আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে কাতার ফুটবল বিশ্বকাপ। আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে ২২তম ফুটবল বিশ্বকাপ। ইতিমধ্যে এই বিশ্বকাপের উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশেও। দেশের ফুটবলপ্রেমীদের বড় একটা অংশ অবশ্য আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা দেখাতে সমর্থকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। উন্মাদনার এমন নিদর্শন পাওয়া গেল নওগাঁর পোরশা উপজেলার প্রত্যন্ত এক গ্রামে।
এই গ্রামে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। গ্রামের সকল মানুষের বিশ্বকাপ নিয়ে উত্তেজনার শেষ নেই। গ্রামের সকল মানুষেই নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ প্রিয় দলকে সমর্থন করছেন। কেউ কেউ নিয়েছেন বেশকিছু ব্যাতিক্রমি উদ্যোগ। কিছুদিন আগেই আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রতি শুভকামনা জানিয়ে প্রায় ১২০ ফুট লম্বা পতাকা টাঙিয়েছিলেন পোরশা উপজেলার মোল্লাপাড়া গ্রামের সমর্থকেরা। পাল্টা জবাব দিতে ব্রাজিল সমর্থকেরা শুক্রবার প্রায় ২৭০ ফুট লম্বা পতাকা টাঙান। দুই দলের সমর্থকদের টাঙানো পতাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে যায়।বিশ্বকাপ নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা এখন এলাকাবাসীর প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। খেলার মধ্যে যাঁরা শুধুই আনন্দ খোঁজেন, তাঁরা এ ঘটনায় বেশ আনন্দ পেয়েছেন।
এই বিষয়ে ব্রাজিলের সমর্থক ও মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা নুরুজ্জামান বলেন, ব্রাজিলের কোনো তুলনা হয় না। তারা পাঁচবার বিশ্বকাপ জিতেছে। এবারের শিরোপাও ব্রাজিলের ঘরে যাবে। নেইমারদের ফুটবল–নৈপুণ্য অসাধারণ ও দুর্দান্ত। আর্জেন্টিনার সমর্থক রাকিব হাসান বললেন, ‘আমরা গত মঙ্গলবার আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে গ্রামে শোভাযাত্রা করি। পরে সেই পতাকা গ্রামের রাস্তার ধারে টাঙিয়ে দিই। আমাদের দেখাদেখি ব্রাজিলের সমর্থকেরাও পতাকা টাঙিয়েছেন।’ তিনি আরও বলেন, ফুটবলের ঈশ্বর ম্যারাডোনার দল আর্জেন্টিনা। এই দলে বর্তমানে খেলছে ফুটবল জাদুকর মেসি। এবারই মেসির শেষ বিশ্বকাপ। মেসির নেতৃত্বে কোপা জিতেছে, কাতার বিশ্বকাপও জিতবে আর্জেন্টিনা।
সেমিফাইনালে ইংল্যান্ডকে পেলো ভারত
জিম্বাবুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠলো শিরোপা প্রত্যাশী ভারত। সেমিতে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গ্রুপ ‘এ’ এর রানারআপ ইংল্যান্ডকে। আগামী ৯ নভেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে তারা। প্রথমটি অনুষ্ঠিত হবে সিডনিতে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। একই সময়ে দুটি ম্যাচ মাঠে গড়াবে।
আজ রবিবার (৬ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ভারত। দলের হয়ে ২৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। এছাড়া ৩৫ বলে ৫১ রান করেন ওপেনার লোকেশ রাহুল। জিম্বাবুয়ের বোলার শন উইলিয়ামস নেন ২টি উইকেট।
জবাবে রান তাড়া করতে নেমে ৩৬ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। সেখান থেকে দলকে টেনে তোলাড় চেষ্টা করেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। ষষ্ঠ উইকেটে তারা দুজনে ৩৫ বলে ৬০ রানের জুটি গড়েন। রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে ফেরার আগে ২২ বলে ৩৫ রান করেন রায়ান। এরপর লেজের ব্যাটসম্যানরা সিকান্দার রাজাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ইনিংসের শুরুর মতো শেষ দিকেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে।
১৭তম ওভারে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে ফেরেন সিকান্দার রাজা। তার আগে ২৪ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে করেন ৩৪ রান। রাজার বিদায়ের পর মাত্র ৪ বল খেলতে পারে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ১১৫ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online