আজকে ইমামরা যদি এক হয় বাংলাদেশে ইসলামের উপর আঙুল তুলার ক্ষমতা কেউ নাই: চরমোনাই

আজকে ইমামরা যদি এক হয়, ঐক্য হয় তাহলে আল্লাহর কসম করে বলতে পারি বাংলাদেশে ইসলামের উপর আঙুল তুলার ক্ষমতা কেউ নাই। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে

আজ মঙ্গলবার ৬ ডিসেম্বর দুপুরে জেলা শহরের রাজনগর কমিউনিটি সেন্টারে ওলামা মাশায়েখ সম্মেলনে ,মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি বলেন,আমাদের অনেকগুলো কারনে পঞ্চগড়ে কাদেয়ানীরা বাসা বেঁধেছে। আমাদের কারনে ইসলামের উপর কটুক্তি করতে সাহস পেয়েছে, জালেমরা আঙুল তুলে কথা বলছে।

এদিকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওলানা মো.সালমান জাহাঙ্গীর এর সভাপতিত্বে, মুফতী আব্দুল্লাহ আল হুসাইন মাহমুদী সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, মুহতামিম দারুল উলুম ফারুকীয়া মাদরাসা পঞ্চগড়ের মাওলানা মো.মাহমুদুল আলম,পঞ্চগড় নুরুল আলা নুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো.আব্দুল হান্নান প্রমূখসহ স্থানীয় ওলামাগন।

ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চান চরমোনাইয়ের পীর

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘যারা জনগণের ভাষা বুঝতে পারে না তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আগামী দিনে দেশ ও জাতির স্বার্থ রক্ষায় বাংলাদেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং সর্বসাধারণ ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে।’

আজ শনিবার ২৬ নভেম্বর দুপুরে চরমোনাই মাহফিলে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তি‌নি। এ সময় তি‌নি আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর ধরে ক্ষমতাসীন যারা ছিল বা আছে তাদের সবাই স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়নে বারবার ব্যর্থ হয়েছে।’

এদিকে সম্মেলনে আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা এবং লক্ষ্মীপুর চর কাদিরাবাদ ইউপি চেয়ারম্যান আল্লামা খালিদ সাইফুল্লাহসহ আরও অনেকেই।

এ ছাড়াও সকালে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীনের সভাপতিত্বে যুব জমায়েত এবং বিকেলে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের জমায়েত অনুষ্ঠিত হয়। এদিকে আগামী ২৮ নভেম্বর সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে চরমোনাইয়ের তিন দিনব্যাপী মাহফিল শেষ হবে।

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।