চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার জন্য দোয়া চাইলেন মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্র নায়িকা মাহিয়া মাহি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করব। তাই আপনাদের এলাকার মেয়ে হিসেবে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আমার জন্য ও নৌকার জন্য দোয়া করবেন। যেন এই আসনে নৌকার জয় হয়। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার ডাক বাংলোর সামনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ কার্যালয় থেকে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের জন্য মনোনয়ন কিনব। যদি আমি মনোনয়ন পায়। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি আপনাদের এলাকার মেয়ে। তাই আপনাদের কাছে আমার অধিকার রয়েছে। আর যারা আমার সামনে দাড়িয়ে আছেন সবাই মেয়ে মানুষ আর আমিও মেয়ে মানুষ। তাই আপনারা নিশ্চিয় মেয়ের সঙ্গেই থাকবেন। সময় গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহিয়া মাহির স্বামী রাকিব সরকারকে পাশে দাড়িয়ে থাকতে দেখা যায়। এরপর সন্ধায় তিনি গোমস্তাপুর স্টান্ডে আরো এক পথসভা করন।

সেখানে তিনি বলেন- আমি আজকে আপনাদের সামনে এখানে এসেছি আগামী ২৯ তারিখ নৌকার মনোনয়ন ফরম কিনব। আপনাদের সবার দোয়া আমি চাচ্ছি। ইনশাল্লাহ যদি আমি মনোনয়ন পেয়ে যাই,তাহলে এলাকার ব্যাপক উন্নয়ন নিয়ে কাজ করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন,নৌকার জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন বারবার এই আসনে নৌকা নিয়ে আসতে পারেন এবং আমরা সবাই নৌকার হয়ে কাজ করব। এরপর তিনি সেখান থেকে নাচোল এলাকার দিকে পথসভা নিয়ে রওনা হন।

উল্লেখ্য: গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বিএনপির সাত সংসদ সদস্য। ফলে অন্য এলাকার মত চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১১ ডিসেম্বর সংসদের স্পিকারের নিকট বিএনপি দলীয় ৬ জন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দেন। পরের দিন জাতীয় সংসদ সচিবালয় থেকে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। ফলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থেকেই নির্বাচন কমিশন দেশের পাঁচটি আসনে উপ-নির্বাচন ঘোষণা করে ১ ফেব্রুয়ারি।

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …