অসাধারণ এক কীর্তি গড়লেন তিন তরুণ মিলে। এটি তাদের তৈরি নানা ধরনের রঙিন পাথরের তৈরি আকর্ষণীয় ফলক। লাল রঙের পাথরের মধ্যে সাদা পাথরে তৈরি ‘আসতাগফিরুল্লাহ’ লেখা ফলকটি নজর কাড়ে সবার। অর্থাৎ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। অনন্য এ শিল্প তৈরি করেছেন ইরাকের তিন তরুণ।
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের কাজাকোয়া এলাকা ও এরবিল শহরের প্রধান সড়কে তা শিল্পকর্ম তৈরি করা হয়। সিমেন্ট ও লোহার মিশ্রণে এক হাজার পাঁচ শত পাথর খণ্ড দিয়ে তৈরি করা হয় এ স্থাপনা।
মাত্র দুই মিটার উঁচু এ স্থাপনা প্রস্থে চার মিটার। এতে লাল ও সাদা রঙের মূল্যবান ১৫ শত প্রস্তরখণ্ড ব্যবহৃত হয়। কাজাকোয়া এলাকা থেকে সংগৃহ করা হয় বিচিত্র বর্ণের পাথরগুলো। উজ্জ্বল বর্ণের হওয়ায় দূরবর্তী স্থান থেকেও তা দেখা যায়।
আল জাজিরা নেটের প্রতিবেদনে বলা হয়, রশিদ দালাকের সৃজনশীল ভাবনায় কংক্রিটের ওপর লেখা ‘আসতাগফিরুল্লা’ বাক্য তৈরি করেন তিন উদ্যমী তরুণ। এরপর তাতে পাথর রাখা হয়।
রশিদ দালাক বলেন, ‘মূলত পথচারীদের প্রদর্শনের জন্য প্রধান সড়কে এ শিল্পকর্ম স্থাপন করা হয়। যেন তা দেখে সবার অন্তরে আল্লাহর স্মরণ হয় এবং ক্ষমাপ্রার্থনা করা হয়। এমনকি পাহাড়ের চূড়ায় আল্লাহর ৯৯ নামের ফলক স্থাপন করতে যাচ্ছেন বলেও জানান তিনি।
ইরাকের অন্যান্য শহরেও ইসলামী শিষ্টাচার ও মূল্যবোধের প্রসারের লক্ষ্যে এ ধরনের ফলক স্থাপনের পরিকল্পনাও আছে শিল্পী দলের। আগামীতে এ ধরনের ‘সুবহানাল্লাহ’ ও ‘আলহামদুলিল্লাহ’ লেখা আরো দুটি ফলক স্থাপনের পরিকল্পনার কথাও বলা হয়। সূত্র : আলজাজিরা