বাংলাদেশের বন্যা নিয়ে ভারতীয় গণমাধ্যম ‘জি-২৪ ঘণ্টা’ কটাক্ষ করে সংবাদ প্রকাশ করার পর ‘জি মিডিয়া’র ওয়েবসাইট হ্যাক করেছে সিস্টেমএডমিনবিডি। জি-২৪ ঘণ্টা জি মিডিয়ার অধীনস্ত একটি সংবাদমাধ্যম।
বুধবার (২১ আগস্ট) রাত ১২টার পর থেকে জি মিডিয়ার ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটটি বন্ধ দেখাচ্ছে এবং সেখানে লেখা রয়েছে ‘সিস্টেম এডমিন বিডি’ কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।
ওয়েবসাইটটিতে আরও লেখা রয়েছে, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব।’
ওয়েবসাইটটিতে জি ২৪ ঘণ্টায় প্রকাশিত ‘ভারত ছাড়ল জল! ভাসছে বাংলাদেশ…’ এই শিরোনামের একটি সংবাদের স্ক্রিনশটও যুক্ত করা আছে। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করা বন্ধের কথাও লেখা রয়েছে।
বুধবার বিকেলে ‘জি- ২৪ ঘণ্টা’ এর একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ভারতীয় সংবাদমাধ্যমটি লিখেছে- ‘ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি…’।
শিরোনামটি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। পরে সমালোচনার মুখে ওই শিরোনামটি পরিবর্তন করা হয়।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online