সালমানের সঙ্গে বিয়ে, মুখ খুললেন সোনাক্ষী

সোনাক্ষী সিনহাকে বিয়ে করেছেন সালমান খান; ছবিসহ প্রমাণ পেয়ে খুশিতে নাচছিলেন ভাইজানের ভক্তরা। স্বভাবতই অনলাইনে ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি। সেখানে দেখা যায়, হাসিমুখে আংটিবদল করছেন সালমান ও সোনাক্ষী। যদিও বোঝাই যাচ্ছে, প্রযুক্তির কারিগরিতে বর-কনে সাজানো হয়েছে তাদের। তারপরও এ নিয়ে মুখ খুলতে হলো ‘দাবাং’ নায়িকাকে।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আপনারা কি এতটাই বোকা যে আসল এবং কারিগরি করা ছবির পার্থক্য বুঝতে পারেন না?’ প্রশ্নের সঙ্গে একাধিক হাসির ইমোজি জুড়ে দিয়েছেন শত্রুঘ্ন-কন্যা। বুঝিয়ে দিতে চাইছেন, নকল বিয়ের বিষয়টিকে বিশেষ আমল দিতে চান না তিনি।

তবে এই প্রথম নয়, অতীতেও বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন সোনাক্ষী। ইনস্টাগ্রামের প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী তাকে প্রশ্ন করেছিলেন, ‘সবাই তো বিয়ে করে নিচ্ছে, আপনি কবে করবেন?’ সোনাক্ষী যা উত্তর দিয়েছিলেন, তা নিয়ে বিতর্কও কম হয়নি। তিনি লিখেছিলেন, ‘সবার তো কভিডও হচ্ছে। আমি কি সেটাও বাধিয়ে বসব তা হলে?’ সালমানের সঙ্গে বলিউডে অভিষেক হয় সোনাক্ষীর। বর্তমানে এই নায়িকার হাতে আছে সঞ্জয় লীলা বানসালির একটি ওয়েব সিরিজ।

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …