বিদ্যুৎ সম্পর্কিত সাধারণ জ্ঞান

বিদ্যুৎ কি? – What is Electricity?

বিদ্যুৎ বা তড়িৎ হলো এমন এক ধরনের অদৃশ্য শক্তি যা গতি, আলো, শব্দ এবং রূপান্তরিত শক্তি ইত্যাদি উৎপাদন করে বিভিন্ন কাজ সমাধান করে।

বিদ্যুৎ কত প্রকার ও কি কি? – Types of Electricity

বিদ্যুৎ দু প্রকার। যথাঃ ১. স্থির বিদ্যুৎ এবং ২. চল বিদ্যুৎ।

বিদ্যুৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও তথ্য [বিদ্যুৎ সম্পর্কিত সাধারণ জ্ঞান]

বিদ্যুত ও জ্বালানি সংক্রান্ত কিছু শব্দের পূর্ণরূপ:

BAEC: Bangladesh Atomic Energy Commission
BEPRC: Bangladesh Energy and Power Research Council – বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল
BERC: Bangladesh Energy Regulatory Commission
BPDB: Bangladesh Power Development Board
CNG: Compressed Natural Gas
DESCO: Dhaka Electric Supply Company Limited
LNG: Liquefied Natural Gas
LPG: Liquefied Petoroleum Gas
NLDC: National Load Dispatch Center – (British spelling Despatch) – দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়
SREDA: Sustainable and Renewable Energy Development Authority – টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ

কারেন্ট কি? [What is Current?]

পদার্থের মধ্যে বিদ্যমান মুক্ত ইলেকট্রনগুলোর কোন নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। কারেন্ট প্রতীক আই (I) ও একক কুলম্ব বা এম্পিয়ার (Ampere) এর প্রতীক (A) ।

কারেন্ট কে দু ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ

১. অল্টারনেটিং কারেন্ট (Alternating Current – AC)
২. ডাইরেক্ট কারেন্ট (Direct Current – DC)

অল্টারনেটিং কারেন্টঃ যে কারেন্টের মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে অল্টারনেটিং কারেন্ট বলা হয়।
ডাইরেক্ট কারেন্টঃ সময়ের সাথে যে কারেন্টের মান পরিবর্তিত হয় না তাকে ডাইরেক্ট কারেন্ট বলে।

এক নজরে বাংলাদেশের বিদ্যুৎ খাত

  • বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা (মেঃওঃ): ২৫,৭৩০*
  • সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন (মেঃওঃ): ১৪,৭৮২ (১৬ এপ্রিল ২০২২)
  • গ্রাহক সংখ্যা: ৪ কোটি ৩৭ লক্ষ
  • মোট সঞ্চালন লাইন (সা.কি.মি.): ১৩,৮৮৯
  • গ্রিড সাব-ষ্টেশন ক্ষমতা (এমভিএ): ৫৭,২৭২
  • বিতরণ লাইন (কি.মি.): ৬ লক্ষ ২৯ হাজার
  • বিতরণ লস: ৭.৭৪% (জুন ২০২২)
  • মাথাপিছু উৎপাদন (কিঃওঃআঃ): ৬০৮.৭৬
  • বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠী: ১০০%
  • প্রি-পেইড মিটারস্থাপন: ৫১ লক্ষ ৭ হাজার ৪৫২
  • সোলার হোম সিস্টেম: ৬০ লক্ষ
  • *ক্যাপটিভ সহ ও নবায়নযোগ্য জ্বালানি সহ

এম্পিয়ার কি? – What is Ampere?

কোন পরিবাহীর মধ্য দিয়ে এক কুলম্ব চার্জ এক সেনেন্ড সময় ধরে প্রবাহিত হলে উক্ত পরিমান চার্জকে এক এম্পিয়ার বলে।

এম্পিয়ার মাপার যন্ত্রের নাম এম্পিয়ার মিটার (Ampere Meter) । ১ কুলম্ব = ৬.২৪ X ১০১৮ ইলেকট্রন চার্জ।

ভোল্টেজ কি? [What is Voltage?]

ভোল্টেজ হলো এক প্রকারের বৈদ্যুতিক বল বা চাপ। পরিবাহীর পরমানুগুলোর ইলেকট্রন (ঋণাত্নক কনিকা) সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন তাকে ভোল্টেজ বলে। ভোল্টেজ এর প্রতীক হলো ভি (V) এবং এর একক ভোল্ট (Volt) ।

ভোল্টেজ মাপার যন্ত্রের নাম ভোল্ট মিটার (Volt Meter) । ভোল্টেজ হলো রেজিস্ট্যান্স বা পরিবাহীর রোধ ও এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এর গুনফল।

সুতরাং, ভোল্টেজ = কারেন্ট X রেজিস্ট্যান্স (V = I X R)

ভোল্ট কি? – What is Volt?

কোন পরিবাহীর মধ্য দিয়ে ১ এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় যদি ১ ওয়াট পরিমান কাজ সম্পন্ন করে, তাহলে উক্ত পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যকে ১ ভোল্ট বলে।

ভোল্ট বা Volt এর প্রতীক (V) । ইতালীয়ান বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টের নামানুসারে এর নাম রাখা হয়েছে। তিনিই প্রথম বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন।

ওহম কি? – What is Ohm?

বিদ্যুৎ পরিবাহকের দুই প্রান্তের বিভক পার্থক্যের মান ১ ভোল্ট হলে তার মধ্য দিয়ে যদি ১ এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হয় তাহলে সেই পরিবাহকের রোধকে ১ ওহম (Ω) বলে।

গাণিতিক ব্যাখাঃ Ω = V/A
যেখানে, Ω (ওহম); V = ভোল্ট; A = এম্পিয়ার

ক্যাপাসিট্যান্স কি? – What is Capacitance?

ক্যাপাসিটরের কোন প্লেটগুলোর মধ্যে কোন বিভব পার্থক্য থাকলে প্লেটগুলো বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে (চার্জ ধরে রাখে) এ ধর্ম বা বৈশিষ্ট্যকে ক্যাপাসিট্যান্স বলে।

ক্যাপাসিট্যান্স এর প্রতীক সি (C) । এর একক ফারাদ Farad (F) বা মাইক্রো ফারাদ Micro Farad (µF) । ক্যাপাসিট্যান্স মাপার যন্ত্রের নাম ওহম মিটার বা ক্যাপাসিট্যান্স মিটার।

ইন্ডাকট্যান্স কি? – What is Inductance?

ইন্ডাকট্যান্স কয়েলের একটি বিশেষ ধর্ম যা কয়েলে প্রবাহিত কারেন্টের হ্রাস বা বৃদ্ধিতে বাঁধা প্রদান করে থাকে। এর প্রতীক L ও এর একক হ্যানরি (Henry) ।

কম্পন কি? – What is Vibration?

কম্পকের ফলেই শব্দের সৃষ্টি হয়। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে কোন বস্তু সাম্যাসস্থানের উভয় পার্শ্বে স্পন্দন ঘটে। অর্থাৎ একটি পূর্ণ স্পন্দন সম্পন্নকালে তার অর্ধেক সময় সাম্যাসস্থানের একদিকে ও বাকি সময় বিপরীত দিকে গমন করে। যেমনঃ গিটারের তারে শব্দ সৃষ্টি ইত্যাদি।

কম্পাংক বা ফ্রিকুয়েন্সী কি? – What is Frequency?

এক সেকেন্ড পিরিয়ডে যতগুলো সাইকেল সম্পন্ন হয় তাকে কম্পাংক বা ফ্রিকুয়েন্সী বলে। এর প্রতীক F । কম্পনের এস আই একক হার্জ (Hz) । এ নামকরণ করা হয়েছে বিজ্ঞানী হেনরিক হার্টজ এর নামানুসারে। যিনি সর্বপ্রথম তড়িৎ চৌম্বক তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন।

রেজিস্ট্যান্স বা রোধ কি? – What is Resistor?

পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় পরিবাহী পদার্থের যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারনে তা বাধাপ্রাপ্ত হয় তাকে রেজিস্ট্যান্স বা রোধ বলে।

এর প্রতীক আর (R) এবংএকক ওহম (Ohm) ।

কন্ডাকটর বা পরিবাহী কি? – What is Conductor?

যেসকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে করতে পারে তাদের কন্ডাকটর বা পরিবাহী বলে। যেমনঃ সোনা, রূপা, লোহা ইত্যাদি।

সেমি-কন্ডাকটর বা অর্ধপরিবাহী কি? – What is Semi-Conductor?

যেসকল পদার্থের মধ্য দিয়ে সামান্য পরিমানে বিদ্যুৎ চলাচল করে অর্থাৎ অবস্থা ভেদে কখনো বিদ্যুৎ চলাচল করে আবার কখনো চলাচল করে না তাদের সেমি-কন্ডাকটর বা অর্ধপরিবাহী বলে। যেমনঃ সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি।

ইন্সুলেটর বা অপরিবাহী কি? – What is Insulator?

যেসকল পদার্থের মধ্য দিয়ে সরাসরি বিদ্যুৎ চলাচল করতে করতে পারে তাদের ইন্সুলেটর বা অপরিবাহী বলে। যেমনঃ রাবার, প্লাষ্টিক ইত্যাদি।

পাওয়ার বা বৈদ্যুতিক ক্ষমতা কি? – What is Power?

বৈদ্যুতিক শক্তি ব্যবহারের হারকে পাওয়ার বা বৈদ্যুতিক ক্ষমতা বলে। পাওয়ার কে P দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। পাওয়ারের একক ওয়াট (Watt) বা কিলোওয়াট (Kilo Watt) ।

অর্থাৎ, পাওয়ার = ভোল্টেজ X কারেন্ট (P = V X I)

এনার্জি বা বৈদ্যুতিক শক্তি কি? – What is Energy?

বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার একটি সার্কিটে যত সময় কাজ করে পাওয়ারের সাথে উক্ত সময়ের গুনফলকে বৈদ্যুতিক শক্তি বা এনার্জি বলে। এনার্জি মাপার যন্ত্রের নাম এনার্জি মিটার।

এনার্জি এর একক Watt-hour বা Kilowatt-hour .
অর্থাৎ, এনার্জি, ওয়াট = পাওয়ার X টাইম (W = P X T)

ওয়াট কি? – What is Watt?

কোন লোড একটি নির্দিষ্ট সময়ে যতটুকু শক্তি ব্যয় করে কোন কাজ সম্পন্ন করে তাকে ওয়াট বলে। ওয়াট পরিমাপক যন্ত্রের নাম ওয়াট মিটার।

ওয়াট বের করতে নিচের সূত্রটি ব্যবহার করা হয়। যথাঃ
P = V X I X Cosθ
P = I2 X R X Cosθ
P = (V2 X Cosθ) / R
P = Power,
I = Current,
V = Voltage,
R = Resistance,
Cosθ = Power Factor,

পিরিয়ড বা সময় কি? – What is Period?

এক সাইকেল সম্পন্ন করতে যে সময়ের প্রয়োজন হয় তাকে পিরিয়ড বা সময় বলে। এর প্রতীক হলো টাইম (T) ।

 সাইকেল কি? – What is Cycle?

একটি পরিবাহী একটি উওর মেরু ও একটি দক্ষিণ মেরুর মাঝখানে একটি পথ যদি একবার পরিক্রমন করে তাহলে একটি ভোল্টেজ তরঙ্গের সৃষ্টি করে। এ তরঙ্গকেই সাইকেল বলে।

অল্টারনেশন কি? – What is Alternation?

অল্টারনেশন হলো ভোল্টেজ তরঙ্গের অর্ধাংশ।

বৈদ্যুতিক সার্কিট বা বর্তনী কি? – What is Electrical Circuit?

বিদ্যুতের উৎস, পরিবাহী, নিয়ন্ত্রনযন্ত্র, রক্ষণযন্ত্র, ব্যবহারযন্ত্র একত্রে এমন একটি পথ যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে বৈদ্যুতিক সার্কিট বা বর্তনী বলে।

সার্কিটের সংযোগের ভিত্তিতে একে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ

১. সিরিজ সার্কিট (Series Circuit) ,
২. প্যারালাল সার্কিট (Parallel Circuit) ও
৩. মিশ্র সার্কিট (Mixed Circuit)

সিরিজ সার্কিটঃ দুই বা তার অধিক রেজিস্টার একের পর এক যদি এমন ভাবে যুক্ত করা হয় যেখানে বিদ্যুৎ প্রবাহের একটি মাত্র পথ থাকে তাকে সিরিজ সার্কিট বলে।

প্যারালাল সার্কিটঃ একাধিক রেজিস্টার বা লোড প্রত্যেকটিকে বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযুক্ত করা হয় যাতে বিদ্যুৎ প্রবাহের একাধিক পথ বিদ্যমান থাকে তাকে প্যারালাল সার্কিট বলে।

আরও দেখুন ভিডিওতে:পল্লী বিদ্যুৎ সংক্রান্ত ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।। পাওয়ার সেক্টর।।

বিদ্যুৎ সম্পর্কিত সাধারণ জ্ঞান ২০২৩

প্রশ্নঃ BREB কী?
উত্তরঃ Bangladesh electrification board বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড.

প্রশ্নঃ PBS অর্থ কি

উত্তরঃ পল্লী বিদ্যুৎ সমিতি

প্রশ্ন পল্লী বিদ্যুৎ সমিতি কি ধরনের প্রতিষ্ঠান?

উত্তরঃ পল্লী বিদ্যুৎ সমিতি একটি বেসরকারি সমবায় ভিত্তিক বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান।

প্রশ্নঃ পল্লী বিদ্যুৎ সমিতি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়?

উত্তরঃ পল্লী বিদ্যুৎ সমিতি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়।

প্রশ্নঃ পল্লী বিদ্যুৎ সমিতি কয়টি?

উত্তরঃ পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে ৮০ টি

প্রশ্নঃ পল্লী বিদ্যুৎ সমিতির নীতি কি

উত্তরঃ পল্লী বিদ্যুৎ সমিতির নীতি হচ্ছে লাভ ও না ক্ষতি ও না ।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সর্ব প্রধান কে কি বলা হয়

বোর্ডের সাংগঠনিক কাঠামোর সর্ব প্রধান কে বোর্ডের চেয়ারম্যান বলে।

প্রশ্নঃ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎ বিতরণের এলাকা কতটুকু?

ডেসা ডেসকো এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন এলাকা ছাড়া দেশের সকল অঞ্চলের বিদ্যুৎ বিতরণ এলাকা পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর অন্তর্গত

প্রশ্নঃ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাংগঠনিক কাঠামোর নাম গুলো লিখ?

উত্তরঃ ১।চেয়ারম্যান .২।সদস্য প্রকৌশল .৩।সদস্য অর্থ ।৪।সদস্য পবিস ও প্রশিক্ষণ ৫। খন্ডকালীন সদস্য

প্রশ্নঃ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য কি কি দায়িত্ব পালন করেন

১।অর্থ ব্যবস্থাপনা .২।বাজেট তৈরি ও ব্যয় .৩।হিসাব পদ্ধতি নিরীক্ষা .৪।সমিতির ঋণ পরিচালনা ও সংগ্রহ ইত্যাদি

প্রশ্নঃ পল্লী বিদ্যুৎ সমিতি সুষ্ঠু পরিচালনা ও সমিতির কল্যাণমূলক কাজে কি কি ভূমিকা পালন করে?

উত্তরঃ

অধিক সংযোগ প্রদান করা

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা

বিদ্যুৎ চুরি রোধ করা

সমিতির কর্মচারীদের কাজে সহায়তা করা

গ্রাহক বৃন্দকে বিভিন্ন সময়ে শিক্ষাদান ও উদ্বুদ্ধকরণ

প্রশ্নঃপল্লী বিদ্যুৎ সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৭৭ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি পল্লী বিদ্যুতায়ন বোর্ড অধ্যাদেশ, ১৯৭৭ (১৯৭৭ এর অধ্যাদেশ নং ৫১) জারি করেন ও অধ্যাদেশ অনুসারে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৮ সালে এটি কার্যক্রম শুরু করে।

প্রশ্নঃকুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালে ২৮ জনুয়ারি

প্রশ্নঃ খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি এর যাত্রা শুরু হয় ২০০১ সালে।

প্রশ্নঃ রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৪ জানুয়ারী ১৯৮২ সালে এ যাত্রা শুরু করে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১

প্রশ্নঃ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান নাম কি?

উত্তরঃ বিআরইবির বর্তমান চেয়ারম্যান হলেন মোহাম্মদ সেলিম উদ্দিন।

প্রশ্নঃ পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কাজ কি?

বিদ্যুৎ বিতরণ করা

প্রশ্নঃ শতভাগ বিদ্যুতায়িত উপজেলা কতটি

উত্তরঃ ৪৬২ টি

প্রশ্নঃ পল্লী বিদ্যুতের মোবাইল অ্যাপ এর নাম কি ?

উত্তর পল্লী বিদ্যুৎ সেবা

প্রশ্ন দুর্যোগে আলোর গেরিলা কি?

উত্তর পল্লী বিদ্যুতের গ্রাহক সেবা প্রদানের টিমের নাম

প্রশ্ন সাব-স্টেশনের হার্ট কাকে বলা হয়

উত্তরঃ ডিসি সিস্টেমকে।

প্রশ্ন ৩৩/১১ কেভি সাবস্টেশন ডিসি সিস্টেম ভোল্টেজ কত?

উত্তরঃ 110 ভোল্ট

প্রশ্ন পল্লী বিদ্যুৎ আবাসিক সংযোগের জন্য কি কি দরকার হয়?

উত্তরঃ ছবি জাতীয় পরিচয় পত্র ও জমি খারিজের স্ক্যান কপি

প্রশ্নঃআলোর ফেরিওয়ালার উদ্ভাবকের নাম ও পদবী?

উত্তরঃ শেখ আব্দুর রহমান এজিএম ঝিনাইদহ

প্রশ্নঃ প্রতি মাসে বিদ্যুৎ বিক্রি কত?

উত্তরঃ দুই হাজার কোটি টাকা।

প্রশ্ন বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস গুলো কি কি

উত্তরঃ খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কয়লা পানি।

প্রশ্নঃ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয় কবে?

উত্তর ১৯৬২ সালে

প্রশ্নঃ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়?

উত্তরঃ রাঙ্গামাটি জেলায়

প্রশ্নঃ গ্রিড কাকে বলে?

উত্তরঃ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে দেশের বিভিন্ন অঞ্চলে বিতরণের লক্ষ্যে সকল আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কে যে সঞ্চালন লাইন ও উপকেন্দ্রের মাধ্যমে একটি নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা হয় তাকে গ্রিড বলে।

প্রশ্ন বাংলাদেশের কোন কোন বিদ্যুৎ কেন্দ্র আছে?

উত্তর পানি বিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বায়ু বিদ্যুৎ কেন্দ্র সৌর বিদ্যুৎ কেন্দ্র

প্রশ্ন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন কর্তৃপক্ষের নাম লিখ?

উত্তরঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ

উত্তরঃ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

উত্তরঃ ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্পোরেশন

প্রশ্ন 2030 সালের মধ্যে সরকার কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন উৎপাদনের পরিকল্পনা রয়েছে?

উত্তরঃ 40 হাজার মেগাওয়াট

প্রশ্ন বাংলাদেশে কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানি করে?

উত্তরঃ ভারত

প্রশ্নঃ পল্লী বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা কত?

উত্তরঃ ৮৬০৬ মেগাওয়াট

প্রশ্নঃ পল্লী বিদ্যুতের মাসিক বিক্রয় কত?

উত্তরঃ ২৬২২ কোটি টাকা

প্রশ্নঃ মোট বিদ্যুতায়িত লাইন

উত্তরঃ  ৫,৫৮,১৫৪ কি.মি

প্রশ্নঃ টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহক সংখ্যা কত?

উত্তরঃ সমিতিতে ৫১৮৪৮৮ জন গ্রাহক রয়েছে।

More: বিদ্যুৎ সম্পর্কিত সাধারণ জ্ঞান ২০২২, বিদ্যুৎ সম্পর্কিত সাধারণ জ্ঞান ২০২১, ইলেকট্রিক সাধারণ জ্ঞান, পল্লী বিদ্যুৎ প্রশ্ন ব্যাংক pdf, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কয়টি, পাওয়ার সেক্টর সাধারণ জ্ঞান, বাংলাদেশে কত সালে বিদ্যুৎ আসে, পল্লী বিদ্যুৎ সম্পর্কে তথ্য, বিদ্যুৎ সম্পর্কিত সাধারণ জ্ঞান ২০২৩

About admin

Check Also

বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব – ৩

আমরা অনেকে জানিনা কে বাংলাদেশের প্রথম কিন্তু বিষয়টি জেনে রাখা খুব দরকার। এই বিষয়ে নিচে …