তিন পরিবারের সম্মতিতেই ফের বিয়ে করে খুশি রোহিনী

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে দুই প্রেমিকাকে বিয়ে করে খুশি রোহিনী চন্দ্র বর্মন (২৫) নামের এক যুবক। রহিমের বাড়ি ওই ইউনিয়নের লক্ষিদার গ্রামে। সে ওই গ্রামের যামিনী চন্দ্র রায়ের ছেলে। দুই প্রেমিকাকে বিয়ে করে ঘরেও তুলেছেন। এক সঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে এবং ঘরে তোলার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। বুধবার (২০ এপ্রিল) রোহিণী চন্দ্র বর্মন তার দুই প্রেমিকা ইতি রানী (২০) ও মমতা রানীকে (২১) বিয়ে করেন।

জানা গেছে, ইতি রানী একই ইউনিয়নের গাঠিশাপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে এবং মমতা রানী একই ইউনিয়নের উত্তর লক্ষীদ্বার এলাকার টনোকিশোর রায়ের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বলরামপুর ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রানীর সঙ্গে রোহিনীর দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল৷ পরে কয়েক মাসে আগে তারা দুজনে মন্দির গিয়ে গোপনে বিয়ে করেন এবং বিয়ের কথা তারা দুজনে গোপন রাখেন। এদিকে রোহিনী নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন লক্ষ্মীদ্বার এলাকার টোনোকিসর রায়ের মেয়ে মমতা রানী সঙ্গে।

প্রেমের সূত্রে মমতার সঙ্গে গত ১২ এপ্রিল রাতে দেখা করতে যান রোহিনী৷ পরে রোহিনীকে আটক করে রাখেন মমতার বাড়ির লোকজন এবং পরদিন (১৩ এপ্রিল) মমতার বাড়ির লোকজন রোহিনী ও মমতাকে বিয়ে দেন। এদিকে রোহিনীর বিয়ের খবর শুনে বুধবার সকালে রোহিনীর বাড়িতে অনশন শুরু করেন ইতি রাণী৷ পরে রাতে তিন পরিবারের সদস্যদের উপস্থিতিতে পূণরায় আনুষ্ঠানিকভাবে ইতি ও মমতার সাথে রোহিনীর একসঙ্গে বিবাহ সম্পন্ন হয়। এবং দুই বউকে এক সঙ্গে ঘরে তুলেন রোহিনী৷

বিয়ের পরে বর্তমানে ভালো আছেন বলে জানিয়েছেন ওই যুবক। তিন পরিবারের সম্মতিতেই পুনরায় বিয়ে করতে পেরে খুশি রোহিনী। তিনি বলেন, ‘প্রথমে যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করেছি। পরে মমতার সঙ্গে আমার ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বিয়ে করতে হবে বুঝিনি। তিন পরিবারের সিদ্ধান্তেই আমি আবার বিয়ে করেছি। দুজনকে নিয়ে ভালো আছি।’

বলরামপুর ইউনিয়নের বাসিন্দা আবু তৌহিদ জানান একসঙ্গে দুই প্রেমিকা কে বিয়ের বিষয়টি আমরা ফেসবুকে জানতে পেরেছি। এটি ফেসবুকে ভাইরাল হয়েছে। এবিষয়ে রোহিনী বর্মন সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে কথা বলতে চাইলে তিনি মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এবিষয়ে বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, এক যুবক দুই মেয়েকে বিয়ে করেছে এমন খবর শুনেছি। তবে এর আগে আমাকে মৌখিক ভাবে তাদের অবিভাবকরা আমার সহযোগিতা চেয়েছিলেন। পরে আমি আমি প্রশাসনকে জানিয়ে ছিলাম। কিন্তু পরে শুনলাম ওই যুবক দু’জনকেই বিয়ে করে ঘরে তুলেছেন।

Супрем Спин Казино вулкан vegas​ фортуна триумф центр. Кристальный Фортуна Казино vulcan club​ фортуна лаунж развлечений. Бриллиантовый Шанс Казино казино вулкан официальный сайт​ фортуна парк игр. Корона Фортуны Казино казино вулкан вегас​ стиль центр развлечений. Гранд Флэш Казино вулкан россия​ фортуна триумф центр. Лунный Шанс Казино вулкан миллион​ престижные игры центр. Эпический Джекпот Казино casino Lev официальный сайт альянс центр развлечений. Премиум Рулетка Казино казино Лев игровой хоровод центр. Феникс Беттинг Казино Lev casino официальный сайт фортуна онлайн платформа. Лунный Шанс Казино Лев казино официальный сайт игровой фейерверк центр. Бриллиантовый Беттинг Казино casino Lev официальный сайт игровой блеск центр. Бриллиантовый Шанс Казино Lev casino ночные развлечения зала. Бриллиантовая Удача Казино азино777 официальный сайт мобильная версия энергия фортуны зал. Феникс Беттинг Казино азино777 зеркало​ игровой двор фортуны. Корона Фортуны Казино азино777 официальный сайт арена фортуны центр. Фортуна Гранд Казино азино777 официальный сайт регистрация фортуна лаунж развлечений. Фортуна Лайн Казино азино777 зеркало​ игровой салют центр. Роскошный Клуб Казино азино мобайл фортуна лаунж развлечений. Удачная Рулетка Казино ван вин фантазия игр центр. Гранд Фортуна Казино 1 вин корона фортуны центр. Бриллиантовый Шанс Казино ван вин игровой дизайн центр. Легендарный Клуб Казино 1win официальный розыгрыши звёзд клуб. Гранд Геймс Казино ван вин фортуна премиум зал. Золотой Фортуны Казино 1win официальный ночные развлечения зала. Галактика Спин Казино игровые автоматы демо легенда центр развлечений. Премиум Спин Казино игровые автоматы бесплатно игровой центр золотой. Корона Спина Казино игровые автоматы демо онлайн платформа фортуны. Империя Удачи Казино игровые автоматы демо альянс центр развлечений. Алмазный Флэш Казино игровые автоматы игровые слоты звезды. Фортуна Экспресс Казино игровые автоматы демо альянс центр развлечений. Salle Communication Vidéo cocochat discussion virtuelle. Espace Échange Virtuel coco chat conversation enrichissante. Rencontre Vidéo Instantanée coco chat connexion instantanée. Espace Social Vidéo cocochat conversation rapide. Centre Échange Social coco fr conversation fluide.

Check Also

এক টুকরো কাপড়ের জন্য আমাদের পড়াশোনা বন্ধ করে দিচ্ছে: মুসকান

ভারতের কর্নাটকের মাণ্ড্য প্রি-ইউনিভার্সিটি কলেজ প্রাঙ্গনের একটি ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, হিজাব …