বিয়ের ছয় বছরের মাথায় সংসার ভাঙে অভিনেত্রী সোহানা সাবার। ২০০৯ সালে মাসুদ পারভেজকে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী। কিন্তু ২০১৫ সালেই বিচ্ছেদের পরে হাটে এই জুটি। এরপর এখন পর্যন্ত সিঙ্গেল রয়ে গেছেন সোহানা সাবা। বর্তমানে কাজের বাইরে সাবার সময় কাটছে একমাত্র ছেলে শুদ্ধ স্বরবর্ণকে নিয়েই।
গত সাত বছর ধরে ছেলেকে নিয়েই জীবন কাটাচ্ছেন সিঙ্গেল মাদার সাবা। সম্প্রতি ঘর-সংসার নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি। তার কথায়, ‘৩০ বছরের আগে বিয়ে না করাই ভালো।’সোহানা সাবা বলেন, ‘আমি পণ করিনি সারাজীবন একা থাকব। যখন সময় হবে তখনই সঙ্গী খুঁজে নেব।
আমি ক্লাস এইট-নাইন থেকে শোবিজে কাজ শুরু করি। এরপর শুধু কাজের মধ্যেই ছিলাম। বিয়ের পর আমার জীবনটা আরও ছোট হয়ে আসে। আমার বন্ধুরা পড়াশোনার পর জীবনটা উপভোগ করার অনেক সময় পেয়েছে। আমি তখন সংসার আর অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম। আমি মনে করি, ৩০ বছরের আগে বিয়ে না করাই ভালো।’
একটু আগে আগে বিয়ে করে ভুল করেছেন নাকি? এমন প্রশ্নে অভিনেত্রীর জবাব, ‘কার সঙ্গে কার জুটি, সেটা আল্লাহ ঠিক করে রেখেছেন। আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। আমি বলতে চাই, বিয়ে মানে একটা লাইফটাইম ডিসিশন। তাই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
উল্লেখ্য, সম্প্রতি অভিনেত্রী অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’ সিনেমার কাজ সমাপ্ত করেছেন সাবা। শেষ করেছেন আরেক গুণী অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’র কাজ। কিছুদিন আগে কলকাতার একটি সিনেমাতেও কাজ করেছেন তিনি।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online