সুশীলন নিয়োগ দেবে, বেতন ৩৩ হাজার টাকা

সুশীলন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘সহকারী অর্থ কর্মকর্তা’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

পোস্টের নাম

সহকারী অর্থ কর্মকর্তা মো.

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা/ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর পূর্বে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট ইত্যাদি কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

কর্মক্ষেত্র

বাগেরহাট

বেতন

32,000-33,000/-টাকা

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নলিখিত ঠিকানায় আবেদন করতে হবে। অথবা আপনি CV ইমেইল করতে পারেন ([email protected]) এই ঠিকানায়।

ঠিকানা: হেড- এইচআর সেল, সুশীলন, হেড অফিস-১৫৫ জেল সরণি, বাণিজ্যিক কাম আবাসিক এলাকা, রায়েরমহল, বয়রা, খুলনা।

আবেদনের শেষ তারিখ

জানুয়ারী 9, 2023।

সূত্র: বিডিজবস

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …