তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের

টান টান উত্তেজনা, ভারত-পাকিস্তান ম্যাচ। দলের সেরা দুই ব্যাটার রোহিত শর্মা আর বিরাট কোহলি সাজঘরে ফিরে গেলেও শেষ রক্ষা হলো না পাকিস্তানের। ৩ রানের মধ্যে দুই সেট ব্যাটারকে ফিরিয়ে লড়াইয়ে ফিরেছিলো পাকিস্তান। তবে হার্ডিক পান্ডিয়ার তান্ডবে জয়ের মুখ দেখা হলো না পাকিস্তানের।

আসরের দ্বিতীয় টি টোয়েন্টিতে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। অভিষিক্ত নাসিম শাহর করা দ্বিতীয় বলে বোল্ড হন লোকেশ রাহুল। কাট করতে গিয়ে বল উইকেটে টেনে আনেন রাহুল (১ বলে ০)।

তবে হার্ডিক পান্ডিয়ার ঝড়ে শেষমেষ জয়ের মুখ দেখতে পায় ভারত। হার্ডিক পান্ডিয়া ১৭ বলে ৩৩ করে ছিলেন অপরাজিত। এ দিকে ২৯ বলে ৩৫ করে তার পাাশে ছিলেন জাদেজা। শেষ ওভারে স্পিন দিয়ে আশা জাগলেও জয়ের মুখ দেখলো না পাকিস্তান। ইন্ডিয়া শেষমেষ ৫ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

About admin

Check Also

সাকিবের মা ও দুই সন্তান হাসপাতালে ভর্তি

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের মা, শ্বাশুরি, ছোট ছেলে, মেজো মেয়ে অসুস্থ হয়ে …