বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নিম্নবর্ণিত ২০তম গ্রেডের (প্রাক্তন ৪র্থ শ্রেণী) পদসমূহে সরাসরি নিয়ােগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে bps.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

আমাদের আরো চাকরির খবর পড়ুন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পদের নাম: অফিস সহায়ক

  • পদ সংখ্যা: ৩৭ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোন অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে অন্যন এস.এস.সি পাস। তবে এই তফসিল জারির পুর্বে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা অষ্টম শ্রেণী পাস।
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম: অফিস সহায়ক কাম চাবিরক্ষক

  • পদ সংখ্যা: ০৩ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোন অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে অন্যন এস.এস.সি পাস। তবে এই তফসিল জারির পুর্বে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা অষ্টম শ্রেণী পাস।
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: সহকারী ডেসপাস রাইডার

  • পদ সংখ্যা: ০৬ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোন অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে অন্যন এস.এস.সি পাস। তবে এই তফসিল জারির পূর্বে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা অষ্টম শ্রেণী পাস। মটর সাইকেল চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ

পদের নাম: কামরা পরিচারক/পরিচারিকা

  • পদ সংখ্যা: ১২ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোন অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে অন্যন এস.এস.সি পাস। তবে এই তফসিল জারির পূর্বে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা অষ্টম শ্রেণী পাস।
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: নিরাপত্তা প্রহরী

  • পদ সংখ্যা: ১৮ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোন অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে অন্যন অষ্টম শ্রেণী পাস। শারীরিকভাবে উপযুক্ত হতে হবে।
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

সচিবালয় নিয়োগ ২০২১

পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী (পূর্বনাম ঝাড়ুদার)

  • পদ সংখ্যা: ০৯ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: পেশাদার পরিচ্ছন্নতা কর্মী (ঝাড়ুদার) হতে হবে।
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

সচিবালয়ে চাকরির বিজ্ঞপ্তি ২০২১

আবেদন নিয়ম: bps.teletalk.com.bd আগ্রহী প্রার্থীরা এ-র মধ্যেমে আবেদন করতে পারবেন।

শুরু সময়: ১০ মার্চ ২০২১ তারিখে সকাল ১০:০০ টা সময় আবেদন শুরু হবে।

শেষ সময়: ০৯ এপ্রিল ২০২১ তারিখে বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

এস.এম.এস  প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ অনলাইনে এ আবেদনপত্র (আপ্লিকেশ ফ্রোম) যথাযথভাবে পূরণ করে নিদের্শনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট  করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ আপ্লিকেশ প্রিভিউ  দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি আপ্লিকেশ  কপি পাবেন। উক্ত আপ্লিকেশ  কপি প্রার্থী রঙ্গিন প্রিন্ট অথবা ডাউনলােড করে সংরক্ষণ করবেন। আপ্লিকেশ কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Tele talk Pre-paid মােবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই )টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Tele talk এর সার্ভিস চার্জ বাবদ ০৬ (ছয়) টাকা, মােট ৫৬/- (ছাপান্ন) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয় পর্যাপ্ত Online আবেদনপত্র কোনাে অবস্থাতেই গৃহীত হবেনা।

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *