সাধারণ জ্ঞান জানা অজানা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বিশ্বের জানা অজানা অবাক করা অনেক তথ্য আছে যেগুলো সম্পর্কে হয়তো আমরা অনেকেই অনেক কিছু জানি আবার অনেকের অনেক তথ্য অজানা রয়ে গেছে। নিচে বিশ্বের জানা অজানা কিছু তথ্য দেওয়া হল। জানা অজানা তথ্য গুলো ভালোকরে পড়ুন অনেক অবাক করা তথ্য জানতে পারবেন।

জানা অজানা সাধারণ জ্ঞান কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানুন

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশে ?
উত্তর: ভারত।

✬প্রশ্ন: স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি ?
উত্তর: চীন।

✬প্রশ্ন: রাশিয়ার বিমান সংস্থার নাম কী ?
উত্তর: এরোফ্লোঁ।

✬প্রশ্ন: হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত ?
উত্তর: সিন্ধু সভ্যতা।

✬কোন দেশে ট্রেনে চাকরি করে পুলিশের পরিবর্তে রোবট ?
উত্তর: জাপান

✬প্রশ্ন: কনফুসিয়াস কে ?
উত্তর: দার্শনিক।

✬প্রশ্ন: নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: হাডসন।

✬প্রশ্ন: কোন পাখী আকাশে ডিম পাড়ে, সে ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায় ?
উত্তর: হোমা পাখী।

✬প্রশ্ন: তাহরির স্কয়ার কোথায় অবস্থিত ?
উত্তর: মিশর।

✬প্রশ্ন: দক্ষিণ এশিয়ার কোন দেশে মাথাপিছু আয় সবচেয়ে বেশী ?
উত্তর: মালদ্বীপ।

✬প্রশ্ন: শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন ?
উত্তর: ফারসি।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে ?
উত্তর: ম্যান্ডারিন।

✬প্রশ্ন: ফরাসী বিপ্লব সংঘটিত হয় ?
উত্তর: ১৭৮৯ সালে।

✬প্রশ্ন: গ্রীনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত ?
উত্তর: যুক্তরাজ্য।

✬প্রশ্ন: বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কে ?
উত্তর: এস এস হুইলার।

✬প্রশ্ন: হাজার হ্রদের দেশ কোনটি ?
উত্তর: ফিনল্যান্ড।

✬প্রশ্ন: বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে ?
উত্তর: ভিটামিন বি।

✬প্রশ্ন: রিকেটস হয় কোন ভিটামিনের অভাবে ?
উত্তর: ভিটামিন ডি।

✬প্রশ্ন: ‘আইফেল টাওয়ার’ কোথায় অবস্থিত ?
উত্তর: প্যারিস।

✬প্রশ্ন: আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে ?
উত্তর: জিব্রালটার প্রণালী।

✬প্রশ্ন: এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি ?
উত্তর: নেপাল।

✬প্রশ্ন: বিশ্বের গভীরতম খাল কোনটি ?
উত্তর: পানামা খাল।

✬প্রশ্ন: আল শাবাব কোন দেশের সংগঠন ?
উত্তর: সোমালিয়া।

✬প্রশ্ন: ইন্টারপোলের সদরদপ্তর কোথায় ?
উত্তর: লিও।

✬প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন ?
উত্তর: ২০ জানুয়ারি ২০১৭ইং

✬প্রশ্ন: সংকর ধাতু পিতলের উপাদান কী কী ?
✬উত্তর: তামা ও দস্তা।

✬প্রশ্ন: AU কোন মহাদেশের সংগঠন ?
উত্তর: আফ্রিকা।

✬প্রশ্ন: NATO এর সদর দপ্তর কোথায় ?
উত্তর: বেলজিয়াম।

✬প্রশ্ন: প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি ?
উত্তর: Agaricus

✬প্রশ্ন: সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ ?
উত্তর: ইন্দোনেশিয়া।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের নাম কী ?
উত্তর: অ্যাক্টভরা।

✬প্রশ্ন: সুবর্ণভুমি কোন দেশের বিমানবন্দর ?
উত্তর: থাইল্যান্ড।

✬প্রশ্নঃ: বিশ্ব পরিসংখ্যান দিবস কবে ?
উত্তর: ২০ অক্টোবর।

✬প্রশ্ন: গুয়ানতানামো বে’ কোথায় অবস্থিত ?
উত্তর: কিউবা।

✬প্রশ্ন: দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত ?
উত্তর: পানামা খাল।

✬প্রশ্ন: নবায়ণযোগ্য জ্বালানী কোনটি ?
উত্তর: পরমাণু শক্তি।

✬প্রশ্ন: আয়তন ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
উত্তর: ভ্যাটিকান সিটি।

✬প্রশ্ন: জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় ?
উত্তর: মশা।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি ?
উত্তর: তিহানে-১।

✬প্রশ্ন: বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম কি ?
উত্তর: লাইব্রেরি অফ কংগ্রেস।

✬প্রশ্ন: বিশ্বের সর্ববৃহৎ প্রাণীর নাম কি ?
উত্তর: নীল তিমি।

✬প্রশ্ন: পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে ?
উত্তর: ২১ শে জুন।

✬প্রশ্ন: পৃথিবীর দক্ষিন গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে ?
উত্তর: ২২ শে ডিসেম্বর।

✬প্রশ্ন: সর্বত্র দিন রাত্রি সমান কবে ?
উত্তরঃ: ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।

✬প্রশ্ন: হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ ?
উত্তর: আমিষ।

✬প্রশ্ন: সৌরজগতের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই ?
উত্তর: বুধ ও শুক্র।

✬প্রশ্ন: ‘সুপার নোভা’ আসলে কী ?
উত্তর: মৃত তারকা।

✬প্রশ্ন: GMT পূর্নরূপ কি ?
উত্তর: Greenwich Mean Time

✬প্রশ্ন: নাসা কোন ধরনের প্রতিষ্ঠান ?
উত্তর: মহাকাশ গবেষণা।

✬প্রশ্ন: কোন দেশকে সূর্যদয়ের দেশ বলা হয় ?
উত্তর: জাপান কে।

✬প্রশ্ন: কোন দেশকে বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ বলা হয় ?
উত্তর: ইন্দোনেশিয়া।

✬প্রশ্ন: “ক্যাম্পনামা” কোন দেশের কারাগার ?
উত্তর: ইরাক।

✬প্রশ্ন: পানামার বিমান সংস্থার নাম কি ?
উত্তর: কোপা।

✬প্রশ্ন: পৃথিবীর ছাদ বলা হয় কাকে ?
উত্তর: পামির মালভূমিকে।

✬প্রশ্ন: বিশ্ব জীববৈচিত্র্য দিবস কত তারিখে ?
উত্তর: ২২ মে।

জানা অজানা বিশ্বের কিছু অবাক করা তথ্য।

✬ অক্টোপাসের দেহে তিনটি হৃদপিণ্ড আছে।
✬ প্রজাপতির চোখের সংখ্যা ১২ হাজার।
✬ এ মাত্র যিনি কলা খেলেন তার প্রতি মশার আকর্ষণ বেশী ।
✬ একজন মানুষের জীবনে ৪০ পাউন্ড চামড়া ঝরে যায়। অর্থাৎ সে হিসেবে প্রতি মাসে একবার দেহের চামড়া পরিবর্তিত হয়।
✬ এক কাপ কফিতে ১০০-এরও বেশি রাসায়নিক পদার্থ আছে।
✬ মানুষের দেহ গঠন করা পরমানুতে থাকা খালি জায়গা যদি অপসারণ করা হয়, তাহলে পৃথিবীর সব মানুষকে একটি আপেলের মধ্যে রাখা যাবে।
✬ এক পাউন্ড বিশুদ্ধ তুলা থেকে ৩৩ হাজার মাইল লম্বা সুতা তৈরি সম্ভব ।
✬ গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না ।
✬ আলেকজান্ডার গ্রাহাম বেল কখনো তার মা কিংবা স্ত্রীকে ফোন করেন নাই কারণ তারা দুই জনেই বধির ছিলেন।
✬ একটি জাম্বো জেটে যে পরিমাণ জ্বালানী থাকে, তা দিয়ে একটি সাধারণ গাড়ি চারবার পৃথিবী ঘুরে আসতে পারবে।
✬ সারা বিশ্বে কোকাকোলা পানীয়ের প্রস্তুত ফর্মুলা মাত্র দুইজনে জানে যাদের একই বিমানে যাতায়াত নিষিদ্ধ।
✬ মানুষের নিপল থাকে কেন? কারণ Y ক্রোমোজোম প্রবেশ করার আগ পর্যন্ত সবাই নারী থাকে ( X ক্রোমোজোম)।
✬ চাঁদের বুকে ওয়াইফাই ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম হয়েছে নাসা। এর গতি আমাদের বাসার ইন্টারনেট গতি থেকেও বেশি, ১৯ এমবি/সেকেন্ড।
✬ ফড়িংয়ের কান মলে দিতে চাইলে কিন্তু একটু সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কান হাঁটুতে।
✬ চোখ খোলা রেখে ব্যাঙ কোন কিছু গিলতে পারে না।

✬ জলের হাতি বা জলহস্তি জলের নিচে ৩০ মিনিট দম বন্ধ করে থাকতে পারে।
✬ মাছেরও কাশি হয়।
✬ডিমের খোসার সাথে যেনো কুসুম না লেগে যায় তাই মুরগী দিনে ৫০ বার তার ডিমকে উল্টে দেয়।
✬ গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২লাখ বার পলক ফেলে।
✬ ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।
✬ অংকে ১ মিলয়ন (১০০০০০০) লিখতে যেমন সাতটি সংখ্যা লাগে তেমনে ইংরেজিতে Million লিখতে সাতটি অক্ষর লাগে।
✬ মানুষের মস্তিষ্ক যদি কম্পিউটার হত, তাহলে এটি প্রতি সেকেন্ডে ৩৮ হাজার ট্রিলিয়ন কমান্ডের সমাধান দিতে পারতো। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালি সুপারকম্পিউটার ব্লুজিন এর মাত্র ০.০০২ শতাংশ কাজ করতে পারে।
✬ তোমার মতোই শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে।
✬ মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষ হলো মস্তিস্কের কোষ (নিউরন)।
✬ শামুক পা দিয়ে নি:শ্বাস নেয়। শামুকের নাক চারটি ।
✬ পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের চেয়ে বেশী।
✬ সামুদ্রিক প্রাণী হাঙ্গরের কোনো ধরনের রোগ ব্যাধি হয়না।
✬ পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।
✬ পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে।

✬ পৃথিবীতে যত লিপস্টিক আছে, তার বেশির ভাগই তৈরি হয় মাছের আঁশ দিয়ে।
✬ আপেল খেতে যতই স্বাদ লাগুক, আপেলের ৮৪ ভাগই জল।
✬ এক ঘণ্টা চুইংগাম চাবালে শরীরে ৩০ ক্যালরি তাপ ক্ষয়।
✬ আপনি কারো দিকে তাকিয়ে নিঃশব্দে Colorfull শব্দটি উচ্চারণ করেন তবে যে দেখবে তার কাছে মনে হবে আপনি তাকে i love you বলছেন।
✬ মশা দূর করার ওষুধ আসলে মশা দূর করে না। এটি মশার সেন্সর অকার্যকর করে দেয়। ফলে আপনার অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয় মশা।
✬ পোল্যান্ডে কোনো দম্পতি যদি বিবাহিত জীবন একসাথে ৫০ বছর অতিক্রম করতে পারে তবে সে দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেওয়া হয়।
✬ চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার দিতে পারে।
✬ পিউমিস (Pumice) পৃথিবীর এক মাত্র পাথর যা পানির উপরে ভাসে।
✬ মানবদেহের মোট হাড়ের ১/৪ অংশ পায়ে অবস্থিত।
✬ মৌমাছির চোখ পাঁচটি।
✬ মহাশূন্যে এমন এক পানির আধার ভাসমান অবস্থায় আছে যা সূর্যের তুলনায় ১ লাখ গুন বড় এবং সেখানে আছে পৃথিবীর সব মহাসাগরে থাকা পানির তুলনায় ১৪০ ট্রিলিয়ন গুন বেশি পানি।
✬ ইউরেনাস এবং নেপচুনে ডায়মন্ড বৃষ্টি হয়।
✬ মশার দাঁত ৪৭ টি।
✬ রাশিয়ার আকাশ প্লুটোর থেকেও বড়।
✬ যখন চাঁদ সরাসরি মাথার উপর, তখন আপনার ওজন সবচেয়ে কম।
✬ শরীরের পেছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ।

✬ হাতি একমাত্র স্তন্যপায়ী, যারা লাফ দিতে পারে না।
✬ বয়স বাড়ার সাথে সাথে চোখের রঙ হালকা হয়ে যায়।
✬ গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগে মানুষ খালি চোখে আকাশে মাত্র পাঁচটি গ্রহ দেখতে পেতো।
✬ তাসের চারটি রাজা ইতিহাসের চারজন বিখ্যাত রাজাকে নির্দেশ করে রাজা সার্লিম্যান, জুলিয়াস সিজার, আলেকজান্ডার, এবং রাজা দাউস।
✬ এশিয়ার একমাত্র খিষ্টান দেশ ফিলিপাইন।
✬ মানুষের আঙ্গুলের ছাপ যেমন অনন্য, তেমনি কুকুরের নাকও। নাক দিয়ে কুকুর শনাক্ত করা সম্ভব।
✬ হাতের নখ, পায়ের নখের চেয়ে চারগুন দ্রুত বাড়ে।
✬ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো পিঁপড়া যে কিনা নিজের ওজনের চেয়েও ৯গুন বেশি ওজেনের বস্তু বহন করতে পারে।
✬ আলকেমিরা পরশ পাথর দিয়ে স্বর্ন তৈরির ব্যার্থ প্রয়াস চালায়। মজার ব্যাপার হলো বিজ্ঞানী আইজ্যাক নিউটনও এর পিছনে অনেক সময় ব্যয় করে।

✬ প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ৬জন সতেরোতে পা দেয়।
✬ একজন ব্যক্তি গড়ে প্রতিদিন এক গ্যালনের এক চতুর্থাংশ শ্লেষ্মা গিলে ফেলে।
✬ আপনি চোখ খুলে কখনোই হাঁচি দিতে পারবেন না। বিশ্বাস না হলে এক্ষুণি চেষ্টা করে দেখতে পারেন।
✬ একজন পুরুষের কণ্ঠস্বর অন্য পুরুষের মস্তিষ্কের সেই অংশ দিয়েই প্রসেস করা হয় যেখানে মূলত বিভিন্ন শব্দ যেমন, গাড়ির হর্ন, যন্ত্রের শব্দ প্রসেস করা হয়। কিন্তু নারীর কণ্ঠস্বর প্রসেস করা হয় মস্তিষ্কের অন্য অংশ দিয়ে যা সাধারণত গান বা সুরেলা শব্দ নিয়ে কাজ করে।
✬ প্রশান্ত মহাসাগরে এমন একটি আবর্জনার স্তুপ ঘূর্ণায়মান আছে যার আকার টেক্সাসের সমান।
✬ প্রতি ৭ বছরে মানুষের শরীরের বিভিন্ন অংশ একবার করে প্রতিস্থাপিত হয়। অর্থাৎ ৭ বছর আগে আপনি যা ছিলেন, ৭ বছর পর আপনি আর সেরকম নেই।
✬ Google এর সার্চ বক্সে Google উল্টো করে লিখলে (Elgoog) এমন এক সাইটে ওপেন হবে যা মূল সাইটের সম্পূর্ণ উল্টো।
✬ ছেলেরা মেয়েদের চেয়ে ছোট ছোট শব্দ দ্রুত পড়তে পারে আর ছেলেদের চেয়ে মেয়েদের শ্রবণশক্তি বেশি।

✬ প্রাকৃতিক গ্যাসের কোন ধরনের গন্ধ থাকে না। গ্যাস থেকে আমরা যে গন্ধটা পাই তা মূলত আমরাই যোগ করি যদি কোন কারনে লিক হয়ে যায় তাহলে যেন ধরতে পারি।
✬ আপনি কখনো আপনার কনুই কামড় দিতে পারবেন না । চেষ্টা করে দেখুন।
✬ আপনি যে পানি পান করছেন, তার একটি অংশ এর আগে কেউ পান করেছিল। হয়তোবা কয়েকবারও।
✬ পিক্সেল হিসাবে মানুষের চোখের পিক্সেল ৫৭৬ পিক্সেল।
✬ ভূমিকম্প যদিও অনেক ভয়াবহ, কিন্তু বেশীরভাগ ভূমিকম্প এতটাই ছোট হয় যে মানুষ কখনও অনুভব করতে পারেনা।
✬ আমরা তো গাছ থেকে সহজেই খাবার পাই। কিন্তু আমরা জানি কি এক পাউন্ড খাবার তৈরি করতে গাছের প্রায় ১০০ পাউন্ড বৃষ্টির জল খরচ করতে হয়।

অজানা ফ্যাক্ট সাধারণ জ্ঞান – এই তথ্যগুলো জেনে রাখুন

১।প্রশ্ন: লেবুর রসে কোন এসিড থাকে ?
উত্তর: সাইট্রিক এসিড

২। প্রশ্ন: পাকা কলায় কি থাকে ?
উত্তর: এমাইল এসিটেট

৩।প্রশ্ন: পাকা আনারসে কি থাকে ?
উত্তর: ইথাইল এসিটেট

৪।প্রশ্ন: পাকা কমলায় কি থাকে ?
উত্তর: অকটাইল এসিটেট

৫।প্রশ্ন: টমেটোতে কোন এসিড থাকে ?
উত্তর: ম্যালিক এসিড

৬।প্রশ্ন: আঙ্গুরে কোন এসিড থাকে ?
উত্তর: টারটারিক এসিড

৭।প্রশ্ন: কমলালেবুতে কোন এসিড থাকে ?
উত্তর: এসকরবিক এসিড

৮।প্রশ্ন: তেঁতুলে কোন এসিড থাকে ?
উত্তর: টারটারিক এসিড

৯।প্রশ্ন: আমলকিতে কোন এসিড থাকে ?
উত্তর: অক্সালিক এসিড

১০।প্রশ্ন: আপেলে কোন এসিড থাকে ?
উত্তর: ম্যালিক এসিড

১১।প্রশ্ন: দুধে কোন এসিড থাকে ?
উত্তর: ল্যাকটিক এসিড

১২।প্রশ্ন: কচু খেলে গলা চুলকায় কেন ?
উত্তর: কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে।

১৩।প্রশ্ন: পৃথিবীর আকার গোল এই ধারণা কার ?
উত্তর: পিথাগোরাসের

১৪।প্রশ্ন: ডিডিটির পূর্ণরূপ কি ?
উত্তর: ডাই- ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরো- ইথেন

১৫।প্রশ্ন: টিএনটির পূর্ণরুপ কি ?
উত্তর: ট্রাই নাইট্রো টলুইন

১৬।প্রশ্ন: পেট্রোলের অপর নাম কি ?
উত্তর: গ্যাসোলিন

১৭।প্রশ্ন: সাবানের রাসায়নিক নাম কি ?
উত্তর: সোডিয়াম স্টিয়ারেট

১৮।প্রশ্ন: টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ?
উত্তর: সোডিয়াম মনোগ্লুটামেট

১৯।প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ?
উত্তর: ভিটামিন ডি

২০।প্রশ্ন: সিরকায় কোন এসিড থাকে ?
উত্তর: এসিটিক এসিড

২১।প্রশ্ন: পৃথিবীর ব্যসার্ধ কত ?
উত্তর: 6434 কিমি

২২।প্রশ্ন: ব্যাঙে কয়টি ক্রোমোজোম থাকে ?
উত্তর: ২২টি

২৩।প্রশ্ন: মুরগীতে কয়টি ক্রোমোজোম থাকে ?
উত্তর: ৭৮টি

২৪।প্রশ্ন: ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে ?
উত্তর: ৫৪টি

২৫।প্রশ্ন: DNA তে কি থাকে না ?
উত্তর: ইউরাসিল থাকে না

২৬।প্রশ্ন: RNA এর প্রধান কাজ কি ?
উত্তর: প্রোটিন তৈরী

২৭।প্রশ্ন: RNA তে কি থাকে না ?
উত্তর: থায়ামিন থাকে না

২৮।প্রশ্ন: মানবদেহে জিনের সংখ্যা কত ?
উত্তর: ৪০০০০

২৯।প্রশ্ন: ভাইরাসজনিত রোগগুলো কি কি ?
উত্তর: হাম, বসন্ত, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, জলাতঙ্ক, হার্পিস, মাম্পস, এইডস, হেপাটাইটিস ইত্যাদি ।

৩০।প্রশ্ন: ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কি কি ?
উত্তর: কলেরা, টাইফয়েড, কুষ্ঠ, যক্ষ্মা, ডিপথেরিয়া, নিউমোনিয়া ইত্যাদি ।

৩১।প্রশ্ন: মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে ?
উত্তর: জেরোফাইট

৩২।প্রশ্ন: কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি ?
উত্তর: শনি

৩৩।প্রশ্ন: কোন কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় ?
উত্তর: ২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর

৩৪।প্রশ্ন: ডিপথেরিয়া কোথায় হয় ?
উত্তর: গলায়

৩৫।প্রশ্ন: পাইরিয়া কোথায় হয় ?
উত্তর: দাঁতের মাড়ি

৩৬।প্রশ্ন: দুধের প্রোটিনের নাম কি ?
উত্তর: কেসিন

৩৭।প্রশ্ন: ডাবে কোন খনিজ পদার্থ বেশী থাকে ?
উত্তর: পটাসিয়াম

৩৮।প্রশ্ন: পৃথিবীর একদিন সময়ে কোন গ্রহের আকাশে দুইবার সূর্য উঠে এবং দুইবার অস্ত যায় ?
উত্তর: বৃহস্পতি

৩৯।প্রশ্ন: বিশ্ব স্বাস্থ সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ?
উত্তর: 0.01 mg/L

৪০।প্রশ্ন: পৃথিবীর স্বাদু পানির কত শতাংশ লবণাক্ত ?
উত্তর: ৯৭%

ভিডিওতে আরও দেখুন সাধারণ জ্ঞান জানা অজানা

১ । কোন দেশে ট্রেনে চাকরি করছে পুলিশের পরির্বতে রোবট…
উত্তর : জাপান

২ । যমুনা সেতুতে স্প্যানের সংখ্যা কয়টি ?
উত্তর : ৪৯ টি

৩ ।বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ধনী কে?
উত্তর : বিল গেটস

৪ । সুবর্ণভুমি কোন দেশের বিমানবন্দর?
উত্তর : থাইল্যান্ড

৫ । নিচের কোনটি মোলিক শব্দ?
উত্তর : গোলাপ

৬ । বাংলাদেশের বৃহত্তম দীপের নাম কি?
উত্তর : ভোলা

৭ । বাংলাদেশের ১ম নারী ভিসি কে?
উত্তর : অধ্যাপক ফারজানা ইসলাম

৮ । কে বাতাস চালিত মোটর সাইকেল আবিষ্কার করেন?
উত্তর : নুরুজ্জামান

৯ । কোন পাখী আকাশে ডিম পাড়ে,সে ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায়?
উত্তর : হোমা পাখী

১০ । পানিতে কিচমিচ ডুবিয়ে রাখলে কিছুক্ষণের মধ্যে ফুলে উঠে , এটা হয় —-
উত্তর : অভিস্রবন প্রক্রিয়ায়

১১ । প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি ?
উত্তর : Agaricus

১২ । ‘আইফেল টাওয়ার’ কোথায় অবস্থিত?
উত্তর : প্যারিস

১৩ । হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ ?
উত্তর : আমিষ

১৪ । ভাটির দেশ বলা হয় কোনটিকে ?
উত্তর : বাংলাদেশ

১৫ । বাংলাদেশের নবীনতম সরকারি বিশ্ববিদ্যালয় —
উত্তর : বরিশাল বিশ্ববিদ্যালয়

১৬ । অভ্যন্তরীন কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত ?
উত্তর : ঢাকা

১৭ । বাংলাদেশে মহিলা পুলিশ চালু হয় যে সালে—
উত্তর : ১৯৭৪

১৮ । ‘হীরক রাজার দেশে’ ছবিটির পরিচালক কে?
উত্তর : সত্যজিত রায়

১৯ । কোন সমুদ্র সৈকত কে সাগর কন্যা বলা হয়..?
উত্তর : কুয়াকাটা

২০ । কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল ?
উত্তর : আনন্দময়ীর আগমনে

২১ । প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক দলের অধিনায়ক ছিলেন
উত্তর : শফিকুল হক হীরা

আরও পড়ুন: মজার সাধারণ জ্ঞান প্রশ্ন, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, বাংলাদেশের সাধারণ জ্ঞান প্রশ্ন, চাকরির সাধারণ জ্ঞান, বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, চাকরির সাধারণ জ্ঞান, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ, বিশ্ব সম্পর্কে সাধারণ জ্ঞান, সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, মজার সাধারণ জ্ঞান প্রশ্ন, বাংলাদেশের সাধারণ জ্ঞান প্রশ্ন, সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ আন্তর্জাতিক, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ pdf, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ বাংলাদেশ, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ আগস্ট, সাম্প্রতিক পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান ২০২২, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১-২০২২, সাম্প্রতিক সাধারণ জ্ঞান বই

About admin

Check Also

বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব – ৩

আমরা অনেকে জানিনা কে বাংলাদেশের প্রথম কিন্তু বিষয়টি জেনে রাখা খুব দরকার। এই বিষয়ে নিচে …