বাংলাদেশে এমন কোন পুরুষ এখনও জন্মহ হয়নি যে আমার কে কাঁপাবে

চলতি বছর যেসব অভিনয়শিল্পী তাদের কাজের মাধ্যমে তুমুল সাড়া ফেলেছেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েব সাইট ফিল্মিসিল্মি ডটকম। সেখানে এই অভিনয়শিল্পীদের উল্লেখ করা হয়েছে ‘গেম চেঞ্জিং’ তারকা হিসেবে।

যেখানে, স্থা,ন পেয়েছেন হলিউডের এমা স্টোন, লেডি গাগা; বলিউডের, প্রিয়াঙ্কা, চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা। সেই, তালিকায়, রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হ,ক বাঁধনও।

ওই, মন্তব্য, নিয়েই সম্প্রতি দেশিয় গণমাধ্যমকে বাঁধন বলেন, মন্তব্যটি, জেনে বুঝেই করেছি। পুরুষ শব্দটা আমি ব্যবহার করেছি পুরুষতান্ত্রিক, সমাজে বেড়ে উঠা পুরুষদের জন্য।

এখন, পুরুষতান্ত্রিক, সমাজে, বেড়ে উঠা, পুরুষরা যদি আমার ওই কথায়, ব্যক্তিগতভাবে, আঘাতপ্রাপ্ত, হন, বা, আহত হন সেখানে আমার, কিছুই, করার, নেই। তাদের, পক্ষে, আসলেই আমাকে নেওয়া সম্ভব, না।

বাঁধনের, মন্তব্য, পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের আঘাতে আঘাতে শক্ত, হয়েছে,ন তিনি। হয়ে উঠেছেন প্রতিবাদী। তবে তার জীবন এগিয়ে, নেওয়া,র ক্ষেত্রে অনেক পুরুষেরও অবদান রয়েছে বলে নির্দ্বিধায়, স্বীকার, করেন তিনি।

২০১০ সালে, পূর্ব পরিচিত মাশরুর সিদ্দিকী সনেটকে বিয়ে করেন অভিনেত্রী, বাঁধন। সেই বছরই জন্ম নেয় তাদের একমাত্র সন্তান মিশেল, আমানী সায়রা। বিয়ের ৪ বছরের মাথায় আলাদা হয়ে যান তারা।

২০১৪ সালের, ২৬ নভেম্বর, আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের। দীর্ঘদিন, পর ২০১৭ সালে, সেই খবর জানাজানি, হয়। বিচ্ছেদের, পর, একমাত্র, মেয়ে, সায়রাকে, নিয়ে থাকতে, শুরু করেন, বাঁধন।

সব, প্রতিকূলতা, সামাল, দিয়ে, লড়াকু, হয়ে, ওঠেন। নানা ঘটনা প্রবাহের, মধ্যদিয়ে, আজকের, এই অবস্থানে, আসেন বাঁধন viralnews24

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …