ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের চুম্বন ও থাপ্পড় কাণ্ডের ঘটনায় উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রথমে ঘটনাটি বাস্তব মনে হলেও পরে জানা গেল, এটি একটি সিনেমার দৃশ্যর অংশ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নগর বাউল’খ্যাত রকস্টার জেমসের কনসার্টে হুট করেই অভিনেত্রী সুনেরাহ এসে চুম্বন করে বসেন চিত্রনায়ক সিয়াম আহমেদকে। তবে এমন কাণ্ডে সিয়ামও বসে থাকেননি। কষে চড় মেরেছেন তিনি, দিয়েছেন ধাক্কাও। পরবর্তীতে কিছু না বলে মুখ ঢেকে স্থান ত্যাগ করেন সুনেরাহ।
এ ঘটনায় নেটিজেনদের অনেকেই সিয়ামের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীকেও টেনে আনেন। যে কারণে খানিকটা বিরক্ত হয়েই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিয়ামপত্নী।
সোশ্যাল মিডিয়ায় অবন্তী লিখেছেন, ‘ভাই! এটা শুটিং ছিল। তারা খুব ভালো বন্ধু। সুনেরাহ আমারও খুব ভালো বন্ধু। কেউ ভালোবেসে চুমু দেয়নি, আর চড়টাও রেগে মারেনি। আমার ইনবক্সে মেসেজের বন্যা বয়ে যাচ্ছে। অতিরিক্ত ট্যাগের কারণে নোটিফিকেশন দেখানো বন্ধ হয়ে গেছে।’ তিনি আরও লেখেন, ‘যাইহোক, এটি এতটাই বাস্তব লাগছিল যে, দৃশ্যটি বুঝতে আমার কয়েক সেকেন্ড সময় লেগেছে!’
এ প্রসঙ্গে সুনেরাহ গণমাধ্যমে জানান, সিয়াম সত্যিই চড়টা বেশ জোরে মেরেছে। চড় খেয়ে খুব ব্যথা পেয়েছি। এমনকি গালও কেটে গেছে। তবে কেউ ভুল বুঝবেন না। কারণ, এটি সিনেমার শুটিংয়ের অংশ ছিল। এতে আমাদের কোনো হাত নেই। ওখানে থাকা কোনো দর্শক ভিডিওটি ভাইরাল করে দিয়েছেন।
জানা গেছে, সিনেমাটির নাম ‘অন্তর্জাল’। সাইবার ওয়ার্ল্ডের গল্প নিয়ে এটি নির্মাণ করছেন দীপংকর দীপন। এতে সিয়ামের বিপরীতে পর্দায় আসছেন সুনেরাহ।
সিয়ামের চড়ে গাল কেটে গেছে সুনেরাহর
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, একটি কনসার্টে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে কষে চড় মারছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। পুরো ভিডিওতে দেখা যায়, কনসার্টে নগর বাউল জেমসের ‘দুষ্টু ছেলের দল’ গানটি বাজছে। গানের তালে তালে দর্শকরা কোমর দোলাচ্ছেন, সেখানে পাশাপাশি সিয়াম ও সুনেরাহ। গানের সঙ্গে নাচছেন সুনেরাও। নাচতে নাচতে হঠাৎ করেই সিয়ামকে জড়িয়ে ধরে চুমু দেন এই অভিনেত্রী। আর তাতে হতভম্ব হয়ে সুনেরাহকে কষিয়ে চড় মারেন সিয়াম। চড় খেয়ে তিনি চলে যান দর্শকদের মধ্যে।
ভিডিওটিতে এমন দৃশ্য দেখে অনেক নেটিজেনই বিভ্রান্ত হয়েছেন, ঘটনাটি সত্যিই নাকি কোনো শুটিংয়ের দৃশ্য। ঘটনাটি আসলে সিয়াম-সুনেরাহর আসন্ন সিনেমা অন্তর্জাল-এর শুটিংয়ের দৃশ্য। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিজেও পরিষ্কার করলেন সুনেরাহ।
এ নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে সুনেরাহ লেখেন, ‘এই যে বন্ধুরা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি সম্পর্কে আমি মেসেজ, কল ও মন্তব্য পাচ্ছি। আমি বা সিয়াম কেউই অভিনয় করিনি, এটি ছিল প্রিয়ম এবং লুমিন; আমাদের আসন্ন সিনেমা অন্তর্জাল-এর দুটি চরিত্র। আপনারা অনেক বলেছেন, এটি বাস্তব লাগছিল, আমরা বিষয়টিকে অভিনেতা হওয়ার প্রশংসা হিসেবে গ্রহণ করছি।’
বিষয়টি নিয়ে মজা করে এই অভিনেত্রী লেখেন, কিন্তু সত্যিই যারা আমাকে চেনেন, আমি থাপ্পড় খেয়ে চলে যাব? এটা এমন তামাশা হাসতে হাসতে গড়িয়ে পড়ছি। তাই আরাম করুন এবং অন্তর্জালের জন্য অপেক্ষা করুন। আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।’
ঘটনা প্রসঙ্গে সুনেরাহ জানান, ওইদিন সিয়ামের চড়ে বেশ ব্যাথা পেয়েছেন তিনি। গালও কেটে গেছে কিছুটা। তবে কাউকে ভুল বুঝতে বারণ করেছেন এই নায়িকা। জানিয়েছেন এটি আসলে একটি ছবির শুটিংয়ের দৃশ্য।
ছবির নাম ‘অন্তর্জাল’। সাইবার ওয়ার্ল্ড নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। ছবিতে সিয়ামের বিপরীতে প্রিয়ম নামে এক রোবটপ্রেমীর চরিত্রে অভিনয় করছেন সুনেরাহ। ছবিতে কনসার্ট চলাকালীন চুমু দেওয়ার ওই ঘটনার মতো একটি দৃশ্যে রয়েছে। ঘটনাক্রমে বুধবারের কনসার্ট পেয়ে যান অন্তর্জাল পরিচালক দীপংকর দীপন। তাই আয়োজক কমিটির অনুমতি নিয়েই সেখানে ওই দৃশ্যের শুটিং করেন।