আমার ছেলেটাও হুবহু শাকিবের মতো: রাত্রি

দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে আলোচনা যেন থামছেই না। শাকিব-বুবলির সন্তান প্রকাশ্যে আসার পর ফের আলোচনা শুরু হয়েছে শাকিবের প্রথম সন্তান রাহুল খানকে নিয়ে। সেই সন্তানের জন্ম হয়েছে আরেক চিত্রনায়িকা রাত্রির গর্ভে। এর আগেও, গত ২০১৭ সালে চিত্রনায়িকা অ’পু বিশ্বা’স ও শাকিব খানের সন্তান আব্রাম খান জয় প্রকাশ্যে আসলে রাহুলকে নিয়ে আলোচনা হয়।

সম্প্রতি শাকিব-বুবলির সন্তান শেহ’জাদ খান বীর প্রকাশ্যে আসলে সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা রাত্রির একটি ভিডিও ভাই’রাল হয়। ভাই’রাল হওয়া ওই ভিডিওতে চিত্রনায়িকা রাত্রি বলেন, আমা’র ছে’লেটাও শাকিবের মতো হয়েছে। একই রকম, হুবহু একই রকম। হিরোর (শাকিব) যেমন চলাফেরা, কথাবার্তা একদম হুবহু আমা’র ছে’লেটাও ওরকম। আমি ওরে (শাকিব) অনেক ভালোবাসি। মাঝে মধ্যে তার কথা মনে পড়লে রাতে ঘুমাতে পারি না।

এ সময় তিনি কা’ন্নাজ’ড়িত কণ্ঠে বলেন, ভালোবাসা কি জিনিস, একটা পুরুষ সঙ্গী নেই। একা একা একটা সন্তান লালনপালন করছি অনেক ক’ষ্টে। তিনি বলেন, অ’পুর (অ’পু বিশ্বা’স) কাছে যাওয়ার পরই আমা’র সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমা’র মোবাইল নম্বর ব্লক করে দিয়েছে। আমি সত্যিই ওকে ভালোবাসি।

রাত্রি বলেন, আমি দোয়া করি শাকিব এমপি হোক। আমি ক’ষ্টে থাকলেও আমি চাই ও (শাকিব) আরও বড় লেভেলে যাক। আমি আল্লাহর কাছে দোয়া করি। তিনি বলেন, শাকিব একটা ভালো ও ভদ্র ছে’লে, আমি ওকে পছন্দ করি। আমি ওকে পঁচাবো না, প্রশ্নই ওঠে না আমি ওকে পঁচাবো। আমি ওর জন্য ম’রতেও প্রস্তুত আছি।

তিনি আরও বলেন, আমি অনেক ক’ষ্টে আছি। পার্লারে কাজ করি। আমা’র ছে’লে রাহুল মেকানিক। ছে’লে আমাকে মিডিয়ার সামনে এসব বিষয়ে কথা বলতে না করেছে। রাত্রি বলেন, যে ভালোবাসার কারণে এতোগুলো বছর চুপ থেকেছি, এখন আর মুখ খুলে কী’ লাভ? শাকিব যদি কোনোদিন বুঝতে পারে, ফিরে আসে তাহলে আমা’র আর কিছু চাই না। এর বাইরে মুখ খুলিনি কারণ আমি চাইনি আমা’র হিরোর (শাকিব খানের) কোনো ক্ষতি হোক।

এদিকে নিজেকে শাকিবের প্রথম সন্তানের মা হিসেবে দাবি করে রাত্রি আরও বলেন, আমি আর আমা’র আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আমি জো’র গলায় বলতে চাই শাকিব খানের প্রথম সন্তানের মা আমি। এটা শাকিবও অস্বীকার করতে পারবে না। তবে এ বিষয়ে শাকিব খান কখনো কোথাও মন্তব্য দেননি।

জানা যায়, শাকিব খান ও রাত্রীর বিয়ে হয় ২০০৮-৯ সালে। তখন একটি জাতীয় দৈনিকে তাদের বিয়ের খবর ছবিসহ প্রকাশ পায়। যদিও শাকিব খান সেই বিয়ে অস্বীকার করেন। তিনি সংশ্লিষ্ট পত্রিকার সাংবাদিকদের হু’মকি দেন বলেও জানা গেছে। রাত্রির গর্ভে প্রথম সন্তান জন্ম নিলেও অ’ভিযোগ রয়েছে শাকিব তাদের দেখভালের দায়িত্ব নেননি।

About admin

Check Also

নিপুণের জন্য একরাতে ১৭ বার কল দেন শেখ সেলিম

২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী …