ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকযুদ্ধে জড়িয়েছেন নায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাস। দুজনই শাকিবের সঙ্গে সম্পর্কে ছিলেন। মুলত ঘটনার শুরু, বুবলীর একটি সাক্ষাৎকারকে ঘিরে। যেখানে তিনি দাবি করেন- শাকিব খান তাকে একটি ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন জন্মদিনে।
খবরটি ছড়িয়ে পড়লে বিষয়টি মেনে নিতে পারেননি অপু বিশ্বাস। তার কাছে এই দাবির সত্যাতাও বিশ্বাস হয়নি। ফলে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন অপু। এরপর পাল্টা স্ট্যাটাস দেন বুবলীও। এ নিয়ে সিনেপাড়ায় চলছে নানা কানাঘুষা। শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের ডিভোর্স হলেও সন্তান জয়ের কারণে শাকিবের বাসায় নিয়মিত যাওয়া আসা করেন অপু। গত সেপ্টেম্বরে শাকিবের বাসায় জয়ের জন্মদিনে হাজির হয়েছিলেন অপু। সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করেছিলেন অপু বিশ্বাস। বিষয়গুলো ভালোভাবে মেনে নিতে পারেননি শাকিব খানের স্ত্রী বুবলী। এরপর থেকেই দুই নায়িকার মধ্যে ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়ে যায়।
এদিকে গুঞ্জন শোনা যাচ্ছিল, বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক ভালো যাচ্ছে না। অপু-বুবলীর মধ্যকার বিষয়টি নিয়ে গণমাধ্যমে শাকিব খান বলেন,‘ অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই।’
দুই সন্তানের কথা উল্লেখ করে শাকিব বলেন, ‘আব্রাম খান জয়ের বাবা যেমন আমি, তেমনি মা হচ্ছেন অপু বিশ্বাস। বাবা হিসেবে সন্তানের সঙ্গে আমার দেখা হয়। জয় মাঝেমধ্যে আমার সঙ্গে থাকে। ওর দাদা-দাদির সঙ্গে থাকে। জয় যেহেতু ছোট, একা আসতে পারে না, তাই জয়কে আনার সুবাদে তার মা আসে। কিন্তু আমাদের মধ্যে সন্তানের বিষয়ের বাইরে আর কোনো কথা হয় না। জয়ের স্কুলেও যাওয়া হয় মাঝেমধ্যে, সেখানেও দেখা হয় আমাদের।’
‘শেহজাদ খান বীরের সঙ্গেও আমার দেখা হবে। সে আমার সঙ্গে থাকবে। এখন সে অনেক ছোট, তাই আলাদা করে আমার কাছে রাখতে পারি না, তবে শিগগিরই তারও আসা-যাওয়া হবে আমার বাড়িতে। দাদা-দাদি, ফুফা-ফুফুর আদর পাবে। শেহজাদ যখন স্কুলে যাওয়া শুরু করবে, তখন তার মায়ের সঙ্গেও আমার দেখা হবে—এটা খুবই স্বাভাবিক। তারা আমার দুই সন্তানের মা, সন্তানের মা হিসেবে তাদের প্রতি আমার যে সম্মান ও সম্পর্কটা থাকা দরকার, স্রেফ সেটুকুই থাকবে।’
বুবলীকে ডায়মন্ডের নাকফুল উপহার দেইনি আমি: শাকিব
গত ২০ নভেম্বর ছিল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর জন্মদিন। এদিন গণমাধ্যমের কাছে এই নায়িকা দাবি করেন, তার এবারের জন্মদিনে চিত্রনায়ক শাকিব খান তাকে একটি ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে সেই সংবাদের একটি ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যেখানে তিনি লেখেন, ‘কি যে মজা, মজা।’
তিনি যে বুবলীকে খোঁচা দিয়েই এমনটা করেছেন সেটা বুঝতে সমস্যা হয়নি শাকিব ভক্তদের। এ ঘটনার পর চুপ থাকেননি বুবলীও। অপুর সেই খোঁচার জবাবও দিয়েছেন তিনি। বুবলী আবার একটি পোস্টে ফেসবুকে লিখেছেন, একজন হঠাৎ করেই বলে উঠল, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রেখেছে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায়, তার শয়নে-স্বপনে শুধুই আপনি। হা হা হা।
এসব ঘটনা যাকে নিয়ে সেই শাকিব খান এতদিন কিছু না বললেও সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বুবলীকে ডায়মন্ডের কোনো নাকফুল উপহার দেননি। শুধু তাই নয়, এই নায়ক আরও বলেছেন- জন্মদিনে বুবলীকে উপহার বা উইশ কোনোটাই তার পক্ষ থেকে করা হয়নি।
শাকিব আরও জানিয়েছেন, বর্তমানে বুবলীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। সন্তান শাহজাদের প্রয়োজনেই তাদের শুধু কথা হয়। এর বাহিরে কোনো কিছু নিয়ে কথা হয় না।
সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন বুবলী
মাত্র কয়েকদিন আগেই নিজের জন্মদিনে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। কিন্তু এরপরই বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে তার কথার লড়াইয়ের পর আজ শাকিব খান জানালেন, তিনি বুবলীকে কোনো ডায়মন্ডের নাকফুল উপহার দেননি। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি বুবলী। শাকিবের এই বক্তব্যর পর তার সম্মানহানি হয়েছে বলে বিশ্বাস করেন।
আর এ ঘটনার পর এবার সংবাদ সম্মেলনে আসতে চান তিনি। সেই প্রস্তুতিই নিচ্ছেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে। যেখানে তার ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বিস্তারিত জানাবেন।
বুবলীর ঘনিষ্ঠ সূত্র জানায়, বুবলীর কাছে শাকিবের দেয়া ডায়মন্ডের নাকফুল রয়েছে। প্রেস কনফারেন্সে জন্মদিন উপলক্ষ্যে শাকিব খানের কাছ থেকে পাওয়া সেই উপহার, ছেলে ও সাম্প্রতিক অন্যান্য ব্যক্তিগত বিষয়ে কথা বলবেন তিনি।
গত ২০ নভেম্বর ছিল ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর জন্মদিন। সেদিন এক সংবাদমাধ্যমকে বুবলী জানান, এবারের জন্মদিনে সবচেয়ে আকর্ষণীয় গিফট এসেছে স্বামী শাকিব খানের হাত থেকে। স্ত্রী বুবলীকে হিরার নাকফুল দিয়েছেন স্বামী শাকিব।
তার এই কথা কোট করে একাধিক নিউজও হয়। সেইসব নিউজের একটি লিংক নিজের ফেসবুক পেজে শেয়ার করে বুবলীকে খোঁচা দিয়ে অপু লিখেছেন, ‘কী মজা, কী মজা!’ সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি হাসির ইমোজি। এরপর থেকেই ঝগড়া চলছে তাদের। এরমধ্যে শাকিব ঢুকতেই ইস্যুটি অন্যদিকে মোড় নিচ্ছে।