এখন আবার পুজা চেরির নাম আনা হয়েছেঃ শাকিব

গত কয়েকদিন ধরে শাকিব খান ও বুবলী ইস্যুতে সরব গণমাধ্যম। এক পর্যায়ে পূজা চেরির নামও উঠে আসে শাকিবকে জড়িয়ে। এরই মধ্যে আবার বেশ কয়েকটি গনমাধ্যম বিভিন্ন বিতর্কিত অভিযোগ আনেন এই অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। তবে এবার এসব গণমাধ্যমের বিরুদ্ধেই আইনী পদক্ষেপ নিতে যাচ্ছেন শাকিব।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এই হুমকি দেন হালের জনপ্রিয় এই চিত্রনায়ক। পোস্টে সাকিব লেখেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউ এর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরণের বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে।

একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?

আইনের আশ্রয় নেওয়ার হুমকি দিয়ে পোস্টে তিনি লেখেন, ‘এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবী, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?আর এসব ভূয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরণের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়।যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’

এদিকে গত শুক্রবার (৭ অক্টোবর) পূজা অভিনীত সরকারি অনুদানের একটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে সিনেমাটি দর্শকখরায় ভুগছে। তারকাদের ব্যক্তি জীবনের আলোচনা সিনে জগতে প্রভাব ফেলছে বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।

শাকিব-পূজার বিয়ে নিয়ে যা বললেন মালেক আফসারী

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়ে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা পূজা চেরির বিয়ের খবর। যেখানে একজন ব্যক্তি তার ভিডিওতে দাবি করেন এই দুই তারকার বিয়ে হয়েছে। এমনকি শাকিবকে বিয়ে করে পূজা ধর্মও ত্যাগ করেছেন।

শাকিব-পূজার গুঞ্জনের এই বিষয়গুলো নিয়ে মোটেও সন্তুষ্ট নন পরিচালক মালেক আফসারী। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা একটি ভিডিওতে তিনি বলেন, যেখানে পূজা বলেছে আমাকে নিয়ে কেউ উল্টা-পাল্টা কথা বলবেন না। সেখানে এই সাংবাদিক ভাই (পূর্নিয়ার) এতো জোর দিয়ে বলছে গত মাসের ২২ তারিখে বিয়ে করেছেন। তারা একসঙ্গে থাকছেন। কেন ভাই? আপনি নিজেও বলছেন, পূজা চেরি মুসলিম হয়ে গেছে। তাহলে পূজার সেই মুসলিম নামটা কী ভাই? আপনি তো বেডরুমের খবর জানেন কিন্তু মুসলিম নামটা খুঁজে বের করতে পারলেন না।

সেইসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মালেক আফসারী বলেন, ‘আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শাকিব পূজার বিয়ে হয়নি। যদি শাকিব খান পূজাকে বিয়ে করতো তাহলে বুবলী এতক্ষণে আদালতে গিয়ে হাজির হতো। কারণ বুবলীর সঙ্গে শাকিবের বিচ্ছেদ হয়নি।’

এর আগে, মঙ্গলবার বিকেলে পূজা চেরি বলেছেন, ‘কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট বা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই— যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।’

বীরের ছবি দেখিয়ে সবাইকে ‘সাবধান’ করলেন বুবলী!

পুত্র শেহজাদ খান বীরকে নিয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা বুবলী। প্রতিনয়ত ফেসবুকে নিজের সাথে আপলোড দিচ্ছেন বীরের ছবি। কখনও ছোট্ট বীরকে দেখা যাচ্ছে পাঞ্জাবি, টুপিতে আবার কখনও দেখা যাচ্ছে জিন্স, হুডি, রোদ চশমায় তাক লাগানো লুকে।

এদিকে প্রকাশ্যে এসেই তারকাবনে গেছেন সুপারস্টার শাকিব খানের ছেলে বীর। সর্বশেষ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে ছেলের কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছেন মা বুবলী। মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, গলায় চেইন, হাতে ব্রেসলেট— সব মিলিয়ে ইয়ো ইয়ো বেশে বীর! ক্যাপশনেও এনেছেন নতুনত্ব। লেখেন, ‘সবাই সাবধান! শহরে নতুন বাপজান।’

মুহূর্তেই বীরের ছবিগুলো ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যম গুলোতে। লাইক কমেন্টে ভরিয়ে দেন নেটিজেনরা। তাদের কেউ কেউ ‘ছোট খান’, ‘ওহ্! রোমিও’ বলেও সম্বোধন করেন শাকিব-বুবলীর খুদে বীরকে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর বুবলী নেটমাধ্যমে নিজের ‘বেবি বাম্প’র ছবি প্রকাশ করেন। জল বেশিদূর না গড়াতেই প্রকাশ্যে আসে শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলী দুজনই জানান দেন তাদের নতুন সম্পর্ক ও সন্তানের কথা।

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …