বরিশালে ইশরাককে প্রধান আসামি করে মামলা

বরিশালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনসহ দলের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) রাতে গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যায় মামলাটি করা হয়। তবে মামলার বাদী হয়েছেন রাসেল রাঢ়ী। তিনি গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি। ইতোমধ্যে এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাহিলারা বাজার বণিক সমিতির সভাপতি শহীদ সরদার বলেন, শনিবার সকাল ৬টার দিকে আমরা ১০ থেকে ১২ জন মাহিলারা বাজারের সামনে রাস্তায় অবস্থান করছিলাম। এ সময় ৭০ থেকে ৭৫টি গাড়ির বহর এসে বাজারের সামনে মহাসড়কে থামে। তখন গাড়ি থেকে ক্যাডাররা নেমে বাজারে আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য়ে হামলা ও ভাংচুর করে। এ সময় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, আবুল হাসানাত আব্দুল্লাহর ছবি ছিঁড়ে ফেলে।

তিনি আরও বলেন, হামলাকারীরা সাতটি মোটর সাইকেল ভাংচুর করেছে। তারা মাহিলারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাজকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় মামলাটি করা হয়েছে।

এ বিষয়ে গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করা হয়েছে। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। তিনি আরও জানান, গৌরনদী উপজেলা বিএনপির নেতা বদিউজ্জামান মিন্টু, সজল সরকার ও জাফরসহ নামধারী ৭০ জন এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

ইশরাকের গাড়িবহরে হামলার জবাবে যুবলীগের ওপর বিএনপির পাল্টা হামলা

বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে আজ শনিবার সকালে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা ও ভাঙচুর করেছেন স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা। এর জবাবে বহরে থাকা বিএনপি নেতা-কর্মীরা জড়ো হয়ে স্থানীয় মাহিলাড়া মডার্ন ক্লাবে ভাঙচুর করে ও যুবলীগ-ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীকে পিটিয়ে আহত করেছেন। এর মধ্যে গুরুতর আহত ৫ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন, দুই দলের আহত নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির গণসমাবেশে যোগ দিতে ইশরাক হোসেন ৫০ থেকে ৬০টি গাড়ির বহর নিয়ে আজ সকালে বরিশালে যাচ্ছিলেন।

সকাল ৭টার দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রারি, যুগ্ম সাধারণ সম্পাদক বিলাশ কবিরাজ ও মাহিলাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সহিদুল ইসলামের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন যুবলীগ–ছাত্রলীগ নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় তাঁরা বহরে থাকা ৭টি গাড়ি ভাঙচুর করেন এবং ১০ জনকে পিটিয়ে আহত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বহরে হামলার পরে ইশরাক হোসেনের সফরসঙ্গীরা জড়ো হয়ে মাহিলাড়া মডার্ন ক্লাবের আসবাবপত্র ভাঙচুর করেন এবং পিটিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীকে আহত করেন। পিটুনিতে তাঁদের কয়েকজনের মাথা ফেটে রক্ত বের হতে দেখা যায়।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দেওয়ান আব্দুস সালাম বলেন, আহত ৫ জন যুবলীগ নেতাকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়।

এর মধ্যে তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। রাসেল রারিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বিলাশ কবিরাজের মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছে।

ইশরাক হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসতিয়াক আজিজ উলফত বলেন, মাহিলাড়া এলাকায় ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা চালিয়ে ৭টি গাড়ি ভাঙচুর ও ১০ জনকে আহত করেছেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রারি বিএনপি নেতার বহরে হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা মাহিলাড়া মডার্ন ক্লাবে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী আড্ডা দিচ্ছিলাম। সকাল সাতটার দিকে ইশরাক হোসেন প্রায় শতাধিক মাইক্রোবাস নিয়ে বরিশাল যাওয়ার পথে আমাদের ক্লাবে অতর্কিতভাবে হামলা চালায়।

এ সময় ইশরাকের সঙ্গে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা বিলাশ কবিরাজ, মো. সহিদুল ইসলাম, যুবলীগ নেতা পলাশ কবিরাজ, আলীম হোসেন খান, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রাসেল সেরনিয়াবাত, আমাকেসহ কমপক্ষে ১৫ জনকে পিটিয়ে রক্তাক্ত করেছে।

গুরুতরভাবে আহত পাঁচজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা মডার্ন ক্লাবে ভাঙচুরের পাশাপাশি আমার নেতা-কর্মীদের ১০টি মোটরসাইকেলও ভাঙচুর করেছন।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, বিষয়টি শুনেছেন তিনি। পুলিশ ঘটনাস্থলে আছে। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে।’

খেয়া বন্ধ, নদী সাঁতরে সমাবেশে পৌঁছলেন বিএনপির কর্মীরা

বরিশাল নগরী আর উপজেলাকে বিচ্ছিন্ন করেছে কীর্তনখোলা নদী। বরিশালের নৌবন্দরের পাশে চরকাউয়া পয়েন্টে খেয়াই যাতায়াতের সহজ মাধ্যম। সেই খেয়া পারাপার শুক্রবার থেকে বন্ধ রয়েছে। তাই কীর্তনখোলার ওপারের ইউনিয়নগুলোর সঙ্গে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বিএনপির নেতকর্মীরা আজ শনিবার সকালে সেই নদী সাঁতরে সমাবেশস্থলে পৌঁছেছেন, এমনটাই দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, অন্তত ২০ জন কর্মী সকাল পৌনে ১০টার দিকে চরকাউয়া খেয়াখাটে আসেন।

তারা শুধু শর্টপ্যান্ট পরে খালি গায়ে কীর্তনখোলায় ঝাঁপ দেন। তখন নদীতে প্রচণ্ড স্রোত। প্রায় ৩০ মিনিট সাঁতরে তারা কীর্তনখোলা নদী পাড়ি দেন। বরিশাল শহরের এই প্রান্তে তাদের জন্য পোশাক নিয়ে অপেক্ষা করছিলেন দলের নেতারা। তীরে সাঁতরে ওঠার পর তাদেরকে নতুন পোশাক দেওয়া হয়। পোশাক পরে তারা হেঁটে সমাবেশস্থলে যোগ দিয়েছেন।

তাদের সঙ্গে ছিলেন ছাত্রদলের কর্মী সবুজ তালুকদার। তিনি বলেন, বাকেরগঞ্জের গোমা থেকে তিনি ভোররাতে রওনা দিয়ে এসেছেন। পায়ে হেঁটে সকাল ৮টার দিকে চরকাউয়া খেয়াঘাটে পৌঁছেন। কিন্তু খেয়া পারাপার বন্ধ থাকায় বিকল্প পথে পারাপারের জন্য প্রায় ঘণ্টাখানেক ঘাটে বসে ছিলেন। তার মতো আরো কয়েক যুবক সেখানে অপেক্ষা করছিলেন। শেষমেশ তারা নদী সাঁতরে সমাবেশে যাওয়ার পরিকল্পনা করেন।

বিএনপি দুবাই থেকে টাকা এনে জনসমাগম করছে: কাদের

বিএনপি বরিশালে টাকার বিনিময়ে লোক ভাড়া করে মহাসমাবেশে করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় দুর্যোগর নাম বিএনপি। তাদের ক্ষমতা দখলের স্বপ্ন রঙিন খোয়াব ছাড়া আর কিছুই নয়। আজ শনিবার (৫ নভেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি।

কাদের বলেন, ফখরুল সাহেব আমার প্রতি গোস্বা করেছেন। কারণ আমি বলেছি, দুবাই থেকে রাশি রাশি অর্থ আসছে। সে অর্থ এখন আকাশে উড়ে, বাতাসে উড়ে, রংপুরে উড়ে, ঢাকার বাতাসে উড়ে, এখন সে টাকা উড়ে বরিশালে গেছে।বরিশালে চারদিন ধরে সমাবেশ করছেন। রংপুরে দেখিছি বিছানা বালিশ নিয়ে শুয়ে পড়েছেন।

এসময় বিএনপির আন্দোলন ঠেকাতে তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান কাদের। তিনি বলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া লোক এখন বিএনপির নেতা। দেশের মানুষ দণ্ডিত ও সন্ত্রাসীদের দেশ চালাতে দেবে না।বরিশালে বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘটের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আগুন-সন্ত্রাসের ভয়ে পরিবহন মালিকরা বরিশালে গাড়ি বন্ধ রেখেছে।

‘শেখ হাসিনার জেলে যাওয়ার সময় হয়ে গেছে’

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল বলেছেন, এই সরকারের আমলে দেশে চাল-গমের দামে সেঞ্চুরি হবে। আমাদের দেশে তো ধান উৎপাদন হয়। তাহলে ইউক্রেন যুদ্ধের কারণে চালের দাম বাড়বে কেন? এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ হাসিনার জেলে যাওয়ার সময় হয়ে গেছে। প্রস্তুতি নিয়েন।

শনিবার (৫ নভেম্বর) বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় মহা সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এই মহাসমাবেশ দেখুন, পায়ে হেঁটে মানুষ চলে এসেছে। এখন কী করবেন, বাধা দিয়ে তো কোনো লাভ হলো না। দিনের ভোট রাতে করা যায়, কিন্তু এভাবে জনসমুদ্র করা যায় না।

এ সময় বিএনপির এই নেতা শেখ হাসিনার উদ্যেশ্যে বলেন, আপনার জেলে যাওয়ার সময় হয়ে গেছে, প্রস্তুতি নিয়েন। চাচাতো, মামাতো, খালাতো ভাইয়ের খাওন বরিশালে নাই। তাদের কথা শোনার টাইম নাই বরিশালে। তিনি বলেন, এই মহাসমাবেশ দেখুন, পায়ে হেঁটে মানুষ চলে এসেছে। এখন কী করবেন, বাধা দিয়ে তো কোনো লাভ হলো না।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে সমাবেশ করছে বিএনপি। ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের পর শনিবার (৫ নভেম্বর) বরিশালে গণসমাবেশ করছে দলটি। বরিশালে এটি পঞ্চম বিভাগীয় সমাবেশ।

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।