ঢাকা মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান mcq

এখানে শেয়ার করা হলো ঢাকা মেট্রোরেল সম্পর্কে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর।

মেট্রোরেল কি

মেট্রো শহরের অভ্যন্তরে যেসব রেল চলে সেই রেলকে মেট্রোরেল বলা হয়। বিশ্বের বিভিন্ন বড় বড় শহরে বিদ্যুৎচালিত দ্রুতগতির রেলওয়ে গণপরিবহনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় গণপরিবহণের জন্য ‘ঢাকা মেট্রো রেল’ হলো ‘জাইকা’-এর অর্থায়নে একটি সরকারি প্রকল্প।

মেট্রোরেল সম্পর্কে প্রশ্ন ও উত্তর

ঢাকা মেট্রোরেলের দৈর্ঘ্য কত?
ঢাকা মেট্রোরেলের প্রথম ধাপের রেলপথের দৈর্ঘ্য ২০.১০ কিলোমিটার।

মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপের প্রতিটি ট্রেনে কতটি বগি থাকবে?
মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপের প্রতিটি ট্রেনে ৬টি বগি থাকবে।

মেট্রোরেলের প্রথম ধাপে স্টেশন হবে কতটি?
মেট্রোরেলের প্রথম ধাপে স্টেশন হবে ১৬টি।

মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা কত?
মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা ১৩ মিটার।

মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস কত মিটার?
মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস ২ মিটার।

মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপে কতটি ট্রেন চলাচল করবে?
মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপে ২৪ ট্রেন চলাচল করবে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলপথের নাম কী?
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলপথের নাম MT Line 6

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে কত?
মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা।

ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি বা DMTCL কবে গঠন করা হয়?
৩ জুন, ২০১৩ তারিখে DMTCL কবে গঠন করা হয়।

ঢাকা মেট্রোরেল কবে চালু হবে?
ডিএমটিসিএল (DMTCL) এর তথ্য অনুযায়ী মেট্রোরেল চালু হবে ডিসেম্বর ২০২২ এর শেষ সপ্তাহে।

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান

১. মেট্রোরেল প্রকল্প কবে থেকে বাস্তবায়ন শুরু হয়েছে?
উত্তর- ২০১৬ সাল থেকে

২. ঢাকা মেট্রোরেল ব্যবস্থাকে কি বলা হয়?
উত্তরঃ Mass Rapid Transit

৩. মেট্রোরেল প্রকল্প পরিচালক কোম্পানির নাম কি?
উত্তরঃ Dhaka Mass Transit Company Ltd (DMTCL)

৪. ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি বা DMTCL কবে গঠন করা হয়?
উত্তরঃ ৩ জুন, ২০১৩।

৫. DMTCL কেন গঠন করা হয়?
উত্তরঃ মেট্রোরেল নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, জরিপ, ডিজাইন ইত্যাদি কাজে।

৬. RSTP কি?
উত্তরঃ Revised Strategic Transport Plan.

৭. RSTP অনুযায়ী সরকার কয়টি ম্যাস রেপিড ট্রানজিড বা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে?
উত্তরঃ ৫ টি।

৮. মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে কত?
উত্তরঃ ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা।

৯. মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কোন সংস্থা ঋন প্রদান করেন?
উত্তরঃ জাইকা।

১০. মেট্রোরেল প্রকল্পে জাইকা কত শতাংশ ঋণ প্রদান করেন?
উত্তরঃ ৭৫ শতাংশ।

১১. মেট্রোরেল প্রকল্পে জাইকার ঋণের পরিমান কত?
উত্তরঃ ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা।

১২. মেট্রোরেল প্রকল্পে সরকারের অর্থায়নের পরিমাণ কত?
উত্তরঃ ৫ হাজার ৩৯০ কোটি টাকা।(২৫%)

১৩. মেট্রোরেলের প্রথম ধাপ চালু হবে কবে?
উত্তরঃ ২০২০ সালে ডিসেম্বরের দিকে।

১৪. মেট্রোরেলের প্রথম ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ উত্তরা-মতিঝিল।

১৫. উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলপথের নাম কি?
উত্তরঃ MT Line 6

১৬. মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে কত মিনিট?
উত্তরঃ ৩৫ মিনিট।

