আর্জেন্টিনার জয়ে ওসি’র আনন্দ মিছিল: অতপর বদলী

এবার বরিশালের বাকেরগঞ্জে ওসি আলাউদ্দিন মিলনের নেতৃত্বে আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিল করা হয়েছে। আর সেই মিছিলের ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। এ ঘটনার পরপরই বাকেরগঞ্জ থানা থেকে বদলি করা হয় ওসি আলাউদ্দিনকে। যদিও বরিশাল জেলা পুলিশের দাবী, এটি কোন শাস্তিমূলক বদলি নয়, নিয়মিত বদলি।

এ বিষয়ে জানা গেছে, গত বুধবার রাত তিনটার দিকে ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে আর্জেন্টিনার জয়ের পর বাকেরগঞ্জের সদর রোডে কয়েক শতাধিক আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে বাকেরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলাউদ্দিন মিলন একটি আনন্দ মিছিল বের করেন।

যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওসি আলাউদ্দিন মিলন কালো রংয়ের একটি টি-শার্ট পরে আনন্দ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। এ সময় তিনি হাত জাগিয়ে অন্যদেরকে উৎসাহ করতে দেখা গেছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ওসি আলাউদ্দিন মিলনকে বাকেরগঞ্জ থানা থেকে বদলি করা হয়। আর বদলির ঘটনায় উপজেলা জুড়ে চলছে নানামুখী আলোচনা। অনেকের ধারণা আর্জেন্টিনার পক্ষে আনন্দ মিছিল করাই তাকে বদলি করা হয়েছে।

তবে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, এটা পুলিশের নিয়মিত বদলি। বাকেরগঞ্জের তার দুই বছরের বেশি হওয়ায় বদলি করা হয়েছে। অন্য কোন বিষয় নেই।

মেসির মতো যোগ্য লোকের হাতেই বিশ্বকাপ ট্রফি উঠুক: ব্রাজিল সমর্থক বুবলী

চলতি কাতার বিশ্বকাপে ব্রাজিলের সমর্থক ছিলেন চিত্রনায়িকা শবনমব বুবলী। ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে বেশ কষ্ট পেয়েছেন এই নায়িকা। তবে ব্রাজিল নেই তাই বিশ্বকাপের ফাইনালে মেসির আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন তিনি। খুব করে চান মেসির হাতে যেনো এবারের বিশ্বকাপ ট্রফিটা উঠে।

এ বিষয়ে বুবলী বলেন, ‘যোগ্যরা তার প্রাপ্ত সম্মান পাবে এটাই তো নিয়ম। মেসি বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়। বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত তার। তার মতো যোগ্য লোকের হাতেই এবারের ট্রফি উঠুক এই প্রত্যাশাই করবো।’ শুধু বুবলী নন, বিশ্বের কোটি কোটি ভক্তই চান বিশ্বকাপটা এবার মেসির হাতেউ উঠুক।

এদিকে ৩৬ বছর পর আর্জেন্টিনা জিতুক তাদের তৃতীয় বিশ্বকাপ, আনন্দ–উৎসবে মেতে উঠুক বুয়েনস এইরেস নগরী, আর্জেন্টাইনদের মুখে হাসি ফুটুক। বুবলী বলেন, শুধু খেলোয়ার হিসেবে নয়। গণমাধ্যমের বরাতে যতটা জেনেছি তাতে মনে হয়েছে মানুষ হিসেবেও তিনি অসাধারণ। বিশ্ব তারকা হয়েও দারুণ বিনয়ী সে। তার খেলার মাঠে তার বিনয়ের প্রমাণ মেলে। মেসির এই দিকটা আমাকেও মুগ্ধ করে। তাই খুব করেই চাই এই মেসির হাতেই বিশ্বকাপ ট্রফি উঠুক।

এর আগে গত বছর আর্জেন্টিনাকে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন করে কিছুটা খরা কাটিয়েছেন মেসি। তবে বিশ্বকাপ মঞ্চে ব্যক্তিগত নৈপুণ্য এবং দলগত সাফল্যের ঘাটতি ছিল। কাতারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে এসে সেই ঘাটতি প্রায় মিটিয়ে ফেলেছেন বলেও বুবলীর মন্তব্য। এই নায়িকা বলেন,’ ক্রোয়েশিয়ার সঙ্গে কি অসাধারণ খেললেন আর্জেন্টিনা। কি অসাধারণ করলেন মেসি। কি দারুণভাবে আলভারেজকে গোল বানিয়ে দিয়ে গোল করালেন। আমার বিশ্বাস এই আর্জেন্টিনা ট্রফি নেবেই।’

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …