11ম-দ্বাদশ শ্রেণীর সকল বিভাগের বইয়ের নাম

কলেজ পর্যায়ে 11 ও 12 শ্রেণীতে শিক্ষার্থীরা কোন বই পড়বে তা এখনও অনেকেই জানেন না, তাদের সুবিধার্থে আজ আমরা সকল শ্রেণীর বইয়ের নাম তুলে ধরছি।

মূলত, স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা যে বইগুলি অধ্যয়ন করে তা হল 11 তম থেকে 12 তম অধ্যয়নের উন্নত রূপ।

ক্লাসের বই প্রস্তুত করা হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত এই বইগুলো শিক্ষার্থীদের জন্য

এছাড়াও পড়ুন: ক্লাস XI-XII মানবিক বিষয় পছন্দ

পড়াশুনা করতে হবে এবং দুই বছর শেষে এসব বই নিয়ে তাদের পরীক্ষার আয়োজন করা হবে।

এখানে সবচেয়ে বড় পরিবর্তন হল একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সকল বিভাগের বইতে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে,

যা এসএসসিতে হয়নি। তাই শিক্ষার্থীদের পড়াশোনার চাপ তুলনামূলক বেশি।

প্রয়োজনীয় বিষয়:

সকল বিভাগের শিক্ষার্থীদের এই বইগুলো অপরিহার্য বিষয় হিসেবে পড়তে হবে। এক্ষেত্রে বিজ্ঞান, ব্যবসা ও মানবিক

বিভাগের শিক্ষার্থীদের হাতে বই থাকবে এবং এসব বিষয়ের ক্লাস একসঙ্গে করা হবে। যেখানে কোন শ্রেণী থাকবে না। বিষয়গুলো হলঃ

  • বাংলা প্রথম পত্র
  • বাংলা দ্বিতীয় পত্র
  • ইংরেজি প্রথম পত্র
  • ইংরেজি পত্র II
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বিজনেস ক্যাটাগরি গ্রুপ অনুযায়ী বিষয়ের নাম:

ব্যবসায় বিভাগের সকল শিক্ষার্থীকে অবশ্যই এই বইগুলি অধ্যয়ন করতে হবে, এখানে বইগুলি হাইলাইট করা হয়েছে:

প্রতিটি বইয়ের একটি প্রথম অক্ষর এবং একটি দ্বিতীয় অক্ষর রয়েছে

  • হিসাববিজ্ঞান
  • ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবস্থাপনা
  • ফাইন্যান্স ব্যাংকিং এবং বীমা
  • উত্পাদন ব্যবস্থাপনা এবং বিপণন

বিজ্ঞান বিভাগের বইয়ের নাম:

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিচের বই পড়তে হবে। এসএসসি লেভেলে তারা একই বই পড়ে।

প্রতিটি বইয়ের একটি প্রথম অক্ষর এবং একটি দ্বিতীয় অক্ষর রয়েছে।

  • পদার্থবিদ্যা
  • রসায়ন
  • জীববিজ্ঞান
  • উচ্চতর গণিত

মানবিক বিভাগের বইয়ের নাম:

মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য অনেক বই রয়েছে যেগুলো থেকে যেকোনো তিনটি বই হবে গ্রুপভিত্তিক বই। এই ক্ষেত্রে প্রতিটি বইয়ের একটি প্রথম পত্র এবং একটি দ্বিতীয় পত্র আছে।

অর্থনীতি

  • ইতিহাস
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  • যুক্তি
  • সামাজিক কাজ
  • সমাজবিজ্ঞান
  • ভূগোল
  • পৌরনীতি ও সুশাসন
  • মনোবিজ্ঞান
  • ইসলামী শিক্ষা
  • গার্হস্থ্য বিজ্ঞান

চতুর্থ বিষয় অর্থাৎ ঐচ্ছিক বিষয়:

কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা ভর্তির সময় চতুর্থ বিষয় হিসেবে যেকোনো একটি বিষয় বেছে নিতে পারবে।

মানবিক ও বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের সকল বিষয়ের শিক্ষার্থীদের নাম এখানে দেওয়া হল:

  • উচ্চতর গণিত
  • জীববিজ্ঞান
  • অর্থনীতি
  • ইতিহাস
  • পৌর নীতি
  • ভূগোল
  • ইসলামী শিক্ষা
  • মনোবিজ্ঞান
  • গার্হস্থ্য বিজ্ঞান
  • কৃষি শিক্ষা
  • পরিসংখ্যান
  • ফাইন্যান্স ব্যাংকিং এবং বীমা
  • উত্পাদন ব্যবস্থাপনা এবং বিপণন

About admin

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২3 থেকে ২০২4

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২3 থেকে ২০২4 nu.ac.bd এ প্রকাশিত হয়েছে। অনার্স ১ম বর্ষের আবেদন …