প্রায়ই কাস্টিং কাউচ বা যৌ’ন হে’ন’স্তা’র কথা শোনা যায় মিডিয়া পাড়ায়। আর এমন হেনস্তার শি’কা’র অনেক অভিনেত্রী। কেউ লজ্জায় মুখ খোলেন না আবার কেউবা মাঝে মাঝে বো’মা ফাটিয়ে দেন।
এবার সেই কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেশমী দেশাই। বি’স্ফো’র’ক এক মন্তব্য করে বসলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী । গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রেশমি অভিনয় জগতের নানা অজানা গল্প প্রকাশ করলেন। দুঃসহ সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে রেশমী বলেন, প্রায় ১৩ বছর আগে কাজ শুরু করি মিডিয়ায়।
বেশ অল্প বয়সেই মিডিয়াতে আসা আমার। এর আগে মিডিয়ায় কাজের কোনো অভিজ্ঞতা ছিল না। একেবারেই নবাগত ছিলাম। সে সময় সুরজ নামের এক ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়। সে এখন কোথায় আছে বা কী করছে তা জানি না। প্রথম মিটিংয়েই সে আমার ‘স্ট্যাটিসটিক্স’ জানতে চায়। ওকে বললাম আপনি ঠিক কী জানতে চাইছেন, আমি বুঝতে পারছি না। তখনই ও আমায় যৌ’ন হেনস্তা করার চেষ্টা করে।
ওই ব্যক্তির কথা তুলে ধরে রেশমী আরো বলেন, হঠাৎ একদিন সুরজ কাজের জন্য আমায় ফোন দেয়। কিন্তু সেখানে গিয়ে সুরজ ছাড়া আর কাউকে দেখতে পাইনি। কোনো ক্যামেরাও ছিল না। সে পানীয়তে কিছু মিশিয়েছিল। এ কারণে আমার স্বাভাবিক চেতনা লোপ পায়। এর পরেও আমি ওইসব করতে চাই না বলে চিৎকার করছিলাম। তবুও সে ছাড়েনি। প্রায় আড়াই ঘণ্টা পরে আমি কোনোভাবে সেখান থেকে প্রাণ বাঁ’চি’য়ে বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরেই মাকে সবটা বলি। পরদিন মা ওর সঙ্গে দেখা করে ওকে চড়ও মেরেছিল।
উল্লেখ্য, ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৩’ এর আসরে দেখা যায় রেশমী দেশাইকে। শো’র পর বর্তমানে রেশমীর জনপ্রিয়তা আকাশছোঁয়া। আর এই মুহূর্তে কাস্টিং কাউচের বিরুদ্ধে রেশমীর এই বিস্ফোরক মন্তব্যর জেরে গরম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তবে অবাক করা বিষয় হল রেশমির পক্ষে সবাই সুর মেলালেও তার সমালোচনাও করছেন অনেকেই।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online