ব্রাজিলকে ভয় পাই না, সার্বিয়া কোচের হুমকি

কাতার বিশ্বকাপে নিজেদের ‘হেক্সা’ মিশনে আজ প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। যেখানে ইউরোপের দল সার্ভিয়ার মুখোমুখি হতে হবে তাদের। শক্তিমত্তার বিচারে ব্রাজিল এগিয়ে থাকলেও ‘শক্তিশালী’ খেলার ধরণে বেশ কঠিন প্রতিপক্ষ সার্বিয়া। কারণ দলটির অধিকাংশ ফুটবলারই ৬ ফুটেরও বেশি এবং বেশ আক্রমনাত্বক তাদের খেলার ধরণ।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে তিতের দলের জন্য এক ধরনের প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রেখেছেন সার্বিয়া কোচ দ্রাগান স্তয়কোভিচ। তিনি বলছেন, তারা ভয় পান না কাউকেই। সংবাদ সম্মেলনে সার্বিয়া কোচ বলেন, ‘ব্রাজিল দারুণ দল, পৃথিবীর অন্যতম সেরা। আমার মতে তাদের একটা সোনালি প্রজন্ম আছে এখন আর খুব কঠিন একটা ম্যাচের প্রত্যাশা করছি। খেলাটা শুরু হবে ০-০তে; আমাদের জয়ের সুযোগ আছে। আমরা কাউকে ভয় পাই না, এমনকি ব্রাজিলকেও না। ’

ব্রাজিলকে অবশ্য বিশ্বকাপের দাবিদারদের একজন মানছেন তিনি, ‘ব্রাজিল ব্যক্তিগত ও দলগতভাবে দারুণ দল। তারা নিশ্চিতভাবেই বিশ্বকাপের অন্যতম দাবিদার। কিন্তু আমরা নিজেদের দিকেই তাকাতে চাই। আমরা ব্রাজিলের কোয়ালিটি দেখছি, তবে একই সঙ্গে নিজেদেরও। দেশকে গর্বিত করতে চাই ও নিজেদের ধরনের ফুটবল খেলতে চাই। ’

এবারের বিশ্বকাপে ব্রাজিল এসেছে বেশ শক্তিশালী দল নিয়ে। বিশেষত আক্রমণে দারুণ সব ফুটবলার আছে তাদের। পিএসজি তারকা নেইমারের সঙ্গে আছেন মোট ৯জন ফরোয়ার্ড। এ নিয়ে নিজের সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতাই করলেন সার্ভিয়া কোচ, ‘সার্বিয়ার সঙ্গে চার স্ট্রাইকার খেলবে ব্রাজিলের? তাহলে আমরা শেষ…কিন্তু ডিফেন্সে কি কেউ খেলবে?’

গুঞ্জন ছড়িয়েছে, সার্বিয়ার অনুশীলন নাকি ড্রোন ব্যবহার করে দেখেছেন ব্রাজিল কোচ তিতে। এ নিয়ে স্তয়কোভিচ বলেছেন, ‘আমি বিশ্বাস করি না তারা আমাদের দেখেছে। দেখার মতো আমরা কে? তারা ফুটবলের সুপার পাওয়ার। আমার মনে হয় তথ্যটা ভুল। যদি ওটা ড্রোন হয়ও, আমি জানি না কী দেখেছে। এখানে বিশেষ কিছুই নেই। ’

চার ফরোয়ার্ড নিয়ে নামছে ব্রাজিল

রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিল আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। বিশ্বকাপ জয়ের মিশনে ব্রাজিলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ জি গ্রুপের আরেক দল সার্বিয়া। হেক্সা জয়ের মিশনে কাতারে পা রেখেছে দলটি। এদিন চার ফরোয়ার্ড নিয়ে নামছে ব্রাজিল।

ডান উইঙ্গে ভিনিসিয়ুস জুনিয়র ও বাঁ প্রান্ত দিয়ে রাফিনিয়া প্রতিপক্ষের ওপর আক্রমণ শানাবেন। সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় থাকবেন রিচার্লিসন। তাঁর পেছনে নেইমার। এবার নেইমারকে একটু পেছনে খেলানো হচ্ছে। যেন তাঁর ওপর চাপ কম পড়ে।

মাঝমাঠে ক্যাসেমিরোর পাশে কে খেলবেন, সেটা নিয়ে ছিল সবার জিজ্ঞাসা। জানা গেছে, কোচ তাঁর পছন্দের লুকাস পাকেতাকেই শুরুর একাদশে নামাচ্ছেন। তরুণ প্রতিভা ব্রুনো গুইমারেস ও ফ্রেড বেঞ্চে থাকবেন। গত সেপ্টেম্বরে ঘানার বিপক্ষে ৩-০ গোলে জেতা এ ম্যাচে এই ফরমেশনে দল সাজিয়েছিলেন তিতে। তখন অবশ্য রক্ষণভাগে এদার মিলিতাও ও অ্যালেক্স তেলেস নেমেছিলেন।

আজ রক্ষণে পরিবর্তন আসছে। দুই সেন্টারব্যাক হলেন মার্কুইনহোস ও থিয়াগো সিলভা। এর মধ্যে ৩৮ বছর বয়সী সিলভা এবারের আসরে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন। রাইটব্যাক হিসেবে দানিলো ও লেফটে অ্যালেক্স সান্দ্রোর খেলাও নিশ্চিত। এক বছর ধরে এই ফরমেশনেই খেলছে ব্রাজিল। তবে এ সময়ের মধ্যে খেলা ১৫ ম্যাচের অধিকাংশেই শুরুর একাদশে ছিলেন ফ্রেড। গত দুই ম্যাচে নামানো হচ্ছে পাকেতাকে।

এবারের আসরে হট ফেবোরিট ব্রাজিল। রয়েছেন ফিফা র‌্যাঙ্কিংয়ে অবস্থান শীর্ষে। দলে তারকা ফুটবলারদের ছড়াছড়ি। তবে, চলতি বিশ্বকাপে একের পর এক অঘটন মাথায় রাখতে হচ্ছে ব্রাজিলকেও। অন্যদিকে লক্ষ্যটা হেক্সা জয় হওয়ায় কোনো ভুল করতে চায় না ব্রাজিল। প্রতিপক্ষ দুর্বল হলেও সর্তক ব্রাজিল।

একই গোলপোস্টে দুই গোলরক্ষক, কাতার বিশ্বকাপের অবিশ্বাস্য দৃশ্য!

খেলার দু-এক মিনিট বাকি, ঠিক তখনই জার্মান অধিনায়ক তার গোলপোস্ট ছেড়ে জাপানের অর্ধে চলে আসেন। জার্মানির ম্যানুয়েল ন্যুয়ার এবং জাপানের সুইচি গোন্ডা – মাঠের বিপরীত দিকে থাকলেও উভয় দলের গোলরক্ষক একই গোলপোস্টের নিচে লড়াই করেছেন। বুধবার (২৩ নভেম্বর) কাতার বিশ্বকাপে জার্মানি ও জাপানের মধ্যকার ম্যাচে দেখা গেছে এ দৃশ্য।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে চতুর্থ রেফারির দেওয়া ৯ মিনিটের অতিরিক্ত সময়ের খেলা চলছে। এদিকে জাপান ২-১ ব্যবধানে এগিয়ে আছে। খেলা শেষ হতে যখন আর দু-এক মিনিট বাকি, ঠিক তখনই নিজের গোলপোস্ট ছেড়ে জাপানের অর্ধে চলে আসেন জার্মান অধিনায়ক। এগিয়ে থাকা জাপানের সব ফুটবলারই তখন নিজেদের অর্ধে। লক্ষ্য একটাই, যেকোন মূল্যে এ ম্যাচ জেতা।

উভয় দলই মরিয়া। জাপান ব্যবধান বজায় রাখতে চায়, আর জার্মানি সমতায় ফিরতে চায়। হারের মুখে দাঁড়িয়ে দলের মান রক্ষা করতে জার্মান অধিনায়ক তখন পৌঁছে গেলেন একদম জাপানের গোলপোস্টের সামনে। তবে, গোল বাঁচাতে নয়, গোল করতে। ম্যাচের একদম শেষ মিনিটে কর্ণার পেল জার্মানি। বল উড়ে এল জাপানের বক্সে।

হেড করার জন্য মরিয়া লাফ দিলেন ন্যুয়ের। কিন্তু বলে মাথা ছোঁয়াতে বিফল হলেন। উঁচু বলের নাগাল পেলেন না জাপানের গোলরক্ষক গোন্ডাও। শেষমেশ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ ব্যবধানে হারালো ব্লু সামুরাইরা।

এর আগে আরেকটি ম্যাচেও নিজের গোলপোস্ট ছেড়েছিলেন ন্যুয়ের। ২০১৮ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে জার্মানি এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার ডু অর ডাই ম্যাচে একটি গোল হারানোর পর, নিজেদের গোলপোস্ট খালি রেখে গোল করতে এগিয়ে আসেন তিনি। তার সুবাদেই সহজ গোল পেয়ে যায় কোরিয়া।

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …