এবারের পবিত্র ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের চার দিন ছুটি মিলছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৯ থেকে ১১ জুলাই (শনি থেকে সোমবার পর্যন্ত) তিনদিন সরকারি ছুটি। এর আগের দিন (৮ জুলাই-শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এর ফলে চারদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
আরবি ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুলাই (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে জিলহজ মাস শুরু হওয়ার কথা রয়েছে। ধর্মীয় হিসাব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। সে হিসাবে আগামী ১০ জুলাই সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে।
ইসলাম ধর্মাবলম্বীদের বছরে দুটি ঈদ- ঈদুল ফিতর ও ঈদুল আজহা। জিলহজ মাসে মুসলমানেরা পবিত্র মক্কায় হজ করতে যান। জিলহজ মাসের ৮-১০ তারিখে হজ অনুষ্ঠিত হয়। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online