চাকরি টিপস নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

চাকরি টিপস নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে জেনে রাখাটা খুবই জরুরী। কেননা বিভিন্ন স্থান, প্রেজেন্টেশন অথবা ভাইভাতে কমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আর এর মধ্যে একটি হচ্ছে আপনি আপনার সম্পর্কে দশটি বাক্য বলুন এবং সেটা অবশ্যই ইংরেজিতে। আর তাই আপনি যদি ভাইবাতে টিকে যেতে চান অথবা প্রেজেন্টেশনে নিজের প্রেস্টিজ রক্ষা করতে চান তাহলে আপনার সম্পর্কে দশটি বাক্য ভালোভাবে উপস্থাপন করতে অবশ্যই সুন্দর ও স্মার্টভাবে বলার প্র্যাকটিস করাটা জরুরী।

আর তাছাড়াও আমরা জানি যে– ইন্টারভিউ হচ্ছে চাকরি হওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই আমরা আজকের এই আর্টিকেলের মাধ্যমে নিজের সম্পর্কে কিছু কথা জানবো, উল্লেখ করবো নিজের সম্পর্কে দশটি বাক্য বাংলায় এবং নিজের সম্পর্কে ১০টি বাক্য ইংরেজিতে। সো লেটস স্টার্টেড।

নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে চাকরি টিপস

সত্যি বলতে,  আমরা নিজেদের সম্পর্কে সবাই অনেক কিছুই জানি। কিন্তু হঠাৎ করে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে খুব সহজেই ভুলে যাই যে, নিজের সম্পর্কে আসলে কি বলাটা ভালো হবে। বলতে পারেন ভ্যাবাচ্যাকা খাওয়ার মত অবস্থা হয় আমাদের। এর কারণে কখনো কখনো লোক সমাজেও আমাদের হেনস্থার শিকার হতে হয়, আবার কখনো চাকরি পরীক্ষায় ভাইভা থেকে বাদ পড়তে হয়।

তাই নিজের সম্পর্কে যে ১০টি সহজ বাক্য আপনি স্বাভাবিকভাবেই বলবেন সেগুলো হচ্ছে:

১. বাংলা: আমার নাম সেতু রানী

ইংরেজি: My name is Setu Rani. 

২. বাংলা: আমার ডাকনাম সুন্দরী।

ইংরেজি: My nickname is Shundori. 

৩. বাংলা: তবে আপনি আমাকে সেতু বলে সম্বোধন করতে পারেন। 

ইংরেজি: But you can call me Setu. 

৪. বাংলা: আমি নাটোরে বাস করি।

ইংরেজি: I live in Natore.

৫. বাংলা: আমার নিজ জেলার নাম নাটোর, উপজেলার নাম সিংড়া।

ইংরেজি: My own district name is Natore, Upazila name is Singra.

৬. বাংলা: বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি।

ইংরেজি: Currently I am staying in Dhaka.

৭. বাংলা: আমি আমার বাবা মা এবং ভাই বোনকে নিয়ে ছোট্ট একটা পরিবারে বাস করি।

ইংরেজি: I live in a small family with my parents and siblings.

৮. বাংলা: আমি স্নাতক ডিগ্রী অর্জন করেছি, বর্তমানে বিসিএস পরীক্ষার্থী।

ইংরেজি: I have completed graduation, currently a BCS candidate.

৯.বাংলা: আমার ইচ্ছা আমি একদিন দেশের হয়ে কিছু করব।

ইংরেজি: I want to do something for the country one day.

১০. বাংলা: আমি বিশ্বাস করি আমি আমার স্বপ্ন পূরণ করতে পারব।

ইংরেজি: I believe I can achieve my dream. 

নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

তবে হ্যাঁ মনে রাখবেন, ব্যক্তিত্বের ভিন্নতার ওপর নির্ভর করে মূলত নিজের সম্পর্কে আপনি আলাদা আলাদা ভাবে কথা বলতে পারেন।

তাই পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে সেই তিন ধরনের ব্যক্তিত্ব বাছাই করে এক্সট্রা ভাবে উল্লেখ করবো ইংরেজিতে নিজের সম্পর্কে দশটি বাক্য। 

সাধারণত ব্যক্তিত্ব কত প্রকারঃ ব্যক্তিত্ব মূলত মানুষের ধরন। কেননা মানুষ সাধারণত মানসিকভাবে তিনটি বিশেষ চরিত্র বহন করে থাকে।

সেগুলো হচ্ছে:-

  1. Extrovert
  2. Introvert 
  3. Ambivert 

✓ Extrovert

এই ধরনের মানুষগুলো মূলত খুবই প্রাণবন্ত ও হৈ-হুল্লোড় প্রিয় হয়ে থাকে। তাই আপনি যদি নিজের সম্পর্কে কোথাও কিছু বলতে চান তাহলে যেভাবে সাজিয়ে গুছে দশটি বাক্য উপস্থাপন করতে পারেন তা আমরা নিজে উল্লেখ করছি। 

১. বাংলা: বন্ধুরা, আমার নাম সেতু রানি।

ইংরেজি: Friends, My name is Setu Rani.

২. বাংলা: আমি গান গাইতে বেশ ভালবাসি।

ইংরেজি: I love to sing.

৩. বাংলা: আমার সবার সাথে মিলেমিশে থাকতে অনেক ভালো লাগে।

ইংরেজি: I love to get along with everyone.

৪. বাংলা: আমি সকলের সাথে আন্তরিকতা বজায় রেখে কথা বলতে স্বাচ্ছন্দবোধ করি।

ইংরেজি: I feel comfortable talking to everyone in a sincere manner.

৫. বাংলা: আমি প্রায় যেকোনো সামাজিক উৎসবে যোগদান করে থাকি।

ইংরেজি: I attend almost any social event.

৬. বাংলা: আমার গানের গলা আলহামদুলিল্লাহ ভালো।

ইংরেজি: Alhamdulillah my singing voice is good.

৭. বাংলা: কেননা ইতোমধ্যে আমি অসংখ্য পুরস্কার অর্জন করেছি।

ইংরেজি: Because I have already won numerous awards.

৮. বাংলা: আমি মনে করছি আমার গান শুনে আপনাদেরও ভালো লাগবে।

ইংরেজি: I think you will also enjoy listening to my music.

৯. বাংলা: আপনারা অবশ্যই আমাকে উৎসাহিত করবেন।

ইংরেজি: You must encourage me.

১০.বাংলা: বন্ধুত্ব করতে আমার বেশ ভালো লাগে তাই সবার সাথে আবারও দেখা হবে।

ইংরেজি: I love to make friends so will see everyone again.

আমাদের আশেপাশে যে মানুষগুলো চুপচাপ থাকতে বেশি পছন্দ করে তারা মূলত এই চরিত্রের অন্তর্ভুক্ত। আর তাই

আপনি যদি এই তালিকায় পড়েন তাহলে স্বাভাবিকভাবে যে দশটি বাক্য বলতে পারেন সেটা হচ্ছে:—

১. বাংলা: আমার হইহুল্লোড় খুব একটা পছন্দ নয়।

ইংরেজি: I don’t like fuss very much.

২. বাংলা: আমার চিৎকার চেঁচামেচি বেশ বাজে মনে হয়। 

ইংরেজি: My screams sound pretty bad.

৩. বাংলা: আমি একাকীত্ব ভালোবাসি।

ইংরেজি: I love solitude.

৪. বাংলা: আমার কিছু সংখ্যক কাছের বন্ধু রয়েছে।

ইংরেজি: I have few close friends.

৫. বাংলা: আমি সবার সাথে নয়,  বরং আমার কাছের বন্ধুদের সাথে আমার সবটা শেয়ার করি।

ইংরেজি: I don’t share everything with everyone, but with my closest friends.

৬. বাংলা: আমি অল্প কথা বলতে পছন্দ করি।

ইংরেজি: I prefer small talk.

৭. বাংলা: আমি সবার সাথে খুবই কম কথা বলি

ইংরেজি: I rarely talk to everyone

৮. বাংলা: কথা বলার চাইতে সবার কথা শুনতে আমার বেশি ভালো লাগে।

ইংরেজি: I like listening more than talking.

৯.বাংলা: আমি একজন খুব ভালো শ্রোতা

ইংরেজি: I am a very good listener. 

১০. বাংলা: একলা সময়ে আমি চা খেতে ভালোবাসি। 

ইংরেজি: I like to drink tea alone.

নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজি

এই ধরনের ব্যক্তিত্বসম্পন্ন মানুষগুলো মূলত এক্সট্রভার্ট এবং ইন্ট্রোভার্ট দুটির সমান বয়ে নিজেদের ভাব প্রকাশ করে থাকে। মূলত এ পর্যায়ে আমরা সাধারণ কিছু বাক্য আপনাদের জন্য তুলে ধরবো। যথা: 

১. বাংলা: আমার নাম সেতু রানী

ইংরেজি: My name is Setu Rani. 

২. বাংলা: আমার ডাকনাম সুন্দরী।

ইংরেজি: My nickname is Shundori. 

৩.বাংলা: তবে আপনি আমাকে সেতু বলে সম্বোধন করতে পারেন। 

ইংরেজি: But you can call me Setu. 

৪. বাংলা: আমি নাটোরে বাস করি।

ইংরেজি: I live in Natore.

৫. বাংলা: আমার নিজ জেলার নাম নাটোর, উপজেলার নাম সিংড়া।

ইংরেজি: My own district name is Natore, Upazila name is Singra.

৬. বাংলা: আমি আমার সম্পর্কে অজানা কিছু উপস্থাপন করছি।

ইংরেজি: I present something unknown about me.

৭. বাংলা: আমার বিশেষত্ব হচ্ছে আমি পরিস্থিতি অনুযায়ী আমার মন এবং আমার কার্যকলাপ পরিবর্তন করতে পারি।

ইংরেজি: My speciality is I can change my mind and my activities according on situation.

৮. বাংলা: আমার তাদের সাথে কথা বলতে খুব বিরক্ত লাগে যারা অন্যকে নিয়ে নিন্দা করে। 

ইংরেজি: I hate talking to people who criticize others.

৯. বাংলা: শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলেই আমি তাদের সাথে কথা বলি।

ইংরেজি: I talk to them only when it’s important.

১০. বাংলা: আমি একদিকে পরিশ্রমি এবং অন্যদিকে আমি চাইলে সারাদিন অলসতায় কাটাতে পারি। 

ইংরেজি: I am hardworking on the one hand and on the other hand I can spend the whole day lazing around if I want to.

তবে হ্যাঁ নিজের সম্পর্কে শুধুমাত্র বেসিক কিছু বলার সময় ধারাবাহিকভাবে যে বিষয়বস্তু নিয়ে কথা বলতে পারেন সেগুলো হচ্ছে:

  1. আপনার পরিচয় অর্থাৎ নাম
  2. আপনার বয়স, জন্ম তারিখ ও জন্মস্থান
  3. আপনার প্রফেশন এবং আনুষঙ্গিক কিছু বিষয়
  4. আপনার বর্তমান ঠিকানা
  5. আপনার ফ্যামিলি এবং হবে
  6. আপনার লক্ষ্য ও উদ্দেশ্য এবং অবসর সময় আপনি কি করতে পছন্দ করেন ইত্যাদি বিষয়বস্তু সম্পর্কে।

About admin

Check Also

বাংলালিংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -Banglalink job circular

বাংলালিংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -(Banglalink Job Circular 2024): আমাদের কর্মী, অংশীদার, প্রোগ্রামের অংশগ্রহণকারী এবং সম্প্রদায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *