ওপারে মেঘালয় পর্বত আর এপারে গারো পাহাড়ের পাদদেশ। নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুরে দৃষ্টিনন্দন এমন প্রাকৃতিক পরিবেশে দেখা মিলবে সাদামাটির পাহাড়। বাঁকে বাঁকে বয়ে চলেছে নীলাভ স্বচ্ছ জলের ধারা। পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে এ এলাকায়। তবে অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে সম্ভাবনা থাকাসত্ত্বেও তেমন পরিচিতি পাচ্ছে না এই এলাকা।
পাহাড়ে ওঠা-নামার সিঁড়ি এবং হোটেল-মোটেলের ব্যবস্থাপনা ও পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। জেলা প্রশাসন জানায়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ‘বিজয়পুরের সাদামাটি’ ভৌগোলিক নির্দেশক পণ্য (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন প্রোডাক্ট বা জিআই পণ্য) হিসেবে স্বীকৃতি পেয়েছে।