বিরাট কোহলিকে মাঠ থেকে বের করে দিলেন রোহিত শর্মা!

ভারত ও শ্রীলঙ্কার ম্যাচের দ্বিতীয় দিনে বিরাট কোহলিকে মাঠ থেকে বেরিয়ে যেতে বললেন রোহিত শর্মা! এমন ঘটনা ঘটেছে মোহালির মাঠে। এ ম্যাচে ভারতীয় দল ঠিক করেছিল শততম টেস্টে বিরাট ফিল্ডিং করতে নামার সময় তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। কিন্তু বিরাট আগেই মাঠে প্রবেশ করেছিলেন। তাই তাঁকে বের না করলে ‘গার্ড অব অনার’ দেওয়া যেত না। বিরাটকে চমক দেওয়ার জন্যই তাঁকে মাঠ থেকে বার করে দেন রোহিত। সেই ভিডিও দেখা যায় মুম্বাই ইন্ডিয়ান্সের টুইটারে।

তার পরের ঘটনা পোস্ট করে বিসিসিআই। সেখানে দেখা যায় সতীর্থদের গার্ড অব অনারের মধ্যে দিয়ে দৌড়ে আসছেন বিরাট। বিসিসিআই টুইটে লেখেন, ‘বিরাটের মুখের হাসিটাই সব বলে দিচ্ছে। মাইলফলকের টেস্টে বিরাটকে ‘গার্ড অব অনার’ দিল ভারতীয় দল। নিজের শততম টেস্টে ৪৫ রান করেন বিরাট। রবীন্দ্র জাদেজার শত রানে ভর করে ৫৭৪ রান সংগ্রহ ভারত। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় ১৭৪ রানে। ৪০০ রানের লিড নিয়ে শ্রীলঙ্কাকে ফলো অনে পাঠান ভারত।

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …