জানা অজানা সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব – ১

সাধারণ জ্ঞান – এই তথ্যগুলো জেনে রাখুন

১।প্রশ্ন: লেবুর রসে কোন এসিড থাকে ?
উত্তর: সাইট্রিক এসিড

২। প্রশ্ন: পাকা কলায় কি থাকে ?
উত্তর: এমাইল এসিটেট

৩।প্রশ্ন: পাকা আনারসে কি থাকে ?
উত্তর: ইথাইল এসিটেট

৪।প্রশ্ন: পাকা কমলায় কি থাকে ?
উত্তর: অকটাইল এসিটেট

৫।প্রশ্ন: টমেটোতে কোন এসিড থাকে ?
উত্তর: ম্যালিক এসিড

৬।প্রশ্ন: আঙ্গুরে কোন এসিড থাকে ?
উত্তর: টারটারিক এসিড

৭।প্রশ্ন: কমলালেবুতে কোন এসিড থাকে ?
উত্তর: এসকরবিক এসিড

৮।প্রশ্ন: তেঁতুলে কোন এসিড থাকে ?
উত্তর: টারটারিক এসিড

৯।প্রশ্ন: আমলকিতে কোন এসিড থাকে ?
উত্তর: অক্সালিক এসিড

১০।প্রশ্ন: আপেলে কোন এসিড থাকে ?
উত্তর: ম্যালিক এসিড

১১।প্রশ্ন: দুধে কোন এসিড থাকে ?
উত্তর: ল্যাকটিক এসিড

১২।প্রশ্ন: কচু খেলে গলা চুলকায় কেন ?
উত্তর: কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে।

১৩।প্রশ্ন: পৃথিবীর আকার গোল এই ধারণা কার ?
উত্তর: পিথাগোরাসের

১৪।প্রশ্ন: ডিডিটির পূর্ণরূপ কি ?
উত্তর: ডাই- ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরো- ইথেন

১৫।প্রশ্ন: টিএনটির পূর্ণরুপ কি ?
উত্তর: ট্রাই নাইট্রো টলুইন

১৬।প্রশ্ন: পেট্রোলের অপর নাম কি ?
উত্তর: গ্যাসোলিন

১৭।প্রশ্ন: সাবানের রাসায়নিক নাম কি ?
উত্তর: সোডিয়াম স্টিয়ারেট

১৮।প্রশ্ন: টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ?
উত্তর: সোডিয়াম মনোগ্লুটামেট

১৯।প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ?
উত্তর: ভিটামিন ডি

২০।প্রশ্ন: সিরকায় কোন এসিড থাকে ?
উত্তর: এসিটিক এসিড

২১।প্রশ্ন: পৃথিবীর ব্যসার্ধ কত ?
উত্তর: 6434 কিমি

২২।প্রশ্ন: ব্যাঙে কয়টি ক্রোমোজোম থাকে ?
উত্তর: ২২টি

২৩।প্রশ্ন: মুরগীতে কয়টি ক্রোমোজোম থাকে ?
উত্তর: ৭৮টি

২৪।প্রশ্ন: ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে ?
উত্তর: ৫৪টি

২৫।প্রশ্ন: DNA তে কি থাকে না ?
উত্তর: ইউরাসিল থাকে না

২৬।প্রশ্ন: RNA এর প্রধান কাজ কি ?
উত্তর: প্রোটিন তৈরী

২৭।প্রশ্ন: RNA তে কি থাকে না ?
উত্তর: থায়ামিন থাকে না

২৮।প্রশ্ন: মানবদেহে জিনের সংখ্যা কত ?
উত্তর: ৪০০০০

২৯।প্রশ্ন: ভাইরাসজনিত রোগগুলো কি কি ?
উত্তর: হাম , বসন্ত , পোলিও , ইনফ্লুয়েঞ্জা , জলাতঙ্ক , হার্পিস , মাম্পস , এইডস , হেপাটাইটিস ইত্যাদি ।

৩০।প্রশ্ন: ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কি কি ?
উত্তর: কলেরা , টাইফয়েড , কুষ্ঠ , যক্ষ্মা, ডিপথেরিয়া , নিউমোনিয়া ইত্যাদি ।

৩১।প্রশ্ন: মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে ?
উত্তর: জেরোফাইট

৩২।প্রশ্ন: কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি ?
উত্তর: শনি

৩৩।প্রশ্ন: কোন কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় ?
উত্তর: ২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর

