শহীদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকবছর হয়ে গেল।
যতদিন দলের হয়ে খেলেছেন অনেক হারা ম্যাচে জয় এনে দিয়েছেন পাকিস্তানকে। এদিকে, পাঁচ মেয়ের বাবা হয়ে নিজেকে গর্বিত ভাবেন সাবেক পাক অধিনায়ক শহিদ খান আফ্রিদি।
তিনি বলেন, আমি পাঁচটি দুর্দান্ত মেয়ের বাবা হয়ে বলতে পারি- নারীদের মধ্যে পৃথিবী বদলে দেয়ার সামর্থ আছে। মঙ্গলবার নারী দিবস উপলক্ষে
এক টুইটে তিনি এ কথা বলেন। ওই টুইটে পাঁচ মেয়ে ও স্ত্রীর ছবি শেয়ার করেন আফ্রিদি। তাতে নারীর উদ্দেশে তিনি বলেন, ‘তুমি মহাবিশ্বকে জীবন্ত, আরো রঙিন এবং অনুপ্রেরণামূলক করে তুলতে পারো।’
সাবেক অলরাউন্ডার নারী দিবসে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি লিখেন, ‘আসুন আমরা প্রতিদিনই নারী দিবস পালন করি এবং তাদের সহযোগিতা করি।’
শহিদ খান আফ্রিদির পাঁচ মেয়ে। তারা হলেন- আকসা, আজওয়াহ, ইনশা, আসমারা ও আরওয়াহ।