বাবা হিসেবে ৯ মাস কোনো দায়িত্বই পালন করেননি শাকিব, তবুও পাশে আছি: বুবলী

আমি স্ত্রী হিসেবে, শেহজাদের মা হিসেবে এবং একজন সহক’র্মী হিসেবে আমি সবসময় শাকিব খানের পা’শে আছি। দিন শেষে আমি চাই সে ভালো কাজের স’ঙ্গে থাকুক, ভালো ভালো চি’ন্তা করুক। এক প্রশ্নের জবাবে এমনটাই বললেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী।

আজ শুক্রবার এক সা’ক্ষৎকারে বেশকিছু প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। এদিকে শাকিব খানের সঙ্গে অনেক নায়িকাসহ বিভিন্ন ইস্যুতে বিত’র্ক শোনা যায়, এসব কথার ওপর আস্থা রাখেন না বুবলী। এসব ক্ষে’ত্রে শাকিব খানকেই বিশ্বাস করেন তিনি।

বুবলী বলেন, এসব বিত’র্ক আমার কানেও আসে। এসব বিষয়ে জিজ্ঞাসা করলে যখন বলেছে সত্য নয়, তখন তাই বিশ্বাস করেছি। কারণ তাঁ’র কথা আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি তাঁকে বিশ্বা’স করি।

প্রায় ৯ মাস ধরে বুবলীর স’ঙ্গে যোগাযোগ নেই শাকিব খান এমন দা’বি করেছেন। এ প্রস’ঙ্গে বুবলী বলেন, এসব নিয়ে আমি আসলে কখনই কথা বলতে চাইনি, কিন্তু তিনি নিজেই এসব প্রস’ঙ্গ আনছেন। আমারও একই প্রশ্ন, তার মানে বাবা হিসেবে ওই নয় মাস কোনো দায়ি’ত্বই পালন করেননি তিনি।

তাহলে যে বললেন বা’চ্চার কথা তিনি সবার আগে ভা’বেন! দেখুন, এসব নিয়ে কথা হোক আমি চাইনি। এ সময় বুবলী বলেন, জল ঘোলা করে, পা’ল্টাপা’ল্টি কথা বললেই কথা বাড়ে। তাই আমি বলেছিলাম আমরা ভালো আছি। ক’রো’নার সময় আমেরিকার মতো জায়গায় যেখানে সবচেয়ে বেশি ক’রো’না’র প্রভাব ছিল, ওই জায়গায় দীর্ঘ এক বছর ছিলাম।

সেখানে প্রে’গনে’ন্ট অবস্থা থেকে শুরু করে এবং ডে’লিভা’রি হওয়া- এরপর দুধের শিশুকে নিয়ে যু’দ্ধ করে টি’কে বেঁ’চে ফিরতে পেরেছি। তাই বাকি দিনগুলোও ইনশা আল্লাহ বাচ্চাকে ভালো রাখার সব চেষ্টা আমি করে যাব।

এই অভিনেত্রী আরও বলেন, মানুষের জীবনটা খুব ব্য’তিক্রম। কখন কি হয় কেউ জানে না। সময় সবকিছু প’রিষ্কার করে দেয়, কে ভু’ল কে সঠিক তাও সময় বলে দেয়। যে সময়টা কাউকে সবচেয়ে সঠিক মনে হয়, ঠিক অন্য আরেকটা সময় গিয়ে তাকে সবচেয়ে ভু’ল মনে হয়। এর জন্য সময় এবং পরিস্থিতি কিছুটা দা’য়ী।

তাই কে কখন কী ভাবছে এটা সম্পূ’র্র্ণ যার যার ব্যক্তিগত মতামত। সম্প্রতি শাকিব খান বিভিন্ন গণমাধ্যমে যে ব’ক্তব্য দিয়েছেন তা থেকে স্প’ষ্ট হয় যে শাকিব খান অপু বিশ্বাস কিংবা বুবলী কাউকেই স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাননা।

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …