সাম্প্রতিক সময়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরির কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার নেপথ্যে গল্প বলতে গিয়ে এই অভিনেত্রী বলেছেন, ‘আমার যদি কিছু হয়ে যায় এর দায়ভার কে নেবে? আমি যদি ভুলভাল কিছু করে ফেলি তাহলে দায়ভার কে নিবে? যিনি বা যারা আমার শুটিংয়ের ছবি ছড়িয়ে মিথ্যা রটাচ্ছে রাতা কেন এটা করছে।’
সোমবার (৫ সেপেপ্টম্বর) অভিনেত্রী পূজা চেরি এসব কথা বলেন। অভিনেত্রী বলেন, যারা এগুলো করছে তাদেরও তো পরিবার আছে, তাদের বোঝা উচিত যে এসব ব্যাক্তিমানুষকে কতটা ক্ষতি করে, আমি তো মানুষ আমারও তো পরিবার আছে। ছড়িয়ে পরা স্থিরচিত্রে যেভাবে দেখা গেছে সেভাবেই ওয়েব ফিল্মেও দেখা যাবে বলা জানিয়েছেন পূজা চেরি তবে সেখানে কোনো নেতিবাচক নেই।
তিনি বলেন, ‘ কেউ একজন গোপনে শুটিংস্পট থেকে ছবি তুলেছে। এরপর সে রং মিশিয়ে দেশে বিদেশে পাঠিয়ে নানা কথা বলছে। আর দেশের কিছু মানুষ সেভাবেই প্রচার করছে। অভিনেত্রী আরও বলেন, সবার পরিবার আছে, মিথ্যা ছড়ানো অন্যায়, আমি আর কি বলব, তাদের ফ্যামিলি আছে আমারো ফ্যামিলি আছে। তাদের বোঝা উচিত।’
প্রসঙ্গত, নারীপাচারের গল্প নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমাটি। শুটিং চলছে ব্যাংককে। ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভানের সাথে জুটি বেধেছেন তিনি। নাট্য নির্মাতা মাহমুদুর রহমান হিমি এটির পরিচালনা করছে।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online