দেশের আলোচিত মডেল ও দন্ত চিকিৎসক নায়লা নাঈম। মাঝে দু-একটা মিউজিক ভিডিওতে দেখা গেলেও আগের মতো আর আলোচনার কেন্দ্রে নেই তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব নায়লা। ব্যক্তিজীবনের নানান বিষয় পোস্ট করে অনুরাগীদের দেখার ও জানার সুযোগ করে দেন তিনি। সোমবার (২২ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নায়লা নাঈম লিখেছেন, ‘দিনে একটা ডাব খাওয়া আমার মোটামুটি পুরোনো অভ্যাস।
মাঝখানে বেশ কিছুদিন খাওয়া হয়নি। কিনতে গেলাম, কারওয়ান বাজারে ঢোকার মুখে; যেখানে ঝাকা নিয়ে ডাবওয়ালারা বসে থাকে। একটা ডাব চাইল ৯০ টাকা। ছোট একটা ডাব, যেটা মনে হয় সবশেষ কিনে খেয়েছিলাম ৫০ টাকায়। কিনলাম না! এসে ফার্মেসিতে ঢুকলাম।
৬ টাকা দিয়ে একটা টেস্টি স্যালাইন কিনলাম, ২৫০ মিলি একটা মাম পানির মধ্যে গুলিয়ে খেয়ে ফেললাম।’ উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করে রাতারাতি পরিচিতি পান নায়লা নাঈম।
ক্যারিয়ার শুরুর আগেই পশ্চিমা সংস্কৃতির আদলে নায়লার এসব ছবি বেশ বিতর্ক ছড়ায়। যদিও পরবর্তীতে বিজ্ঞাপন ও আইটেম গানে পারফর্ম করে আলোচনায় এসেছেন তিনি।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online