১৭. মেট্রোরেলের প্রথম ধাপে স্টেশন হবে কতটি?
উত্তরঃ ১৬ টি।

১৮. মেট্রোরেলের ১৬ টি স্টেশন কোথায় কোথায় নির্মাণ করা হবে?
উত্তরঃ উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, আইএমটি, মিরপুর-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ব্যাংক।

১৯. মেট্রোরেলের প্রথম ধাপের রেলপথের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২০.১০ কি.মি।

২০. মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপে কতটি ট্রেন চলাচল করবে?
উত্তরঃ ২৪ টি।

২১. মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপের প্রতিটি ট্রেনে কতটি বগি থাকবে?
উত্তরঃ ৬ টি।

২২. মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস কত?
উত্তরঃ ২ মিটার।

২৩. মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা কত?
উত্তরঃ ১৩ মিটার।

২৪. মেট্রোরেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত?
উত্তরঃ ৩০-৪০ কি.মি।

২৫. মেট্রোরেলে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে কতটুক?
উত্তরঃ ১৩.৪৭ মেগাওয়াট।

২৬. মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য কতটি উপকেন্দ্র নির্মাণ করা হবে?
উত্তরঃ ৫ টি।

২৭. মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য উপকেন্দ্র গুলো কোথায় নির্মাণ করা হবে?
উত্তরঃ উত্তরা, পল্লবী, তালতলা, সোনারগাঁও ও বাংলা একাডেমি।

২৮. মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৪০ কি.মি।

২৯. মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ হোটেল সোনারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক।

৩০. মেট্রোরেলের তৃতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৭ কি.মি।

৩১. মেট্রোরেলের তৃতীয় ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ পল্লবী থেকে উত্তরা।

ঢাকা এবং লাহোর মেট্রোরেল সম্পর্কে কিছু তথ্য

মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য

মেট্রোরেল সম্পর্কে ১০টি বাক্য হচ্ছে,

  1. মেট্রোরেল প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৬ সালে।
  2. ঢাকা মেট্রোরেল পরিচালক প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)।
  3. মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করতে মোট ব্যয় এর পরিমাণ ২২,০০০ কোটি টাকা।
  4. বর্তমান মেট্রোরেল প্রকল্পে ঋণের পরিমাণ হচ্ছে ১৬,৫৯৫ কোটি টাকা এবং ঋণ প্রদানকারী সংস্থা হচ্ছে জাইকা।
  5. মেট্রোরেলের প্রথম ধাপে চালু রেলপথের দৈর্ঘ্য ২০.১০ কিলোমিটার।
  6. সর্বপ্রথম স্তরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা চালু হবে।
  7. মেট্রোরেল ব্যবহার করে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে মাত্র ৩৫ মিনিট।
  8. প্রাথমিক স্তরে মেট্রো রেলের মোট স্টেশনের সংখ্যা ১৬ টি।
  9. মেট্রোরেল প্রকল্পে প্রথম স্তরে সর্বমোট ২৪ টি ট্রেন থাকবে।
  10. মেট্রোরেল প্রকল্পের সর্বমোট বাজেট ২.৮ বিলিয়ন মার্কিন ডলার।

মেট্রোরেল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর [ যা বিভিন্ন পরীক্ষায় আসার উপযোগী]

? মেট্রোরেল প্রকল্প কবে থেকে বাস্তবায়ন শুরু হয়েছে?
উত্তরঃ ২০১৬ সাল থেকে।
? ঢাকা মেট্রোরেল ব্যবস্থাকে কি বলা হয়?
উত্তরঃ ম্যাস রেপিড ট্রানজিড।
? মেট্রোরেল প্রকল্প পরিচালক কোম্পানির নাম কি?
উত্তরঃ ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি।

? ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি বা DMTCL কবে গঠন করা হয়?
উত্তরঃ ৩ জুন, ২০১৩।
? DMTCL কেন গঠন করা হয়?
উত্তরঃ মেট্রোরেল নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, জরিপ, ডিজাইন ইত্যাদি কাজে।
? RSTP কি?
উত্তরঃ Revised Strategic Transport Plan.
? RSTP অনুযায়ী সরকার কয়টি ম্যাস রেপিড ট্রানজিড বা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে?
উত্তরঃ ৫ টি।

? মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে ব্যায় হবে কত?
উত্তরঃ ২২ হাজার কোটি টাকা।
? মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কোন সংস্থা ঋন প্রদান করেন?
উত্তরঃ জাইকা।

? মেট্রোরেল প্রকল্পে জাইকা কত শতাংশ ঋণ প্রদান করেন?
উত্তরঃ ৭৫ শতাংশ।
? মেট্রোরেল প্রকল্পে জাইকার ঋণের পরিমান কত?
উত্তরঃ ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা।

? মেট্রোরেল প্রকল্পে সরকারের অর্থায়নের পরিমাণ কত?
উত্তরঃ ৫ হাজার ৩৯০ কোটি টাকা।(২৫%)
? মেট্রোরেলের প্রথম ধাপ চালু হবে কবে?
উত্তরঃ ২০২০ সালে ডিসেম্বরের দিকে।
? মেট্রোরেলের প্রথম ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ উত্তরা-মতিঝিল।

? উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলপথের নাম কি?
উত্তরঃ এমআরটি লাইন ৬।
? মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে কত মিনিট?
উত্তরঃ ৩৫ মিনিট।
? মেট্রোরেলের প্রথম ধাপে স্টেশন হবে কতটি?
উত্তরঃ ১৬ টি।

? মেট্রোরেলের ১৬ টি স্টেশন কোথায় কোথায় নির্মাণ করা হবে?
বা
? এমআরটি লাইন ৬ এর স্টেশন গুলো কোথায় কোথায়?
উত্তরঃ উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, আইএমটি, মিরপুর-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ব্যাংক।
? মেট্রোরেলের প্রথম ধাপের রেলপথের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২০.১০ কি.মি।

মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপে কতটি ট্রেন চলাচল করবে?
উত্তরঃ ২৪ টি।
? মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপের প্রতিটি ট্রেনে কতটি বগি থাকবে?
উত্তরঃ ৬ টি।
? মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস কত?
উত্তরঃ দুই মিটার।
? মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা কত?
উত্তরঃ ১৩ মিটার।

? মেট্রোরেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত?
উত্তরঃ ৩০-৪০ কি.মি।
? মেট্রোরেলে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে কতটুক?
উত্তরঃ ১৩.৪৭ মেগাওয়াট।

মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য কতটি উপকেন্দ্র নির্মাণ করা হবে?
উত্তরঃ ৫ টি।
? মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য উপকেন্দ্র গুলো কোথায় নির্মাণ করা হবে?
উত্তরঃ উত্তরা, পল্লবী, তালতলা, সোনারগাঁও ও বাংলা একাডেমি।
? মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৪০ কি.মি।
? মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ হোটেল সোনারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক।

মেট্রোরেলের তৃতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৭ কি.মি।
? মেট্রোরেলের তৃতীয় ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ পল্লবী থেকে উত্তরা।
ঢাকা এবং লাহোর মেট্রোরেল সম্পর্কে কিছু তথ্য…
? প্যাসেঞ্জার ক্যাপাসিটিঃ
ঢাকা মেট্রোরেল – ১ লক্ষ ৮ শত পার ডে।
লাহোর মেট্রোরেল – ২ লক্ষ ৫০ হাজার পার ডে।

? রুটের দৈর্ঘ্যঃ
ঢাকা মেট্রোরেল – ২০.১ কিলোমিটার।
লাহোর মেট্রোরেল – ২৭.১ কিলোমিটার।
? ট্রেনের সংখ্যাঃ
ঢাকা মেট্রোরেল – ৫৬ টি প্ল্যানড
লাহোর মেট্রোরেল – ৫৪ টি (২৭ টি রানিং, ২৭ টি আপকামিং)

স্টেশন সংখ্যাঃ
ঢাকা মেট্রোরেল – ১৬ টি এলিভেটেড স্টেশন।
লাহোর মেট্রোরেল – ২৪ টি এলিভেটেড স্টেশন, ২ টি আন্ডারগ্রাউন্ড স্টেশন।
? প্রকল্পের কাজ শুরুঃ
ঢাকা মেট্রোরেল – জুন ২০১৬
লাহোর মেট্রোরেল – অক্টোবর ২০১৫

? প্রকল্পের কাজ শেষঃ
ঢাকা মেট্রোরেল – পরীক্ষামূলক চালানো হলেও,যাত্রী কবে থেকে উঠানো হবে তা এখনো শিওর না।
লাহোর মেট্রোরেল – মার্চ ২০১৮
? প্রকল্প বাজেটঃ
ঢাকা মেট্রোরেল – ২.৮ বিলিয়ন মার্কিন ডলার
লাহোর মেট্রোরেল – ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার

মেট্রোরেল অনুচ্ছেদ রচনা: Metro rail onucched

মেট্রোরেল দ্রুতগতিসম্পন্ন পরিবহন ব্যবস্থা। যা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাজধানী ঢাকার জন্য যা খুবই প্রয়োজনীয়। ঢাকা জ্যামের নগরী। প্রতিনিয়ত জ্যাম এর কারণে এখানে অনেক সময় নষ্ট হয়। আমরা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারি না। এজন্য বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে যানজট নিরসনে। কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায়নি। কিন্তু বাংলাদেশ সরকারের একটি অভূতপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে ঢাকা মেট্রোরেল। আশা করা যায় ঢাকা মেট্রো রেল ঢাকার যানজট নিরসনে সক্ষম হবে। মেট্রোরেল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয় 2013 সালে। এমআরটি লাইন 6 এর নির্মাণকাজ শুরু হয় 2016 সালের 26 জুন। প্রথম পর্যায়ে নির্মাণ করা হবে 20.10 কিলোমিটার। এজন্য মোট ব্যয় হবে ২১ হাজার ৯৮৫ কোটি ৫৯ লাখ টাকা। প্রকল্প সহায়তা হিসেবে জাইকা ১৬ হাজার ৫৯৪ কোটি ৪৮ লাখ টাক দেবে। মেট্রো রেল চালানোর জন্য ঘণ্টায় প্রায় 13.47 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। এজন্য বিদ্যুৎ উপকেন্দ্র থাকবে প্রায় 5 টি। দ্বিতীয় ধাপ হবে 4 দশমিক 40 কিলোমিটার। দ্বিতীয় ধাপ হোটেল সোনারগাঁ থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত থাকবে। মেট্রোরেলের প্যাসেঞ্জার ক্যাপাসিটি ১ লক্ষ ৮ শত পার ডে। সুতরাং আমরা বলতে পারি মেট্রোরেল চালু হলে ঢাকার জ্যাম অনেকাংশে কমে আসবে। এজন্য আমাদের সঠিকভাবে মেট্রোরেল ব্যবহার করতে হবে। আমরা নিয়ম অনুযায়ী মেট্রোরেল ব্যবহার করব।
আশাকরি এতক্ষণে আমরা মেট্রোরেল এর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছি। আমরা মেট্রোরেল অনুচ্ছেদ পড়ার পাশাপাশি সঠিকভাবে মেট্রোরেল ব্যবহার করব। আপনারা কোন ধরনের লেখা পেতে ইচ্ছুক তা আমাদের জানাবেন।

ঢাকা মেট্রোরেল প্রকল্প। যে প্রশ্ন-উত্তর গুলো প্রত্যেক পরিক্ষাতেই দেখা যায়।

প্রশ্মঃ- রাজধানীর যানজট নিরসনে নির্মাণ করা মেট্রোরেল রুট কোনটি?
⏩উত্তরঃ – উত্তরা থেকে মতিঝিল

প্রশ্মঃ- মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় কবে?
⏩উত্তরঃ – ২৬ জুন, ২০১৬

প্রশ্মঃ- মেট্রোরেলের দৈর্ঘ্য কত?
⏩উত্তরঃ – ২০.১০ কিলোমিটার

প্রশ্মঃ- মেট্রোরেলের যাত্রী ধারণ ক্ষমতা কত?
⏩উত্তরঃ – ৬০ হাজার।

প্রশ্মঃ- মেট্রোরেলের প্রকল্প বাস্তবায়ন করবে কোন প্রতিষ্ঠান?
⏩উত্তরঃ – ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট নামে)

প্রশ্মঃ- মেট্রোরেলের নির্মাণ ব্যয় কত?
⏩উত্তরঃ – ২২ হাজার কোটি টাকা (সরকার নিজস্ব অর্থায়ন করবে ৫৩৯০ কোটি টাকা আর জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকা দিচ্ছে ১৬৫৯৫ কোটি টাকা)।

প্রশ্মঃ- মেট্রোরেল প্রকল্পটির পরামর্শক?
⏩উত্তরঃ – দিল্লি মেট্রোরেল কর্পোরেশন অর্থায়নে বাংলাদেশ সরকার ও জাইকা

