বিমান বাহিনী ড্রাইভার নিয়োগ – বিমান বাহিনী নিয়োগ ২০২২

আবেদনপত্রের সাথে “বিমান বাহিনী কেন্দ্রীয় বেসরকারী তহবিল” এর অনুকূলে ২০০ টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট / পে-অর্ডার সংযুক্ত করতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি) নিয়োগ দেয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীকে ২১ আগস্টের মধ্যে ডাকে অথবা কুরিয়ারে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি) পদের সংখ্যা: ৩০টি

বেতন: সর্বসাকুল্যে ২২৫০০ টাকা – শিক্ষাগত যোগ্যতা: এসএসসি / সমমান – বয়স: ২১ থেকে ৩৫ বছর

অভিজ্ঞতা: ৩ বছর

প্রার্থীকে বৈধ পেশাদার (হালকা / ভারী) ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। ভারী ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেয়া হবে। কোনো ওয়ার্কশপে মেকানিক হিসাবে কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হইবে। আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।

আবেদনপত্রের সাথে “বিমান বাহিনী কেন্দ্রীয় বেসরকারী তহবিল”-এর অনুকূলে ২০০ টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট / পে-অর্ডার সংযুক্ত করতে হবে। রেজিস্টার্ড ডাকযোগে অ্যাডমিট কার্ড পাঠানোর জন্য ১০ টাকার ডাকটিকিট সংবলিত প্রার্থীর ঠিকানা ও মোবাইল নম্বরযুক্ত ৪ X ৮ ইঞ্চি আকারের একটি খাম সংযুক্ত করতে হবে। খামের ওপর প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।

লিখিত পরীক্ষা / সাক্ষাৎকারের জন্য কোনো টিএ/ডিএ দেয়া হবে না। এ ছাড়া আবেদনপত্র এবং অন্যান্য কাগজপত্র ফেরত দেয়া হবে না। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করে। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

Tag: বিমান বাহিনী কর্মচারী পরিদপ্তর, বিমান বাহিনী কর্মচারী পরিদপ্তর পরীক্ষার ফলাফল, বিমান বাহিনী নিয়োগ ২০২১, বিমান বাহিনী ড্রাইভার নিয়োগ, বিমান বাহিনী সদর দপ্তরে নিয়োগ ২০২১, বিমান বাহিনী সদর দপ্তর প্রশাসনিক শাখা কর্মচারী পরিদপ্তর ঢাকা সেনানিবাস, বিমান বাহিনী সদর দপ্তর নোটিশ বোর্ড, বিমান বাহিনী আবেদন ফরম, বিমান বাহিনী নিয়োগ ২০২২

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …