ADVERTISING

আপনি আমার সঙ্গে অভিনয়ের যোগ্যতা অর্জন করেছেন কিনা আগে সেটা ভাবুন: হিরো আলম

ADVERTISING

দেশের জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের বিরুদ্ধে বুলিংয়ের অভিযোগ তুলেন উপস্থাপিকা ইসরাত পায়েল। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় হয়েছে। নেটিজেনদের ধারণা, ভাইরাল হতেই এমন কাণ্ড ঘটিয়েছেন পায়েল। এর আগে, গত ১১ নভেম্বর মিসেস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে পায়েলকে উদ্দেশ্য করে বরিশালের আঞ্চলিক ভাষায় মীর সাব্বির বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা।’

ADVERTISING

ওই সময় বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও পরবর্তীতে অভিযোগ তোলেন এই উপস্থাপিকা। এ অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ নভেম্বর নিজের সেই মন্তব্যের বিষয়টি স্পষ্ট করেন মীর সাব্বির। তার ভাষ্য, ‘এক দেশের গালি, আরেক দেশের বুলি।’ এ কথা বলার পেছনে অভিনেতার কোনো উদ্দেশ্য ছিল না। উপস্থাপিকা তার শব্দের মানে বুঝতে পারেননি।

ADVERTISING

এদিকে মীর সাব্বিরের মতো একজন গুণী অভিনেতার বিরুদ্ধে বুলিংয়ের অভিযোগ তোলায় খেপেছেন শোবিজের অনেক তারকাই। তারা এ অভিনেতার পক্ষে জোরালো আওয়াজ তোলেন। এবার সেই উপস্থাপিকাকে এক হাত নিলেন সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ হিরো আলম।

কারণ মিসেস ইউনিভার্সের সেই আয়োজনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হিরো আলমকে কটাক্ষ করেও মন্তব্য করেন তিনি। পায়েল বলেছিলেন, হিরো আলমকে আমি নায়ক হিসেবে দেখি না। হতে পারে সে স্ট্যান্ডার্ড কমেডিয়ান, তবে নায়ক নয়। যে জনপ্রিয়তা সুনাম বয়ে আনবে না, সেই ভাইরাল/জনপ্রিয়তার সঙ্গে আমি নেই।

এর জবাবে হিরো আলম বলেন, আয়নায় নিজের চেহারা দেখেছেন? আপনাকে (পায়েল) কয়জন চিনে, সেটা আগে ভাবেন। আর আমাকে সারা বিশ্ব চিনে। আপনি আমার সঙ্গে অভিনয়ের যোগ্যতা অর্জন করেছেন কিনা আগে সেটা ভাবুন। তিনি আরও বলেন, ইসরাত পায়েলকে আমি চিনতাম না। সেদিন মীর সাব্বির ভাইয়ের সঙ্গে ঘটনার পর প্রথম তার কথা জানতে পারি।

আপনার যদি এতই আলোচনায় আসতে ইচ্ছে হয়, আমার কাছে আসেন: সেই উপস্থাপিকাকে নিয়ে জয়

দেশের জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের বিরুদ্ধে বুলিংয়ের অভিযোগ এনেছেন উপস্থাপিকা ইসরাত পায়েল। গত ১১ নভেম্বর মিসেস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে তাকে উদ্দেশ্য করে বরিশালের আঞ্চলিক ভাষায় মীর সাব্বির বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা।’ ওই সময় বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও পরবর্তীতে অভিযোগ তোলেন পায়েল।

আর এ অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার ১৬ নভেম্বর নিজের সেই মন্তব্যের বিষয়টি স্পষ্ট করেন মীর সাব্বির। তার ভাষ্য, ‘এক দেশের গালি, আরেক দেশের বুলি।’ এ কথা বলার পেছনে অভিনেতার কোনো উদ্দেশ্য ছিল না। উপস্থাপিকা তার শব্দের মানে বুঝতে পারেননি। মীর সাব্বিরের মতো একজন গুণী অভিনেতার বিরুদ্ধে এমন অভিযোগ তোলায় খেপেছেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে এবং কিছুটা দাবি খাটিয়ে অভিনেতা মীর সাব্বিরকে মঞ্চে কিছুটা মজা করার জন্য দাঁড় করালেন উপস্থাপিকা। বরিশালের ভাষায় মীর সাব্বির মজাও করলেন। তারপর সব শেষ। সবাই আনন্দ পেয়ে ঘরে গেল।

তিনি আরও লেখেন, উপস্থাপিকা বা কোনো মাধ্যম এই অনুষ্ঠান থেকে একটি ভাইরাল টপিক বানানোর জন্য মীর সাব্বিরের মজাটাকে পুঁজি করল। সারাদিন মীর সাব্বিরকে নিয়ে ট্রল। উপস্থাপিকা মীর সাব্বিরের বিরুদ্ধে কিছুটা অশালীনভাবেই বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিয়েই যাচ্ছেন। আপনার যদি এতই আলোচনায় আসতে ইচ্ছে হয় আপনি আমার কাছে আসেন। এই বিষয়ে মীর সাব্বির আপনাকে অনেক দূর নিতে পারবে না। মাত্র দুই-তিন দিন। আমার অনুষ্ঠান আপনাকে এক বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখবে।

এ সময় সতর্ক করে এই অভিনেতা লিখেছেন, নারীর পোশাক এবং নারীকে সম্মান করা এই বিষয়ে মীর সাব্বিরসহ আমাদের জেনারেশনের সকল অভিনেতাদের সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। মীর সাব্বিরকে নিয়ে ট্রল করেন অসুবিধা নাই। ভুলেও তাকে অসম্মান করার চেষ্টা করবেন না। ট্রল কাকে বলে, কত প্রকার ও কি কি- বিষয়টা আপনাকে বোঝাতে চাই না। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে মীর সাব্বির যখন বিবাহিত বলেছে, তখন আপনার মন খুব খারাপ হয়েছে। তাই আপনি প্রতিশোধ নেওয়ার জন্য মীর সাব্বির সম্পর্কে আজেবাজে কথা বলছেন।

About admin

Check Also

আর দেখা যাবে না ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’

ADVERTISING দেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব‌্যাচেলর পয়েন্ট’। এটির নির্মাতা কাজল আরেফিন অমি। নাটকটির জনপ্রিয়তা এতটাই …