সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। চিত্রনায়ক শরিফুল রাজ ও পরী দম্পতির ঘর আলোকিত করে এসেছে একটি পুত্র সন্তান। বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা।
পরী বা রাজের কাছ থেকে এখনই কোনো প্রতিক্রিয়া জানা না গেলেও সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন রাজ-পরীর ঘনিষ্ঠ একটি সূত্র। তারা জানান, মা ও নবাগত সন্তান দুজনই এখন সুস্থ আছেন।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য। গত কয়েকদিনে সন্তানের জন্য প্রচুর কেনাকাটা করেছেন রাজ ও পরীমনি। জামাকাপড়ের ছবি দেখে ধারণা করা গিয়েছিল, ছেলের মা হবেন পরী।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে চুপিসারে বিয়ে করেছিলেন শরিফুল রাজ ও পরীমণি। এরপর তারা খবরটি প্রকাশ্যে আনেন চলতি বছরের ১০ জানুয়ারি। একইদিন পরীর অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরও দেন এই দম্পতি।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online