তুরস্কে পাওয়া গেল ৪৫০ বছর আগে হাতে লেখা কুরআন

তুরস্কের ঐতিহাসিক সুলতান সেলিম মসজিদে পাওয়া গেছে সাড়ে চারশো বছর আগে হাতে লেখা পবিত্র কুরআন শরিফ। জানা গেছে, তুরস্কের কারাপিনার জেলার কনিয়ায় মসজিদটি অবস্থিত
অটোমান সুলতান দ্বিতীয়

সেলিম কর্তৃক উপহার দেওয়া ওই কুরআন শরিফে ১০ পারা লেখা রয়েছে। সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। কারাপিনার মুফতি ইউনুস আইদিন আনাদলু অ্যাজেন্সিকে বলেছেন, পবিত্র কুরআনের হাতে লেখা সংস্করণ আবিষ্কারের ঘটনায় তারা বেজায় খুশি।

তিনি আরো বলেছেন, ১০ পারা কুরআন শরিফ উদ্ধার হয়েছে সেখানকার ঐতিহাসিক মসজিদ থেকে। অটোমান সুলতান দ্বিতীয় সেলিম তা লিখিয়েছেন। এটি খুবই তাৎপর্যপূর্ণ। যখন আমরা হাতে লেখা কুরআন শরিফটি পরীক্ষা করালাম, তখন জানা গেল-

তাতে অটোমান সুলতান দ্বিতীয় সেলিম এবং কারানপুরের উল্লেখ আছে। আঙ্কারািবিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগের প্রফেসর মুস্তাফা আসকার বিষয়টি পরীক্ষা করে দেখেছেন। মুস্তাফা আসকার বলেছেন, ৪৫০ বছর আগে হাতে লেখা কুরআন শরিফটি খুবই

গুরুত্বপূর্ণ। এরপর কুরআন শরিফটি সুলতান সেলিম মসজিদে প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, সুলতান সেলিম শাহজাদা থাকা অবস্থায় বহু রকমের শিল্পকর্ম কিনে নিয়েছেন এবং সেগুলো পরবর্তীতে সংরক্ষণ করেছেন। নিজের পছন্দের শিল্পকর্ম

অন্যদের উপহার হিসেবেও পাঠিয়েছেন। পবিত্র কুরআন শরিফ হাতে লেখানোর পর তার কারানপুরে উপহার পাঠান তিনি। কুরআন শরিফে ৩০ পারা থাকলেও, সেখানে কেবল ১০ পারা উদ্ধার হয়েছে। কুরআন শরিফটি খুবই সুন্দরভাবে লেখা রয়েছে।

প্রচ্ছদের ভেতরের পাতায় লেখা আছে, সুলতান সেলিম হান কর্তৃক কারাপিনার শহরে উপহার হিসেবে পাঠানোর জন্য হাতে লেখা। তবে কুরআন শরিফটির লেখক এবং লেখার সময় উল্লেখ নেই।
সূত্র: ডেইলি সাবাহ।

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *