মা দিবস কে কেন্দ্র করে প্রকাশ্যে পরীমনির বেবিবাম্পের ছবি!

বাংলাদেশের বহুল আলোচিত এবং সমালোচিত অভিনেত্রী পরীমনি সর্বদাই আলোচনার শীর্ষে থাকেন তা সকলেরই জানা। বিয়ে, প্রেগনেন্সি, স্বামী এবং পরিবার সহ ঈদ এবং মধুচন্দ্রিমা একসাথে উপভোগ করবার জন্যে সমুদ্রে ভ্রমণের খবরটাও বেশ সাড়া ফেলেছে জনমনে।

তবে ৮ই মে রোজ রবিবার বিশ্ব মা দিবসে এক ভিন্ন রূপে সকলের সামনে প্রকাশ্যে এলেন পরীমনি। তার নিজস্ব ভেরিফাইড ফেসবুকে দেয়া একটি ছবি এখন বেশ ভাইরাল। ছবিটির মাধ্যমেই পরীমনি বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিটিতে পরীমনির বেবি বাম্প স্পষ্ট দেখা যাওয়াতে তা আরোও নজর কেড়েছে নেটিজেনদের।

যদিও এর আগেই ঈদ করতে কক্সবাজারে গিয়ে পরীমনি শেয়ার করেছিলেন তার বেবিবাম্পের ছবি। তবে মা দিবসের এই ছবিটিতে দেখা যায় কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে পরী আর পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আছেন স্বামী শরিফুল রাজ। ছবিতে পরীর বেবিবাম্প পুরোপুরি স্পষ্ট। ক্যাপশনে মা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই নায়িকা গর্ভ ধারণের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে আছেন বলেও ভক্তদের জানিয়েছেন। ফেসবুকে ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন,‘এই যে দ্বিতীয় ত্রৈমাসিক। শুভ মা দিবস।’ সেই সঙ্গে রাজের প্রতিও ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী।

উল্লেখ্য,ইদের ছুটি কাটাতে পরীমণি,রাজ এবং পরীমণির দাদু কক্সবাজারে এসেছেন। রাজের সঙ্গে বিয়ের পর এই প্রথম বেড়াতে আসা। একের পর এক ভালবাসার ছবি প্রকাশ করেছেন পরীমণি। রাজও। তবে সব ছাপিয়ে গিয়েছে সাহসী পরীমণির’বেবি বাম্প’-এর ছবি।

About admin

Check Also

নিপুণের জন্য একরাতে ১৭ বার কল দেন শেখ সেলিম

২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী …