২০২৩ সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন….

সরকার ২০২৩ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে। নতুন বছরে সাধারণ ও নির্বাহী আদেশে ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে ৮ দিন পড়েছে শুক্র এবং শনিবার। মঙ্গলবার (১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির এ তালিকা প্রকাশ করে। এর আগে, সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির তালিকা চূড়ান্ত অনুমোদন করা হয়।

এরপর সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২০২৩ সালে ২২ দিনের ছুটির মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ৮ দিনের ছুটি। আগামী বছর ছুটি কমেছে। যদিও ছুটি গত বছরের মতো ২২ দিন। কিন্তু ২২ দিন ছুটির মধ্যে ৮ দিন শুক্র ও শনিবার।

তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন… reg4-2022-237

About admin

Check Also

মেয়ের সঙ্গে ঈদ করা হলো না বাবার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আবু জাহের। দীর্ঘ চার বছর পর বিদেশ থেকে দেশের মাটিতে ফিরেছেন। দেশে …