দীর্ঘ ১১ ঘণ্টা পর হাওড়ার অঙ্কুরহাটিতে হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিত’র্কিত মন্তব্য করা নূপুর শর্মার গ্রে’প্তারের দা’বিতে করা পথ অবরো’ধ উঠলো। এর ফলে গভীর রাত পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবরোধ তোলার দা’বি করে ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষকে দফায় দফায় অনুরোধ জানান।
সেই আলোচনার পর রাত সাড়ে নটা নাগাদ অবরোধ ওঠে। এরই মাঝে নূপুর শর্মাকে গ্রে’প্তারের দা’বি জানিয়ে সংবাদ মাধ্যমকে আ’ক্রমণ ও অবরোধে’র নিন্দা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলায় হিন্দু – মুসলিমের মধ্যে কোনও সংঘা’ত নেই। এখানে কেন এই আন্দোলন?
এদিকে কাতার সরকার জানিয়ে দিয়েছে, নূপুর শর্মার হযরত মুহাম্মদ (সাঃ)কে আ’ক্রমণ করার প্রেক্ষিতে কাতারে বিশ্বকাপ ফুটবল দেখতে ইচ্ছুক ভারতীয়দের ভিসা বাতিল করা হচ্ছে। কোনও ভারতীয় দর্শককে কাতারে ঢুকতে দেয়া হবে না।
দিল্লি পুলিশ নূপুর শর্মা, নবীন জিন্দাল এর পাশাপাশি এফআই আর দায়ের করেছে এআইএমআইএমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসির নামেও। হেডস্পিচ ছড়ানোর দায়েই এই এফআই আর বলে জানা গেছে। সুত্রঃ দৈনিক মানবজমিন।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online