ন্যাশনাল টিউবস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪- NTL Job Circular

ন্যাশনাল টিউবস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -(National Tubes Limited NTL Job Circular 2024): ন্যাশনাল টিউবস লিমিটেড ৩৬ পদসমূহে অনলাইনে নিয়োগর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ন্যাশনাল টিউবস লিমিটেড (বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এর অধিনস্থ একটি প্রতিষ্ঠান), টঙ্গী,গাজীপুর-এর নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের নিমিত্ত স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে (http://ntl.teletalk.com.bd) ওয়েবসাইটে অনলাইনে (Online) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইনে (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলা নামউল্লেখিত জেলা
প্রতিষ্ঠানের দাতা নামন্যাশনাল টিউবস লিমিটেড
ওয়েবসাইটhttps://www.ntl.gov.bd/
পদ সংখ্যা০৫ টি
খালি পদ৩৬ টি
শিক্ষাগত যোগ্যতাএসএসসি/এইচএসসি/স্নাতক
আবেদনের প্রক্রিয়াntl.teletalk.com.bd
আবেদনের শুরু তারিখ০২ জুলাই, ২০২৪
আবেদনের শেষ তারিখ৩১ জুলাই, ২০২৪
আবেদনের মাধ্যমটেলিটক/অনলাইনে

ন্যাশনাল টিউবস লিমিটেড নিয়োগ ২০২৪

ন্যাশনাল টিউবস লিমিটেড পদসমূহে অনলাইনে নিয়োগর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ন্যাশনাল টিউবস লিমিটেড ০৫ টি পদে মোট ৩৬ জনকে নিয়োগ দেবে। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/অটোমোবাইল/পাওয়ার)
পদসংখ্যাঃ ০৫ টি।
যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
বেতনঃ ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

পদের নামঃ জুনিয়র অফিসার
পদসংখ্যাঃ ০৪ টি।
যোগ্যতাঃ স্নাতক অথবা স্নাকোত্তর ডিগ্রি।
বেতনঃ ১২,৫০০-৩০,২৩০ টাকা।

পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যাঃ ০৩ টি।
যোগ্যতাঃ এইচএসসি পাশ।
বেতনঃ ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

পদের নামঃ অফিস সহায়ক ও বার্তা বাহক
পদসংখ্যাঃ ০৭ টি।
যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাশ।
বেতনঃ ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: সাহায্যকারী
পদসংখ্যাঃ ১৭ টি।
যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাশ।
বেতনঃ ৮,৩০০-১৯,১৪০ টাকা।

National Tubes Limited Job Circular 2024

  • আবেদন শুরুর তারিখ০২ জুলাই , ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা।
  • আবেদনের শেষ সময়: ৩১ জুলাই, ২০২৪ বিকাল ০৫:০০ টা।
আবেদনের প্রক্রিয়া: অনলাইনে (online) http://ntl.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন….

NTL Job Circular 2024

অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ

প্রার্থীর বয়স ৩১-০৭-২০২৪ তারিখে নূন্যতম ১৮ হতে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা ৩২ (বত্রিশ) বছর। বয়স সংক্রান্ত কোন এফিডেভিট গ্রহনযোগ্য হবে না। তবে অত্র প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিক কর্মরত প্রার্থীদের বয়স সীমা শিথিলযোগ্য। এক্ষেত্রে দৈনিক ভিত্তিক নিয়োজনের সময় বয়সসীমা আবশ্যিকভাবে ৩০ (ত্রিশ) বছর এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা ৩২ (বত্রিশ) বছরের মধ্যে হতে হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়ঃ পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://ntl.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: (i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০২-০৭-২০২৪ তারিখ, সকাল-১০:০০ ঘটিকা। (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১-০৭-২০২৪ তারিখ, বিকাল-০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

ন্যাশনাল টিউবস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

Online আবেদনপত্রে প্রার্থী তাঁর সদ্য তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। (ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

About admin

Check Also

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – MOPME Job Circular

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -(Ministry of Primary and Mass Education MOPME Job …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *