তর : ঘ. কানাহরি দত্ত

প্রশ্ন৮। বাংলা সাহিত্যে প্রথম নারী কবি কে?
ক. চন্দ্রকলাবতী
খ. চন্দ্রাবতী
গ. পদ্মাবতী
ঘ. কামিনী রায়
উত্তর : খ. চন্দ্রাবতী

প্রশ্ন৯। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে ?
ক. গোবিন্দদাস
খ. জ্ঞানদাস
গ. চণ্ডীদাস
ঘ. বিদ্যাপতি
উত্তর : গ. চণ্ডীদাস

প্রশ্ন১০। ‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ হামজা
খ. মীর মোহম্মদ সফী
গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
ঘ. আলাওল
উত্তর : গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ

প্রশ্ন১১। সুরেশ, মহিম, অচলা কোন উপন্যাসের চরিত্র ?
ক. কৃষ্ণকান্তের উইল
খ. গৃহদাহ
গ. বিষবৃক্ষ
ঘ. যোগাযোগ
উত্তর : খ. গৃহদাহ

প্রশ্ন১২। বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসেবে পরিচিত কে ?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. গোবিন্দচন্দ্র দাস
গ. চণ্ডীদাস
ঘ. ঈশ্বরী পাটনী
উত্তর : খ. গোবিন্দচন্দ্র দাস

প্রশ্ন১৩। ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটির রচয়িতা ?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. আলাউদ্দিন আল আজাদ
ঘ. হুমায়ুন আহমেদ
উত্তর : গ. আলাউদ্দিন আল আজাদ

প্রশ্ন১৪। কবি আহসান হাবীবের কবিতার বৈশিষ্ট্য কী ?
ক. বস্তুনিষ্ঠতা ও বাস্তবজীবনবোধ
খ. গভীর জীবনবোধ ও আত্মমগ্নতা
গ. আত্মমগ্নতা ও প্রকৃতি প্রেম
ঘ. প্রকৃতি প্রেম
উত্তর : ক. বস্তুনিষ্ঠতা ও বাস্তবজীবনবোধ

প্রশ্ন১৫। ‘চতুরঙ্গ’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক
খ. উপন্যাস
গ. প্রহসন
ঘ. কাব্য
উত্তর : খ. উপন্যাস

প্রশ্ন১৬। ‘ঝিঙ্গেফুল’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক
খ. উপন্যাস
গ. কাব্য
ঘ. প্রবন্ধ
উত্তর: গ. কাব্য

প্রশ্ন১৭। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. বিরহ বিলাপ
খ. অশ্রুমালা
গ. অমিয়ধারা
ঘ. মহাশ্মশান
উত্তর : ক. বিরহ বিলাপ

প্রশ্ন১৮। ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা ?
ক. আল মাহমুদ
খ. রফিক আজাদ
গ. জীবনানন্দ দাশ
ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর : গ. জীবনানন্দ দাশ

প্রশ্ন১৯। ‘ললিতা তথা মানস’ বঙ্কিমচন্দ্রের কোন ধরনের গ্রন্থ ?
ক. কাব্য
খ. প্রবন্ধ
গ. নাটক
ঘ. উপন্যাস
উত্তর : ক. কাব্য

প্রশ্ন২০। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ?
ক. কবর
খ. নীলদর্পণ
গ. শর্মিষ্ঠা
ঘ. ভদ্রার্জুন
উত্তর : ঘ. ভদ্রার্জুন

ভিডিওতে আরও দেখুন বাংলাদেশের সরকার ব্যবস্থা । সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলি । বিসিএস সাধারণ জ্ঞান

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

✬প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?
উত্তর : শিল্পী কামরুল হাসান।

✬প্রশ্ন: বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

✬প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে?
উত্তর : উইলিয়াম এ এস ওডারল্যান্ড।

✬প্রশ্ন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায়?
উত্তর : ১৯৮৮ সালে।

✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম দ্বীপ এর নাম কি?
উত্তর : গ্রিনল্যান্ড (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)

✬প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর : কালুরঘাট, চট্টগ্রাম।

✬প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে?
উত্তর : এম আর আখতার মুকুল।

✬প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উত্তর : ১৯৩৯ সালে।

✬প্রশ্ন: ATM-এর জনক কে?
উত্তর : জন শেফার্ড ব্যারন।

✬প্রশ্ন: দক্ষিণ সুদান স্বাধীন হয় কত সালে?
উত্তর : ২০১১ সালে।

✬প্রশ্ন: জাপানের বৃহত্তম দ্বীপ এর নাম কী?
উত্তর : হনসু।

✬প্রশ্ন: দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানীর নাম কী?
উত্তর : বন্দর সেরি বেগাওয়ান।

✬প্রশ্ন: জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৫ সালে।

✬প্রশ্ন: কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী কে?
উত্তর : জর্জ হ্যারিসন।

✬প্রশ্ন: চির শান্তির শহর বলা হয় কোন শহর কে?
উত্তর : রোম শহরকে।

✬প্রশ্ন: এ পি জে আব্দুল কালাম মারা যান কত সালে?
উত্তর : ২০১৫ সালে।

✬প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?
উত্তর : ১১৭৬ সালে।

✬প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে?
উত্তর : সাতটি।

✬প্রশ্ন: সুয়েজ খাল জাতীয়করণ হয় কত সালে?
উত্তর : ১৯৫৬ সালে।

✬প্রশ্ন: বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?
উত্তর : মালভূমি।

✬প্রশ্ন: বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে?
উত্তর : ১৯৪১ সালে।

✬প্রশ্ন: WWW মানে কি?
উত্তর : World Wide Web

✬প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানি বলা হয়?
উত্তর : খাগড়াছড়ি জেলাকে।

✬প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯২১ সালে।

✬প্রশ্ন: ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর : অ্যালেন গিনসবার্গ।

✬প্রশ্ন: সাঙ্গু ভ্যালি কোথায়?
উত্তর : চট্টগ্রামে।

✬প্রশ্ন: মাইনমুখী ভ্যালি কোন জেলায়?
উত্তর : রাঙামাটি জেলায়।

✬প্রশ্ন: কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকার নাম কী?
উত্তর : ভেঙ্গি ভ্যালি।

✬প্রশ্ন: রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে?
উত্তর : সাজেক ভ্যালিকে।

✬প্রশ্ন: পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর : বান্দরবান জেলাকে।

✬প্রশ্ন: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উত্তর : উ থান্ট।

✬প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর : রিচার্ড নিক্সন।

✬প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : ইতালির নাগরিক।

✬প্রশ্ন: বাংলাদেশের ফুসফুস বলা হয় কাকে?
উত্তর : সুন্দরবনকে

✬প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : ইন্দিরা গান্ধী।

✬প্রশ্ন: বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে?
উত্তর : ২১ নভেম্বর।

✬প্রশ্ন: আবু মুসা দ্বীপ কোন সাগরে?
উত্তর : পারস্য উপসাগরে।

✬প্রশ্ন: ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনে সবচেয়ে বড়?
উত্তর : মাদাগাস্কার।

✬প্রশ্ন: ওকিনাওয়া দ্বীপ কোন দেশের নিয়ন্ত্রণাধীন?
উত্তর : জাপান।

✬প্রশ্ন: আগুনের দ্বীপ বলা হয় কাকে?
উত্তর : আইসল্যান্ড দ্বীপকে।

✬প্রশ্ন: ‘ম্যাপল পাতার দেশ’ কোন দেশের উপনাম?
উত্তর : কানাডা।

✬প্রশ্ন: শিকাগো শহরকে কি বলা হয়?
উত্তর : বাতাসের শহর।

✬প্রশ্ন: আধুনিক শিক্ষার জনক কে?
উত্তর : সক্রেটিস।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী কে?
উত্তর : নিশাত মজুমদার।

✬প্রশ্ন: পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : গঙ্গোত্রী হিমবাহ।

✬প্রশ্ন: গরম পানির ঝরনা কোথায় অবস্থিত?
উত্তর : সীতাকুণ্ড।

✬প্রশ্ন: বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে?
উত্তর : ২০১৬ সালে।

✬প্রশ্ন: বাংলাদেশের আমাজান বলা কাকে?
উত্তর : সিলেটের রাতারগুল বনকে।

✬প্রশ্ন: কোন দেশ ভাটির দেশ নামে পরিচিত?
উত্তর : বাংলাদেশ।

✬প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
উত্তর : সংবিধান।

✬প্রশ্ন: বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন?
উত্তর : পরিবর্তন সহজ নয় বলে।

✬প্রশ্ন: বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ (অধ্যায়) আছে?
উত্তর : ১১টি।

✬প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
উত্তর : ১৫৩টি।

✬প্রশ্ন: ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর : সিলেট।

✬প্রশ্ন: ১২ আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?
উত্তর : চট্টগ্রাম।

✬প্রশ্ন: গুগলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।

✬প্রশ্ন: প্রকৃতির কন্যা বলা হয় কাকে?
উত্তর : সিলেটের জাফলংকে।

✬প্রশ্ন: মার্কেটিংয়ের জনক কে?
উত্তর : ফিলিপ কটলার।

✬প্রশ্ন: এনাটমির জনক কে?
উত্তর : আঁদ্রে ভেসালিয়াস।

✬প্রশ্ন: সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তর : পাপুয়া নিউগিনি।

✬প্রশ্ন: আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তর : বাল মেগারিজ।

✬প্রশ্ন: নিষিদ্ধ শহর বলা হয় কাকে?
উত্তর : তিব্বতকে

✬প্রশ্ন: মুক্তার দেশ বলা হয় কাকে?
উত্তর : কিউবা।

✬প্রশ্ন: ইন্টারনেটের জনক কে?
উত্তর : ভিনটন জি কার্ফ।

✬প্রশ্ন: ই-মেইলের জনক কে?
উত্তর : রে টমলিনসন।

✬প্রশ্ন: ‘বলিশিরা ভ্যালি’ কোন জেলায় অবস্থিত?
উত্তর : মৌলভীবাজার জেলায়।

✬প্রশ্ন: হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : খাগড়াছড়ি।

✬প্রশ্ন: ‘রয়টার্স’-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : পল জুলিয়াস রয়টার

✬প্রশ্ন: ‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর : যুক্তরাজ্য।

✬প্রশ্ন: নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার।

✬প্রশ্ন: মার্ক জাকারবার্গ ও তাঁর ৩ সহপাঠী কতসালে ফেসবুক প্রতিষ্ঠা করেন?
উত্তর : ২০০৪ সালে।

✬প্রশ্ন: হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে ?
উত্তর : পঞ্চগড়কে।

✬প্রশ্ন: আধুনিক ফিন্যান্সের জনক কে?
উত্তর : ড. ইউগেন ফামা।

✬প্রশ্ন: কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?
উত্তর : তুলা গাছকে।

✬প্রশ্ন: ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে?
উত্তর : স্ট্রম্বোলি।

✬প্রশ্ন: প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত বাংলাদেশের কোন জেলা?
উত্তর : নারায়ণগঞ্জ।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে?
উত্তর : চট্টগ্রামকে

✬প্রশ্ন: বাংলাদেশে শীতল পানির ঝরনা কোথায় অবস্থিত?
উত্তর : কক্সবাজার।

✬প্রশ্ন: বাংলার ভেনিস তথা বাংলার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা?
উত্তর : বরিশাল।

✬প্রশ্ন: সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে?
উত্তর : রাঙামাটিকে।

✬প্রশ্ন: বাংলাদেশের দ্বীপের রানি বলা হয় কোন জেলাকে?
উত্তর : ভোলা জেলাকে

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিসিএস প্রস্তুতি, চাকরি প্রাপ্তী পরীক্ষা জন্য কিছু গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান

✬প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীলনদ

✬প্রশ্ন: জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
উত্তর: হনসু।

✬প্রশ্ন: জাতীয় শিশু দিবস কত তারিখে?
উত্তর: ১৭ মার্চ।

✬প্রশ্ন: বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?
উত্তর: আমাজান।

✬প্রশ্ন: বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?
উত্তর: ভূটান।

✬প্রশ্ন: ব্রাসেলস কোন দেশের রাজধানী?
উত্তর: বেলজিয়াম।

✬প্রশ্ন: কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: কর্ণফুলী।

✬প্রশ্ন: নিশীত সূর্যের দেশ’ বলা হয়-কোন দেশকে?
উত্তর: নরওয়ে-কে।

✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?
উত্তর: ১৯৬১ সালে।

✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?
উত্তর: ৩ অক্টোবর ১৯৯০সালে।

✬প্রশ্ন: মাওরি কোন দেশের অধিবাসী?
উত্তর: নিউজিল্যান্ড।

✬প্রশ্ন: ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত?
উত্তর: রোম।

✬প্রশ্ন: চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: ফেবো।

✬প্রশ্ন: ঢাকা বিশ্বের কততম মেগা সিটি?
উত্তর: ১১তম।

✬প্রশ্ন: ফ্রান্সের প্রেসিডেন্ট এর বাসভবনের নাম কি?
উত্তর: এলিসি প্রাসাদ।

✬প্রশ্ন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে নূন্যতম কতটি ইলেকট্ররাল ভোটের প্রয়োজন হয়?
উত্তর: ২৭০ টি।

✬প্রশ্ন: বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী?
উত্তর: হাড়িয়াভাঙ্গা নদী।

✬প্রশ্ন.ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৮৮৫ সালে।

✬প্রশ্ন: কোন দেশের সরকার প্রধানকে “চ্যান্সেলর” বলা হয়?
উত্তর: জার্মানি ও অস্ট্রিয়া।

✬প্রশ্ন: জার্মানির রাজধানীর নাম কি?
উত্তর: বার্লিন।

✬প্রশ্ন: যুগ সন্ধিক্ষণের কবি কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।

✬প্রশ্ন: মুসলিম লীগ কত সালে গঠন করা হয়?
উত্তর: ১৯০৬ সালে।

✬প্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির কে রচনা করেন?
উত্তর: আবদুল গাফফার চৌধুরী।

✬প্রশ্ন: বাংলাদেশে আর্থিক বছরের সময়কাল হিসাব করা হয় কীভাবে?
উত্তর: জুলাই- জুন।

✬প্রশ্ন: মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে ?
উত্তর: ফররুখ আহমেদ।

✬প্রশ্ন: বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?
উত্তর: ২ জুলাই ।

✬প্রশ্ন: সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে?
উত্তর: ৫ টি।

✬প্রশ্ন: নওগাঁ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কী?
উত্তর: উজ্জীবিত নওগাঁ।

✬প্রশ্ন: ইরিত্রিয়ার মুদ্রার নাম কি?
উত্তর: নাকফা।

✬প্রশ্ন: বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৮৬২ সালে।

✬প্রশ্ন: ডাল গবেষণা কেন্দ্র কোথায়?
উত্তর: ঈশ্বরদী, পাবনা।

✬প্রশ্ন: নেপালের রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতাসীন হয়েছিলেন কখন?
উত্তর: ২০০১ সালে।

✬প্রশ্ন. কোন দেশের সংবিধান অলিখিত?
উত্তর: যুক্তরাজ্য।

✬প্রশ্ন: এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কবে?
উত্তর: ১৯৫৩ সালে।

✬প্রশ্ন: বাংলাদেশ রাইস রিচার্স ইন্সটিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: গাজীপুর।

✬প্রশ্ন: বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?
উত্তর: ২ জুলাই ।

✬প্রশ্ন: বিশ্বের একমাত্র ভাষার দেশ হচ্ছে?
উত্তর: উত্তর কোরিয়া।

✬প্রশ্ন: টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: মধুমতি।

✬প্রশ্ন: বিশ্বের সর্ব্বোচ্চ ভাষার দেশ?
উত্তর: পাপুয়া নিউগিনি।

✬প্রশ্ন: সুর্যদয়ের দেশ বলা হয় কোন দেশকে ?
উত্তর: জাপান-কে।

✬প্রশ্ন: শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর: হামিদুর রহমান।

✬প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তর: সৈয়দ মাইনুল হোসেন।

✬প্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির সুরকার কে ?
উত্তর: আলতাফ মাহমুদ।

✬প্রশ্ন: বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে?
উত্তর: ৫ টি।

✬প্রশ্ন: পৃথিবীর মহাদেশ সংখ্যা কয়টি?
উত্তর: ৭টি।

✬প্রশ্ন: পৃথিবীর মহাদেশগুলোর নাম কী?
উত্তর: এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উওর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও এন্টার্কটিকা।

✬প্রশ্ন: পৃথিবীর মহাসাগর কয়টি ?
উত্তর: ৫টি

✬প্রশ্ন: পৃথিবীর মহাসাগরগুলোর নাম কী?
উত্তর: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উওর মহাসাগর, দক্ষিণ মহাসাগর।

✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর: এশিয়া।

✬প্রশ্ন: স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল ?
উত্তর: ইন্দোনেশিয়া।

✬প্রশ্ন: পৃথিবীর দিনরাত সমান হয় কখন?
উত্তর: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।

✬প্রশ্ন: আয়তনে বিশ্বের বড় জলপ্রপাতে নাম কী?
উত্তর: নায়াগ্রা (যুক্তরাষ্ট্র)।

✬প্রশ্ন: বিশ্বের সর্ব্বোচ্চ জলপ্রপাত কোনটি?
উত্তর: অ্যাঞ্জেল (ভেনেজুয়েলা)

বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান

✬ ট্রেজারী বিল ইস্যু করে — কেন্দ্রীয় ব্যাংক

✬ বাংলাদেশ ব্যাংক একটি — কেন্দ্রীয় ব্যাংক

✬ বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় — ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে

✬ বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি — গভর্নর

✬ কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় — ১৯৯৮ সালে

✬ বাংলাদেশে কৃষি ব্যাংক স্থাপিত হয় — ১৯৭৩ সালে

✬ বাংলাদেশের বৃহত্তম তফসিলী ব্যাংক — সোনালী ব্যাংক

✬ স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট চালু করা হয় — ৪ মার্চ, ১৯৭২ সালে

✬ বাংলাদেশ শেয়ার বাজার নিয়ত্রণকারী প্র্তিষ্ঠানের নাম — এসইসি

✬ বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র — বাংলাদেশ ব্যাংকের

✬ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় — ১৯৮৩সালে

✬ প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে — অগ্রনী ব্যাংক

✬ প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে — ডাচ-বাংলা ব্যাংক

✬ অভিষেক টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল — ভারত

✬ যশোর জেলায় অবস্থিত বিল — ভবদহ

➢ আরো পড়ুন : বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান – প্রশ্ন ও উত্তর

✬ জাতীয় পতাকা দিবস — ২ মার্চ

✬ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস — ১০ জানুয়ারি

✬ বাংলাদেশে কৃষি দিবস — পহেলা অগ্রহায়ণ

✬ বাংলাদেশে জেলহত্যা সংঘটিত হয় — ১৯৭৫ সালের ৩ নভেম্বর

✬ বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয় — ১৪ ডিসেম্বর

✬ বাংলাদেশের জাতীয় দিবস –- ২৬শে মার্চ

✬ মুজিবনগর দিবস — ১৭ এপ্রিল

✬ রোকেয়া দিবস — ৯ ডিসেম্বর

✬ সংবিধান দিবস — ৪ নভেম্বর

✬ স্বাধীন বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করা হয় — ১০ এপ্রিল,১৯৭১

✬ কক-বরক ভাষায় কারা কথা বলে — ত্রিপুরা

✬ ত্রিপুরাদের প্রধান উৎসব — বৈসু

✬ খাসিয়া উপজাতি বাস করে — সিলেটে

✬ জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা — নোয়াখালী জেলার বেগমগঞ্জ

✬ জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা — থানচি

✬ ত্রিপুরাদের জাতিসত্ত্বা কতটি গোত্রতে বিভক্ত — ৩৬ টি

✬ বাংলাদেশে ২য় সংখ্যাগরিষ্ঠ উপজাতি — সাঁওতাল

✬ বাংলাদেশে উপজাতীয় ভাষার সংখ্যা — ৩২টি

✬ বাংলাদেশে গারো উপজাতি বাস করে — ময়মনসিংহ, টাঙ্গাইল ও নেত্রকোনায়

✬ বাংলাদেশে চাকমা উপজাতি বাস করে প্রধানত — রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে

✬ বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম — মাওরি

✬ বাংলাদেশে সবচেয়ে বেশি লোক বাস করে — বৃহত্তর ঢাকা জেলায়

✬ বাংলাদেশের কোন উপজাতি মুসলমান — পাঙন

✬ রাজবংশী উপজাতিরা বাস করে — রংপুরে

✬ ঢাকার পূর্ব নাম — জাহাঙ্গীর নগর

✬ বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল — পুণ্ড্রনগর

✬ সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন — জাহাঙ্গীরনগর

✬ লালবাগ কেল্লার আদি নাম — আওরঙ্গবাদ দূর্গ

✬ প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক ছিলেন — শফিকুল হক হীরা

✬ প্রথম বাঙালি দাবা গ্র্যান্ড মাস্টার — নিয়াজ মুর্শেদ

✬ বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে — ১৯৯৭সালে

✬ জাতীয় কন্যা শিশু দিবস — ৩০ সেপ্টেম্বর

✬ জাতীয় সংহতি দিবস — ৭ নভেম্বর

✬ জাতীয় কর দিবস — ১৫ সেপ্টেম্বর

✬ শহীদ আসাদ দিবস — ২০ জানুয়ারি

✬ বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী — চাকমা

✬ মারমাদের প্রধান পেশা — জুম চাষ

✬ সাঁওতালরা বাস করে — রাজশাহী ও দিনাজপুর জেলায়

✬ বরিশালের পূর্ব নাম — চন্দ্রদ্বীপ

✬ ময়মনসিংহ জেলার পূর্ব নাম — নাসিরাবাদ

✬ সিলেটের পূর্ব নাম — জালালাবাদ

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী – যেকোন চাকরীর পরীক্ষার জন্য

➢ বাংলাদেশে চির হরিৎ বনাঞ্চল – পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল

➢ দিনাজপুরে এটি – বরেন্দ্র নামে পরিচিত

➢ চিরহরিৎ বনকে বলা হয় – চির সবুজ বন

➢ চিরহরিৎ বনভূমির পরিমাণ – ১৪ হাজার বর্গ কি.মি

➢ বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তিস্থল – ভারতে

➢ বাংলাদেশে নদী পথের দৈর্ঘ্য – ৯৮৩৩ কিমি

➢ আইনবিভাগের কাজ – আইন প্রনয়ন ও প্রচলিত আইনের সংশোধন

➢ এই তথ্যগুলো জেনে রাখুন

➢ আইন বিভাগের একটি অংশ – আইনসভা

➢ বাংলাদেশে ভূমিকম্পের মানবসৃষ্ট কারন – পাহাড় কাটা

➢ ভূমিকম্পের ফলে সমুদ্রের পানি উপকূলে উঠে – ১৫-২০ মিটার উঁচু হয়ে

➢ ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় – সুনামি

➢ কালবৈশাখী ঝড় আঘাত হানে – পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে

➢ প্রলয়ংকারী ঘূর্ণিঝড় হয় – ১৯৯১ সালের ২৯ এপ্রিল

➢ ইন্দোনেশিয়ায় মারাত্নক সুনামি আঘাত হানে – ২০০৪ সালের ২৬ ডিসেম্বর

➢ বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে – টেকটনিক প্লেটের সংঘর্ষের কারনে

➢ বাংলাদেশের ভূমিকম্প বলয় মানচিত্র তৈরি করেছিলেন – ফরাসি ইঞ্জিনিয়ার কনসোর্টিয়াম ১৯৮৯ সালে

➢ তিনি বলয় দেখিয়েছেন – ৩ টি

➢ বলয়গুলোকে ভাগ করেছেন – প্রলয়ংকারী, বিপজ্জনক, লঘু

➢ এই বলয় সমূহকে বলা হয় – সিসমিক রিস্ক জোন

➢ বাংলাদেশে বর্ষাকাল – জুন হতে অক্টোবর মাস

➢ প্রচুর বৃষ্টিপাত হয় – জুন মাসের শেষ দিকে মৌসুমী বায়ুর প্রভাবে

➢ বর্ষাকালে আবহাওয়া সর্বদা – উষ্ণ থাকে

➢ বর্ষাকালে গড় উষ্ণতা – ২৭ ডিগ্রী সে.

➢ বর্ষাকালে সবচেয়ে বেশি গরম পড়ে – জুন ও সেপ্টেম্বর মাসে

➢ সারাবছর নৌ চলাচলের উপযোগী নৌপথ – ৩,৮৬৫ কি.মি

➢ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ তৈরি হয়েছে – ১৯৫৮ সালে

➢ স্রোতজ বনভূমি- দক্ষিণ পশ্চিমাংশের নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলীয় বন

➢ স্রোতজ বনভূমি প্রধানত জন্মে – সুন্দরবনে

➢ মধুপুর ও ভাওয়ালের মাটি – লালচে ও ধূসর

➢ বাংলাদেশে খনিজ সম্পদ সমৃদ্ধ জেলা সমূহ – পূবাঞ্চলীয় পাহাড়ি জেলা সমূহ

➢ বাংলাদেশের লবণাক্তের পরিমাণ বেশি – দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা

➢ বাংলাদেশের ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল বনভূমি- দক্ষিণ পূর্ব ও উত্তর পুর্ব অংশের পাহাড়ী অঞ্চল

➢ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকর প্রথম বিদ্যুৎ উৎপাদন করা হয় – পাকিস্তান আমলে

➢ অভ্যন্তরীন নৌ পথে দেশের মোট বাণিজ্যিক মালামালের – ৭৫% আনা নেয়া হয়

➢ বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় – ১৯৭২ সালে

➢ বাংলাদেশে চা চাষ হচ্ছে – উওর ও পূর্বাঞ্চলের পাহাড়ে

➢ সারা বছর বৃষ্টিপাত হয় – উষ্ণ ও আদ্র জরবায়ু অঞ্চলে

➢ বরেন্দ্রভূমি – নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের অংশ বিশেষ নিয়ে গঠিত

➢ বরেন্দ্রভূমির আয়তন – ৯৩২০ বর্গ কি.মি

➢ প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা – ৬ থেকে ১২ মিটার

➢ বরেন্দ্র অঞ্চলের মাটি – ধূসর ও লাল বর্ণের

➢ মধুপুর ও ভাওয়ালের সোপানের আয়তন – ৪,১০৩ বর্গ কি.মি

➢ সমভূমি থেকে এর উচ্চতা – ৬থেকে ৩০ মিটার

➢ বাংলাদেশে স্রোতজ বা গরান বনভূমির পরিমাণ – ৪,১৯২ বর্গ কি.মি

➢ বাংলাদেশ সরকারে বিভাগ – ৩ টি(আইন, শাসন ও বিচার বিভাগ)

➢ এপ্রিল মাসের গড় তাপমাত্রা – কক্সবাজার ২৭.৬৪ ডিগ্রী, নারায়ণগঞ্জে ২৮.৬৬ ডিগ্রী, রাজশাহীতে ৩০ ডিগ্রী

➢ গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় – দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু

➢ প্রচুর বাঁশ ও বেত জন্মে – সিলেটে

➢ রাবার চাষ হয় – পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে

➢ ক্রান্তীয় পাতাঝরা অরণ্য – ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলায়

➢ শীতকালে গাছের পাতা সম্পূর্ণ ঝরে যায় – ক্রান্তীয় পাতাঝরা বনভূমির

➢ ক্রান্তীয় পাতাঝরা বনভূমির প্রধান বৃক্ষ – শাল

➢ মধুপুর ভাওয়াল বনভূমি – ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে

➢ বাংলাদেশের মোট বৃষ্টিপাতের – ৪/৫ ভাগ হয় হয় বর্ষাকালে

➢ বর্ষাকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় বৃষ্টিপাত হয় – ৩৪০ ও ১১৯ সে.মি

➢ বর্ষাকালে ক্রমে বৃষ্টিপাত বেশি হয় – পশ্চিম হতে পূর্ব দিকে

➢ বর্ষাকালে বিভিন্ন জেলার বৃষ্টিপাতের পরিমান –পাবনায় প্রায় ১১৪, ঢাকায় ১২০, কুমিল্লায় ১৪০, শ্রীমঙ্গলে ১৮০ এবং রাঙ্গামাটিতে ১৯০ সে.মি

➢ বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় – মৌসুমী বায়ুর প্রভাবে

➢ বর্ষাকালে পর্বতের পাদদেশে এবং উপকূলবর্তী অঞ্চলের কোথাও বৃষ্টিপাত – ২০০ সে.মি কম হয়

➢ বর্ষাকালে বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত – সিলেটের পাহাড়ী অঞ্চলে ৩৪০ সেমি, পটুয়াখালীতে ২০০ সেমি, চটগ্রামে ২৫০ সেমি, রাঙ্গামাটিতে ২৮০ সেমি এবং কক্সবাজারে ৩২০ সেমি।

➢ জলবায়ু পরিবর্তনের কারনে সমুদ্রপৃষ্টের উচ্চতা প্রতি বছর গড়ে বৃদ্ধি – ৪ মিমি থেকে ৬ মিমি ( হিরন পয়েন্ট, চর চংগা, কক্সবাজার)।

➢ ভৌগোলিক ভাবে বাংলাদেশের অবস্থান – ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানায়

সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী ) প্রশ্ন ও উত্তর

✬প্রশ্ন: বিশ্বে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোথায়?
উত্তর: ভারত।

✬প্রশ্ন: পৃথিবীর ক্ষদ্রতম মহাদেশ কোনটি?
উত্তরঃ ওশেনিয়া।

✬প্রশ্ন: বিশ্বের প্রধান সোনা উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

✬প্রশ্ন: ‘স্ট্যাচু অফ লিবার্টি’ কোথায় অবস্থিত?
উত্তর: নিউইয়র্ক।

✬প্রশ্ন: ইউরোপ থেকে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কত সালে?
উত্তর: ১৪৮৭ সালে।

✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম হৃদ কোনটি?
উত্তর: কাস্পিয়ান সাগর।

✬প্রশ্ন: মধ্যে এশিয়ার সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র কোনটি?
উত্তর: কাজাকিস্তান (বিশ্বে নবম)

✬প্রশ্ন: পৃথিবীর কোন দুটো দেশ দুটি মহাদেশে অবস্থিত।
উত্তর: তুরস্ক ও রাশিয়া।

✬প্রশ্ন: ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশ কে?
উত্তর: বেলজিয়ামকে ও প্রবেশদ্বার বলা হয় ভিয়েতনামকে।

✬প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সাগর কোনটি?
উত্তর: ভূমধ্যসাগর।

✬প্রশ্ন: ‘আজাদ প্রাসাদ’ কোথায় অবস্থিত?
উত্তর: পর্তুগালের লিসবনে।

✬প্রশ্ন: সুরিনামের পূর্ব নাম কি?
উত্তর: ডাচ গায়ানা।

✬প্রশ্ন: বিশ্বে বেশি তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোথায়?
উত্তর: ব্রাজিল।

✬প্রশ্ন: সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় কোথায়?
উত্তর: যুক্তরাষ্ট্রে।

✬প্রশ্ন: বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।

✬প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?
উত্তর: গ্রান্ডখাল (চীন)।

✬প্রশ্ন: পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয় কোথায়?
উত্তর: এশিয়া মহাদেশে।

✬প্রশ্ন: যুক্তরাষ্ট পানামা খালের মালিকানা পানামাকে হস্তান্তর করে কত সালে?
উত্তর: ১৯৯৯ সালের ৩১ ডিসেম্ভর মাসে।

✬প্রশ্ন: পানামার বিমান সংস্থার নাম কি?
উত্তর: কোপা।

✬প্রশ্ন: প্রথম লিখিত পদ্ধতি আবিস্কৃত হয় কোন দেশে?
উত্তর: মিশরে।

✬প্রশ্ন: রোমানের প্রধান দেবতার নাম কি?
উত্তর: জুপিটার।

✬প্রশ্ন: বসফরাস প্রণালি কাকে কাকে পৃথক করেছে?
উত্তর: এশিয়া ও ইউরোপকে।

✬প্রশ্ন: পৃথিবীতে মিনিটে কত বার বজ্রপাত হয়?
উত্তর: ৬০০০ বার।

✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ব্রীজের নাম কি?
উত্তর: ওকল্যান্ড,আমেরিকা।

✬প্রশ্ন: কোন দেশে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি পোষ্ট অফিস আছে?
উত্তর: ভারতে।

✬প্রশ্ন: সর্বপ্রথম আইসক্রিম কোন দেশে তৈরি হয়?
উত্তর: চীনে।

✬প্রশ্ন: কোন দেশে ২০০ এর বেশি আগ্নেয়গিরি আছে?
উত্তর: জাপানে।

✬প্রশ্ন: ভিনসেন্ট ভ্যানগগ কে ছিলেন?
উত্তর : চিত্রকর (নেদারল্যান্ড)।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র নদীর নাম কি?
উত্তর: রিভার ডি।

✬প্রশ্ন: আরবদেশ ও ইসরাইলের মধ্যে সর্বশেষ যুদ্ধ হয় কত সালে?
উত্তর: ১৯৭৩ সালে।

✬প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তর: রোজালিন হিগিন্স(ব্রিটেন)

✬প্রশ্ন: মুসলিম বিশ্বে রেডক্রসের পরিবর্তিত নাম কি?
উত্তর: রেড ক্রিসেন্ট।

✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম হীরক খনি কোথায় অবস্থিত?
উত্তর: কিম্বালী, দক্ষিণ আফ্রিকা।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোথায়?
উত্তর: বাংলাদেশে।

✬প্রশ্ন: সবচেয়ে বেশি চিনি উৎপাদন হয় কোথায়?
উত্তর: কিউবা।

✬প্রশ্ন: লৌহ উৎপাদনে পৃথিবীর প্রধান দেশ কোনটি?
উত্তর: চীন।

✬প্রশ্ন: কোন দেশ পশম রপ্তানিতে শীর্ষে?
উত্তর: অস্ট্রেলিয়া।

✬প্রশ্ন: পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কোথায়?
উত্তর: হলিউড, আমেরিকা।

✬প্রশ্ন: সর্বাধিক পামওয়েল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: মালয়েশিয়া।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি জুয়েলারি তৈরি দেশ কোনটি?
উত্তর: ইতালি।

✬প্রশ্ন: পৃথিবীর প্রধান পাট রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ।

✬প্রশ্ন: প্রধান চা আমদানিকারক দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।

✬প্রশ্ন: খনিজ তেলের প্রধান রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: সৌদি আরব।

✬প্রশ্ন: পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: কিউবা।

✬প্রশ্ন: পৃথিবীর প্রধান অভ্র রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: ভারত।
✬প্রশ্ন: মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তেল অবরোধ করেছিল?
উত্তর: ১৯৭৩ সালে।

✬প্রশ্ন: আফ্রিকার কোন দেশ সবচেয়ে বেশি সম্পদশালী?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

✬প্রশ্ন: মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর: হংকং।

✬প্রশ্ন: কোকেন উৎপাদনের প্রধান দেশ কোনটি?
উত্তর: পেরু।

✬প্রশ্ন: ‘গ্রেট মস্ক অব জেনি’ কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: এশিয়া।

✬প্রশ্ন: ভারতবর্ষে প্রথম বাজেট প্রণীত হয় কবে?
উত্তর: ১৮৬১ সালে।

✬প্রশ্ন: বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৭ ডিসেম্বর ১৯৪৫।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক কোনটি?
উত্তর: ব্যাংক অব টোকিও ও মিৎসুবিশি ব্যাংকের একীভূত।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহারকারী দেশ কোনটি?
উত্তর: ভারত।

✬প্রশ্ন: ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল?
উত্তর: নেদারল্যান্ডস।

✬প্রশ্ন: বিশ্ব ব্যাংকের সদর দফতর কোথায়?
উত্তর: ওয়াশিংটন ডি.সি।

✬প্রশ্ন: বিশ্ব ব্যাংকের কার্যক্রম কবে শুরু হয়?
উত্তর: ২৫ জুন ১৯৪৬ সালে।

✬প্রশ্ন: বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: ১৮৯টি।

✬প্রশ্ন: এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিক কার্যক্রম কবে শুরু করে?
উত্তর: ১৯৬৬ সালে।

✬প্রশ্ন: এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়?
উত্তর: ম্যানিলা, ফিলিপাইন।

✬প্রশ্ন: এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: ৬৭।

✬প্রশ্ন: ইসলামী উন্নয়ন ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২০ অক্টোবর ১৯৭৫।

✬প্রশ্ন: ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা কত?
উত্তর: ৫৬টি।

✬প্রশ্ন: ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়?
উত্তর: জেদ্দা, সৌদি আরব।

✬প্রশ্ন: বিশ্ব ব্যাংক থেকে কোন দেশ সবচেয়ে বেশি ঋণ নিয়েছে?
উত্তর: ভারত।

প্রশ্ন: স্টেট ডুমা কোন দেশের আইন সভা?
উত্তর: রাশিয়া।
✬প্রশ্ন: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি. শহরে অবস্থিত।

✬প্রশ্ন: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর সদস্য সংখ্যা কতটি?
উত্তর: এপ্রিল ১২, ২০১৬ইং পর্যন্ত ১৮৯টি রাষ্ট্র।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় কোন দেশে?
উত্তর: চীন।

আরও পড়ুন: গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, বিসিএস সাধারণ জ্ঞান pdf, বিসিএস সাধারণ জ্ঞান বই, বিসিএস সাধারণ জ্ঞান প্রস্তুতি, সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, সাধারণ জ্ঞান এমসিকিউ, বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২১ বাংলাদেশ, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, বিসিএস সাধারণ জ্ঞান বই, সাধারণ জ্ঞান কুইজ, বিসিএস সাধারণ জ্ঞান সিলেবাস, সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২ বাংলাদেশ, সাধারণ জ্ঞান বাংলা, সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২১ বাংলাদেশ, বিসিএস প্রিলিমিনারি সিলেবাস PDF download, ৪৫ তম বিসিএস সিলেবাস, বিসিএস সিলেবাস বই, ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি সিলেবাস, বিসিএস প্রিলিমিনারি সিলেবাস ২০২২, বিসিএস গণিত সিলেবাস, বিসিএস সিলেবাস ২০২১ পিডিএফ, ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি সিলেবাস pdf download,

About admin

Check Also

বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব – ৩

আমরা অনেকে জানিনা কে বাংলাদেশের প্রথম কিন্তু বিষয়টি জেনে রাখা খুব দরকার। এই বিষয়ে নিচে …