পুলিশের পোশাক পরে চার প্রতিষ্ঠানে ডাকাতি, সাড়ে ৪৩ লাখ টাকা লুট

এবার সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা প্রায় ৪৩ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার ১২ নভেম্বর শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাস মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল শুক্রবার গভীর রাতে স্পিডবোট যোগে ডাকাতদল বাঘাবাড়ি নৌবন্দরে এসে উত্তরবঙ্গ ট্যাংকলরী কার্যালয়ে প্রবেশ করে। এ সময় নাইট গার্ড মোতালেব ও মহর চাঁদকে হাত-পা ও মুখ বেধে একটি ঘরের মধ্যে আটকে রাখে। ভেঙ্গে ফেলা হয় আশপাশে থাকা সিসি ক্যামেরা। পরে ডাকাতরা ৪টি প্রতিষ্ঠানের প্রায় ৪৩ লাখ ৫০ হাজার লুট করে নিয়ে যায়।

এদিকে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ বলেন, ‘পুলিশের পোশাক পরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতদল ৪৩ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।’

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাস মৃধা বলেন, ‘খবর পেয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

তারেক রহমান দেশে আসলে গণপিটুনিতে মারা যাবে: শেখ সেলিম

আজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ওয়ান/ইলেভেনের সরকারের কাছে তারেক মুচলেকা দিয়ে গেছে। লন্ডনে থাকে, বিরাট বড় বাসা, তার ইনকাম কী? বাংলাদেশের টাকা লুট করে নিয়ে সে এখন ভালো থাকে। আমরাই তো লন্ডন সরকারকে বলছি, তাকে আমাদের কাছে দাও। কিন্তু তারা দিচ্ছে না। সে এখানে আসলে গণপিটুনিতে মারা যাবে। হাওয়া ভবনে মানুষকে ডেকে যে অত্যাচার-নির্যাতন করেছে, তারা এখন গণপিটুনি দেবে।

আজ শনিবার ১২ নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় শেখ সেলিম বলেন, ‘চোরের মায়ের বড় গলা। এখন চিৎকার করে বেড়াচ্ছে, ১০ তারিখ বলে তারা কী আঁটি বানবে! আর শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে। দরকার হলে তারেকে নিয়ে আসবে, খালেদা জিয়াও জেলখানা থেকে মিটিংয়ে আসবেন।’

তিনি আরও বলেন, ‘তারেক আসুক না, আমরা চাই সে আসুক। ও তো খুনি, ২১ আগস্ট গ্রেনেড হামলায় তার যাবজ্জীবন হয়েছে। এদেশের টাকা মানি লন্ডারিংয়ের করে পাচার করায় ৩৭ বছরের জেল হয়েছে। আসলে তাকে ৩৭ বছরের জেলখাটার ব্যবস্থা আমরা করে দেবো।’

এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

About admin

Check Also

মেয়ের সঙ্গে ঈদ করা হলো না বাবার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আবু জাহের। দীর্ঘ চার বছর পর বিদেশ থেকে দেশের মাটিতে ফিরেছেন। দেশে …