শরীয়তপুরে বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার দায়ে বিআরটিসিসহ পাঁচ পরিবহন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই। এরমধ্যে বিআরটিসির দুটি, শরীয়তপুর পদ্মা ট্রাভেলস, গ্লোরি এক্সপ্রেস, শরীয়তপুর সুপার সার্ভিসের মালিককে জরিমানা করা হয়।
বাস যাত্রীরা বলেন, ঢাকা থেকে শরীয়তপুরে সরকার নির্ধারিত ভাড়া ২৫০ টাকা হলেও প্রতিটি বাসের যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৪০০-৫০০ টাকা করে। এ ছাড়া অধিকাংশ বাসে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, ঈদে ঘরমুখো মানুষের কাছে দ্বিগুণ ভাড়া নেয় পরিবহনগুলো। তারা ১৫০ টাকার ভাড়া ৩০০ টাকা ও ২৫০ টাকার ভাড়া ৫০০ টাকা করে নিচ্ছেন। এ অভিযোগে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online