প্রশ্মঃ- অবকাঠামো নির্মাণের জন্য চুক্তি করা হয়েছে কেন প্রতিষ্ঠানের সাথে?
⏩উত্তরঃ – ইতাল থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড এবং চীনের সিনোহাইড্রো কর্পোরশন লিমিটেডের সঙ্গে।

প্রশ্মঃ- নির্মাণাধীন মেট্রোরেলের স্টেশন থাকবে কতটি?
⏩উত্তরঃ – ১৬ টি।

প্রশ্মঃ- মেট্রোরেলে ট্রেন আসবে কত সময় পর পর?
⏩উত্তরঃ – প্রায় ৪ মিনিট পর পর।

প্রশ্মঃ- মতিঝিল থেকে উত্তরা ২০ কি.মি. পথ ট্রেন পাড়ি দিবে কত সময়ে?
⏩উত্তরঃ – ৪০ মিনিটে।

প্রশ্মঃ- মেট্রোরেলের সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘণ্টায় কত কি.মি.?
⏩উত্তরঃ – ১০০ কি.মি.।

প্রশ্মঃ- মেট্রোরেল প্রকল্পের বিল পাস হয় কত সালে?
⏩উত্তরঃ – ২০১১ সালে।

প্রশ্মঃ- মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন করা হয় কবে?
⏩উত্তরঃ – ২০১১ সালে।

প্রশ্মঃ- মেট্রোরেল মূল সড়কের দৈর্ঘ্য কত হবে?
⏩উত্তরঃ – ২২ কি.মি.

প্রশ্মঃ- মেট্রোরেল প্রকল্পে বিনিয়োগকারী সংস্থার নাম কি?
⏩উত্তরঃ – ইতালির থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১০০ টি প্রশ্ন-উত্তর

প্রশ্মঃ- মেট্রোরেলের প্রথম ধাপ চালু হওয়ার কথা ছিলো কবে?
⏩উত্তরঃ – ২০১৯ সালে (উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত।)

প্রশ্মঃ- দ্বিতীয় ধাপ চালু হওয়ার কথা ছিলো কত সালে?
⏩উত্তরঃ – ২০২০ সালে (আগারগাঁও থেকে মতিঝিল।)

আরও: ঢাকা মেট্রোরেল, ঢাকা মেট্রোরেল ম্যাপ, ঢাকা মেট্রোরেল প্রকল্প, ঢাকা মেট্রো রেল, ঢাকা মেট্রোরেল অনুচ্ছেদ, ঢাকা মেট্রোরেলের দৈর্ঘ্য কত, ঢাকা মেট্রো রেল জব সার্কুলার ট২১, ঢাকা মেট্রো রেল প্রকল্প, ঢাকা মেট্রোরেল প্রকল্প রচনা, ঢাকা মেট্রো রেলের দৈর্ঘ্য কত, ঢাকা মেট্রোরেল প্রকল্প নিয়োগ ২০২০, ঢাকা মেট্রোরেল প্রকল্প নিয়োগ, ঢাকা মেট্রোরেল প্রকল্প ২০২১, ঢাকা মেট্রোরেল রচনা, ঢাকা মেট্রোরেল প্রকল্প নিয়োগ ২০২১, ঢাকা মেট্রোরেল নিয়োগ, ঢাকা মেট্রোরেল স্টেশন, ঢাকা মেট্রোরেল এর দৈর্ঘ্য, ঢাকা মেট্রোরেল প্রকল্প ব্যয়, ঢাকা মেট্রোরেলের স্টেশন থাকবে কয়টি, ঢাকা মেট্রোরেল নিয়োগ ২০২১, মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান 2022, মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২১, মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf, মেট্রোরেল সম্পর্কে প্রশ্ন, মেট্রোরেল সম্পর্কে প্রশ্ন ও উত্তর, মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য, মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান mcq, মেট্রোরেল সম্পর্কে ১৫ টি বাক্য

About admin

Check Also

মজার সাধারণ জ্ঞান প্রশ্ন

মজার সাধারণ জ্ঞান প্রশ্ন

মজার সাধারণ জ্ঞান প্রশ্ন প্রশ্নঃ কোন ফল খাওয়ার যায় না? উত্তরঃ পরীক্ষার ফল প্রশ্নঃ কোন …