৩৪।প্রশ্ন: ডিপথেরিয়া কোথায় হয় ?
উত্তর: গলায়

৩৫।প্রশ্ন: পাইরিয়া কোথায় হয় ?
উত্তর: দাঁতের মাড়ি

৩৬।প্রশ্ন: দুধের প্রোটিনের নাম কি ?
উত্তর: কেসিন

৩৭।প্রশ্ন: ডাবে কোন খনিজ পদার্থ বেশী থাকে ?
উত্তর: পটাসিয়াম

৩৮।প্রশ্ন: পৃথিবীর একদিন সময়ে কোন গ্রহের আকাশে দুইবার সূর্য উঠে এবং দুইবার অস্ত যায় ?
উত্তর: বৃহস্পতি

৩৯।প্রশ্ন: বিশ্ব স্বাস্থ সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ?
উত্তর: 0.01 mg/L

৪০।প্রশ্ন: পৃথিবীর স্বাদু পানির কত শতাংশ লবণাক্ত ?
উত্তর: ৯৭%

সাধারণ জ্ঞান – জেনে নিন কোথায় কি নেই
✬প্রশ্ন: কোন দেশে এবং কোন অঞ্চলে সাপ নেই?
উত্তর: আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, গ্রীনল্যাণ্ড এবং এন্টার্কটিকা।

✬প্রশ্ন: কোন দেশে নদী নেই?
উত্তর: সৌদিআরব।

✬প্রশ্ন: কোন নদীতে মাছ নেই?
উত্তর: জর্ডান নদী।

✬প্রশ্ন: বৃটিশ উপনিবেশ নয় কিন্ত কমনওয়েলথের সদস্য কোন দেশ?
উত্তর: মোজাম্বিক।

✬প্রশ্ন: সার্কভুক্ত কোন কোনদেশে সমুদ্র বন্দরনেই ?
উত্তর: আফগানিস্তান,নেপাল,ভুটান।

✬প্রশ্ন: কোন দেশের ডাকটিকেটে সেই দেশের নাম নেই?
উত্তর: বৃটেন।

✬প্রশ্ন: বাংলাদেশের কোন বিভাগে রেল যোগাযোগ নেই?
উত্তর: বরিশাল।

✬প্রশ্ন: NAM এর সদর দপ্তর কোথায়?
উত্তর: নেই।

✬প্রশ্ন: সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই?
উত্তর: মালদ্বীপ।

✬প্রশ্ন: মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে কোন দেশের?
উত্তর: সিঙ্গাপুর।

✬প্রশ্ন: ইসলামি রাষ্ট নয় কিন্তু OIC এর সদস্য কোন দেশ?
উত্তর: উগান্ডা।

✬প্রশ্ন: বাংলাদেশের সাথে বানিজ্য সম্পর্ক আছে কিন্ত কূটনৈতিক সম্পর্ক নেই কোন দেশের?
উত্তর: তাইওয়ান।

✬প্রশ্ন: বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ ও কূটনৈতিক সম্পর্ক নেই?
উত্তর: ইসরাইল।

সাধারণ জ্ঞান – জানা অজানা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানুন

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশে ?
উত্তর: ভারত।

✬প্রশ্ন: স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি ?
উত্তর: চীন।

✬প্রশ্ন: রাশিয়ার বিমান সংস্থার নাম কী ?
উত্তর: এরোফ্লোঁ।

✬প্রশ্ন: হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত ?
উত্তর: সিন্ধু সভ্যতা।

✬কোন দেশে ট্রেনে চাকরি করে পুলিশের পরিবর্তে রোবট ?
উত্তর: জাপান

✬প্রশ্ন: কনফুসিয়াস কে ?
উত্তর: দার্শনিক।

✬প্রশ্ন: নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: হাডসন।

✬প্রশ্ন: কোন পাখী আকাশে ডিম পাড়ে, সে ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায় ?
উত্তর: হোমা পাখী।

✬প্রশ্ন: তাহরির স্কয়ার কোথায় অবস্থিত ?
উত্তর: মিশর।

✬প্রশ্ন: দক্ষিণ এশিয়ার কোন দেশে মাথাপিছু আয় সবচেয়ে বেশী ?
উত্তর: মালদ্বীপ।

✬প্রশ্ন: শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন ?
উত্তর: ফারসি।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে ?
উত্তর: ম্যান্ডারিন।

✬প্রশ্ন: ফরাসী বিপ্লব সংঘটিত হয় ?
উত্তর: ১৭৮৯ সালে।

✬প্রশ্ন: গ্রীনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত ?
উত্তর: যুক্তরাজ্য।

✬প্রশ্ন: বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কে ?
উত্তর: এস এস হুইলার।

✬প্রশ্ন: হাজার হ্রদের দেশ কোনটি ?
উত্তর: ফিনল্যান্ড।

✬প্রশ্ন: বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে ?
উত্তর: ভিটামিন বি।

✬প্রশ্ন: রিকেটস হয় কোন ভিটামিনের অভাবে ?
উত্তর: ভিটামিন ডি।

✬প্রশ্ন: ‘আইফেল টাওয়ার’ কোথায় অবস্থিত ?
উত্তর: প্যারিস।

✬প্রশ্ন: আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে ?
উত্তর: জিব্রালটার প্রণালী।

✬প্রশ্ন: এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি ?
উত্তর: নেপাল।

✬প্রশ্ন: বিশ্বের গভীরতম খাল কোনটি ?
উত্তর: পানামা খাল।

✬প্রশ্ন: আল শাবাব কোন দেশের সংগঠন ?
উত্তর: সোমালিয়া।

✬প্রশ্ন: ইন্টারপোলের সদরদপ্তর কোথায় ?
উত্তর: লিও।

✬প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন ?
উত্তর: ২০ জানুয়ারি ২০১৭ইং

✬প্রশ্ন: সংকর ধাতু পিতলের উপাদান কী কী ?
✬উত্তর: তামা ও দস্তা।

✬প্রশ্ন: AU কোন মহাদেশের সংগঠন ?
উত্তর: আফ্রিকা।

✬প্রশ্ন: NATO এর সদর দপ্তর কোথায় ?
উত্তর: বেলজিয়াম।

✬প্রশ্ন: প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি ?
উত্তর: Agaricus

✬প্রশ্ন: সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ ?
উত্তর: ইন্দোনেশিয়া।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের নাম কী ?
উত্তর: অ্যাক্টভরা।

✬প্রশ্ন: সুবর্ণভুমি কোন দেশের বিমানবন্দর ?
উত্তর: থাইল্যান্ড।

✬প্রশ্নঃ: বিশ্ব পরিসংখ্যান দিবস কবে ?
উত্তর: ২০ অক্টোবর।

✬প্রশ্ন: গুয়ানতানামো বে’ কোথায় অবস্থিত ?
উত্তর: কিউবা।

✬প্রশ্ন: দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত ?
উত্তর: পানামা খাল।

✬প্রশ্ন: নবায়ণযোগ্য জ্বালানী কোনটি ?
উত্তর: পরমাণু শক্তি।

✬প্রশ্ন: আয়তন ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
উত্তর: ভ্যাটিকান সিটি।

✬প্রশ্ন: জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় ?
উত্তর: মশা।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি ?
উত্তর: তিহানে-১।

✬প্রশ্ন: বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম কি ?
উত্তর: লাইব্রেরি অফ কংগ্রেস।

✬প্রশ্ন: বিশ্বের সর্ববৃহৎ প্রাণীর নাম কি ?
উত্তর: নীল তিমি।

✬প্রশ্ন: পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে ?
উত্তর: ২১ শে জুন।

✬প্রশ্ন: পৃথিবীর দক্ষিন গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে ?
উত্তর: ২২ শে ডিসেম্বর।

✬প্রশ্ন: সর্বত্র দিন রাত্রি সমান কবে ?
উত্তরঃ: ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।

✬প্রশ্ন: হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ ?
উত্তর: আমিষ।

✬প্রশ্ন: সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই ?
উত্তর: বুধ।

✬প্রশ্ন: ‘সুপার নোভা’ আসলে কী ?
উত্তর: মৃত তারকা।

✬প্রশ্ন: GMT পূর্নরূপ কি ?
উত্তর: Greenwich Mean Time

✬প্রশ্ন: নাসা কোন ধরনের প্রতিষ্ঠান ?
উত্তর: মহাকাশ গবেষণা।

✬প্রশ্ন: কোন দেশকে সূর্যদয়ের দেশ বলা হয় ?
উত্তর: জাপান কে।

✬প্রশ্ন: কোন দেশকে বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ বলা হয় ?
উত্তর: ইন্দোনেশিয়া।

✬প্রশ্ন: “ক্যাম্পনামা” কোন দেশের কারাগার ?
উত্তর: ইরাক।

✬প্রশ্ন: পানামার বিমান সংস্থার নাম কি ?
উত্তর: কোপা।

✬প্রশ্ন: পৃথিবীর ছাদ বলা হয় কাকে ?
উত্তর: পামির মালভূমিকে।

✬প্রশ্ন: বিশ্ব জীববৈচিত্র্য দিবস কত তারিখে ?
উত্তর: ২২ মে।

About admin

Check Also

সাধারণ জ্ঞান -চাকরির পরীক্ষা উপযোগী সাম্প্রতিক তথ্য একসাথে

সাধারণ জ্ঞান -চাকরির পরীক্ষা উপযোগী সাম্প্রতিক তথ্য একসাথে

সাধারণ জ্ঞান -চাকরির পরীক্ষা উপযোগী সাম্প্রতিক তথ্য একসাথে চাকরির পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *