আমেরিকায় শাকিব, ঢাকায় জয়া,কক্সবাজারে পরী! আপনি কোথায়?

রুপালি পর্দার তারকারাও আট-দশজন সাধারণ মানুষের মতো ঈদ উদযাপন করেন। শত ব্যস্ততার মধ্যেও তারা ঈদের সময় নিজের পরিবারকে সময় দেন; ঘুরতে যান বন্ধুদের সঙ্গে। করোনায় দুই বছর ঘরবন্দি ঈদ উদযাপনের পর এবারের ঈদ উদযাপনে কেউ পাড়ি

জমিয়েছেন স্বপ্টেম্নর দেশে, কেউ বা ছুটেছেন নাড়ির টানে, অনেকেই থেকেছেন মুক্তি পাওয়া সিনেমার প্রচারণায়। দেশীয় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ঈদ কেটেছে নিউইয়র্কে। এবারই প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করলেন তিনি। নিউইয়র্কে ঈদ পালন করলেও দেশের ভক্তদের ঈদ শুভেচ্ছা জানাতে ভোলেননি শাকিব খান।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আল্লাহ আজ এবং প্রতিদিন আমার এবং আপনার পরিবারের প্রতি সদয় হোন! সবাইকে ভালোবাসি। ঈদ মোবারক।’

তার আগে ভক্তদের উদ্দেশে এবারের ঈদে মুক্তি পাওয়া দুটি ছবি দেখার আহ্বান জানিয়ে শাকিব বলেন, ‘বেশ কয়েক মাস হলো দেশের বাইরে রয়েছি। এবারের ঈদে আমার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে দূরে থাকলেও আমি ভক্তদের সঙ্গেই আছি। কারণ, আমি আমার সিনেমা নিয়ে রয়েছি দর্শকের সঙ্গে।’

অভিনেত্রী জয়া আহসান রোজার মধ্যে বেশ কয়েকবার ঢাকা ও কলকাতা যাতায়াত করলেও ঈদ উদযাপন করেছেন ঢাকার ইস্কার্টন রোডের বাসায়। ঈদের দিন পরিবারের সঙ্গেই কাটিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

জয়া বলেন, ‘ঈদ মানেই আমার কাছে বাংলাদেশে উদযাপন। যত ব্যস্ততাই থাকুক, বাংলাদেশে ঈদ উদযাপন ছাড়া কিছু ভাবতে পারি না। ঈদের দিন পরিবারের সঙ্গেই কেটেছে।’ অন্যদিকে, তুরস্কে ঈদ উদযাপন করেছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ও বর্ষা। ঈদ আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

সেখান থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। দেশের আরেক জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবার ঈদ করেছেন ঢাকায়। সবাই নিজেদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করলেও বিভিন্ন সিনেমা হল ঘুরে সময় কাটিয়েছেন তরুণ দুই অভিনেতা-অভিনেত্রী সিয়াম আহমেদ ও পূজা চেরী।

তাদের অভিনীত ‘শান’ ছবিটি মুক্তি পেয়েছে ঈদে। অন্যদিকে, তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। বিয়ের পর পেলেন প্রথম ঈদের দেখা। এ উৎসবের দিনটি উদযাপন করতে ছুটে গিয়েছেন সমুদ্রসৈকতে। প্রতিদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানকার ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের জানিয়েছেন- তাদের ঈদ বেশ দারুণভাবেই উদযাপন করছেন

About admin

Check Also

নিপুণের জন্য একরাতে ১৭ বার কল দেন শেখ সেলিম

২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী …